রাজনন্দিনী : পর্ব ১

in hive-129948 •  5 months ago 

Your paragraph text.png

কোজাগরী পূর্ণিমার আলোয় বিশ্ব চরাচর ধুইয়া যাইতেছে। বিজয়নগর দুর্গের চারিধারে বিস্তৃত পরিখার জলে পূর্ণচন্দ্র প্রতিবিম্বিত। মৃদুমন্দ বাতাসে তরঙ্গায়িত পরিখার জলে চন্দ্রমা শতখন্ডে বিভাজিত। দুর্গের আভ্যন্তরীণ পথে দ্বারপাল প্রহরারত। নিশ্ছিদ্র প্রহরা। দুর্গের প্রত্যেক প্রান্তে এবং বিজয়নগর রাজ্যের রাজপ্রাসাদ ঘিরিয়া।

রাত্রির তৃতীয় প্রহর প্রায় অতিক্রান্ত। বৈতনিক বৈতালিকদল দৈনন্দিন প্রাতঃকর্মের প্রস্তুতিতেও কিঞ্চিত উত্তেজিত। উপলক্ষ্য রাজা বিজয়প্রতাপের পুত্রী রাজনন্দিনীর আবক্ষ মর্মর মূর্তি উন্মোচন। রাজনন্দিনী স্বয়ং যারপরনাই উত্তেজিত। রাত্রি অতিক্রান্ত প্রায়, রাজনন্দিনী দুর্গপ্রাসাদের প্রশস্ত ছাতে অস্থির পদচারণারত।

চন্দ্রালোক স্তিমিত। প্রত্যূষকাল উপস্থিত প্রায়। রাজা রাজমহিষীকে জিজ্ঞাসা করিলেন রাজনন্দিনীর নিদ্রাভঙ্গ হইয়াছে কিনা। রাজমহিষীর আদেশে দাসী পর্যবেক্ষন করিয়া আসিয়া বলিলো যে রাজনন্দিনীর গৃহ অর্গলাবদ্ধ। বৈতালিকের অতীব শ্রুতিমধুর রাগালাপ অণুরণিত সমগ্র দুর্গের অলিন্দে অলিন্দে। দিনমণি দিবালোকের ঔজ্জ্বল্য ক্রমশঃ বৃদ্ধি করিতেছেন। দাসী সংবাদ আনিলো রাজনন্দিনী আপন গৃহে নাই।

আসছে পর্ব-২..........

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://storymirror.com/read/bengali/story/raajnndinii/47tyrcjf

Loading...