আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে ভাই বোনের ভালোবাসা নিয়ে একটি গল্প শেয়ার করবো আশা করি সকলের কাছে ভালো লাগবে।
ভাই বোন মানে খুব জগড়া করবে আবার কেউ কারো ছাড়া থাকতে পারে না। ভাই বোন মানে ঘরের মধ্যে আর একটি পাকনা সদস্য বললে চলে। ভাই সারা রাত বন্ধুদের সাথে আড্ডায় থাকলে পরিবারকে বুঝানের দায়িত্ব বোনের। বন্ধুদের সাথে ঘুরতে গেলে ভাইয়ের সকল প্রয়োজন বোন পূরণ করে দিবে। বলতে গেলে ভাইয়ের জন্য একটি সাপোর্ট বোন। আমি আমার বোনের ভালোবাসা ছোট্ট থেকে ১০ বছর পাই৷ আমার বড় বোন ছিল যে গত ১২বছর আগে কেন্সারে মারা গিয়েছে।।
আমি আমার বোনের ভালোবাসা যা পেয়েছি তা আজ খুব মনে পরে। বেশির ভাগ আমি আমার বোনের বাসায় থাকতাম। আমার বোনের একটি ছেলে ছিল রাজন সে প্লে তে পরতো আর আমি তখন চতুর্থ ক্লাসে পরি তাই আমি আর রাজন এক স্কুলে পরি সে কারণে আমার বেশিরভাগ বড় বোনের বাসায় থাকা পরতো। খুব মনে পরে সেই ভালোবাসা। সকালে স্কুলে নাস্তা বানিয়ে বিকেল বেলায় খেলার সময় আবার সন্ধ্যায় পড়তে বসা মানে তার ছেলেকে যেই ভাবে রাখছে আমার বড় বোন আমাকে সেই ভাবে রাখছে। কোনোদিন এমন কোনো আচরণ করে নাই যার দ্বারা আমি কষ্ট পাবো। আমার মা বাবা লেখা পড়া জানতো না আমার বোন আমাকে পড়া লেখা করায়। আমার সব খরচ সে চালাতো। যখন আমি ক্লাস ষষ্ঠ উঠবো সে সময় হঠাৎ বোন অসুস্থ হয়ে পরে আর সেই অসুস্থ নিয়ে মৃত্যুর সাথে তিন মাস লড়াই করে চলে যায় না ফিরার দেশে। ভাই বোন মানেই মধূর এক সম্পর্ক।
সোর্স
আজ তো আমার জীবনে কেউ নাই না আছে মা, না আছে বাবা, না আছে বোন, না আছে ভাই, তাদের সবাইকে খুব মনে পরে। তাদের সৃতি গুলো এখনো কাদায় মনে পরলে। এই ভাবে এত অঅল্প বয়সে সবাইকে হারাবো কল্পনা করতে পারি নাই। আজ বোনের ভালোবাসাকে বেশি মনে পরছে কারণ ভাই ভাইকে ফালাই দেয় ভাবির জন্য কিন্তু বোন কোনোদিন ভাই বা মা, বাবা কেউ কে ফালায় ন, বোনের ভালোবাসা সব সচেয়ে মধূর খাটি ভালোবাসা। তাই আজ বোনের ভালোবাসাকে মনে পরে পাশে কেউ নেই বলে আমার বাংলা ব্লগে আমার আপন বোনকে নিয়ে কিছু গল্প শেয়ার করলাম। আমি গর্বিত এমন একটি পরিবার পেয়ে। আজ এই পযন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বড় বোন কে আল্লাতালা জান্নাত বাসী করুন এই দোয়া করি। যদিও আমার কোন বোন নেই তবে আমি বেশ ভালোভাবেই একটা বোনের অভাব অনুভব করি। একসময় পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে কেউ আগে কেউ পরে। উপরওয়ালা সবার জন্যই একটা নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছেন। হয়তো আল্লাহর ইচ্ছা যে আপনি এভাবেই মা-বাবা-ভাই-বোন ছাড়া একা একা মানুষ হবেন। এটার মধ্যেই হয়তো কল্যাণ নিহিত আছে। তাই ভরসা রাখুন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সত্যি বলতে আপনার মত দুঃখী মানুষ এই পৃথিবীতে আর নেই, যা আপনার আজকের পোস্ট পড়ে বুঝতে পারলাম। তবে মনকে শক্ত রাখবেন কারণ জীবনে এমন একটা সময় আসবে যখন কেউ বেঁচে থাকবে না। একটা সময় এরকম একা হতেই হবে কেউ আগে বা কেউ পরে, তবে আপনি হয়তো আগেই একা হয়ে গেছেন সবই আল্লাহতালার মেহেরবানি বা আল্লাহ তাআলার হুকুম। আপনার বোনের জন্য এবং আপনার মা-বাবা সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ তালা যেন বেহেস্তে নসিব করেন। ভাইবোনের সম্পর্কটা এমনই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বড় বোন থাকলে তার ভালোবাসা ভাইয়ের জন্য অন্য রকম থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit