আসসালামু ওয়ালাইকুম।স্টিমিট এর সকল সদস্য ও এডমিন দেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।আমি এখানে নতুন তাই আমি আমার পরিচয় আপনাদের সাথে শেয়ার করছি।
মোবাইল মডেল realme 8 pro
আমার পরিচয়ঃ আমি সালমা আক্তার ।আমার ইউজার নাম @ salmamony(25)। আমার বয়ষ ২৯ বছর। আমি বাংলাদেশের একজন নাগরিক।আমি বাংলাদেশের চট্রগ্রাম বিভাগিয় শহরে জন্ম গ্রহন করেছি।আমার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জিলার নাজিরপুর উপজিলার দিঘীরজান গ্রাম।আমার বাবার নাম আব্দুল হাই সেখ।আমার মায়ের নাম কাজল বেগম। দুই ভাইবোন ও বাবা মা সহ আমরা পরিবারে ৪ সদস্য। আমি আমার ভাইবোনদের মধ্যে বড় এবং বিবাহিত।আমার সংসারে আমি আমার দুই ছেলে - মেয়ে ,আমার স্বামি এবং আমার শাশুড়ী মানে আমার স্বামির মা।আমরা সবাই মিলে একটা সুখি পরিবার।
শিক্ষাগত যোগ্যতাঃআমার গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পরাশোনা ও আমি আমার এস,এস,সি( ২০০৮ )ও এইচ,এস,সি (২০১০)আমার গ্রামের স্কুল ও কলেজ থেকে পাশ করেছি।এর পর ২০১৪ সালে বি,বি,এ শেষ করি আজমখান কমার্স কলেজ (ম্যনেজমেন্ট বিভাগ )থেকে ,আজম খান কমার্স কলেজ যেটা বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত।
পেশাঃ আমার পেশা বলতে কিছুই নাই ।আমি একজন গ্রীহিনি।আমি আমার বাচ্চা ও পরিবারের অন্য সকলের দেখাশোনা করি।আর এটাই আমার প্রথম ও প্রধান কাজ।
শখঃ প্রতিটা মানুষের নিজস্ব কিছু শখ থাকে ।ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন শখ থাকে।আমার প্রথম ও প্রধান শখ লেখালেখি করা।ছোট বেলা থেকেই টুকটাক লেখালেখি করার শখ ছিল।কিন্তু সময় ও সুযোগের অভাবে এটা চালিয়ে যেতে পারিনি। এর পাশাপাশি গল্পের বই পরতে ,ঘুরতে জেতে ,গান শুনতে ,নতুন নতুন রান্না করতে অনেক ভালোলাগে।
সিলেট যাবার পথে
বন্ধুর বিয়েতে
পাল্কিরচর্, রিসরট, চট্রগ্রাম,বাংলাদেশ
পাটগাতি লন্স ঘাট,গোপাল্গঞ্জ,ঢাকা ,বাংলাদেশ
পাটগাতি লন্স ঘাট,গোপাল্গঞ্জ,ঢাকা ,বাংলাদেশ
কক্সবাজার ,বাংলাদেশ
নিলগীরি যাবার পথে
নিলগীরি চুরা ,নিলগীরি ,বান্দরনান,চট্রগ্রাম,বাংলাদেশ
নিলগীরি,বান্দরবান,চট্রগ্রাম,বাংলাদেশ
স্টিমেট প্রসঙ্গঃযেহেতু লেখালেখি করার শখ সেই ছোট বেলা থেকেই তাই অনেক দিন ধরেই এমন একটা প্লাটফর্ম খুজছিলাম যেখানে আমি আমার মন খুলে লিখতে পারবো।তাই এক দিন গুগলে সার্চ দিলাম কিছু ওয়েব সাইট সম্পর্কে জানার জন্য।সেখানে স্টিমিট সম্পর্কে জানতে পারলাম ।সেখান থেকে যেনেই স্টিমিট এ একাউন্ট খুলেছি।সেখানেই "আমার বাংলা ব্লগ" দেখতে পাই ।এখান থেকেই "আমার বাংলা ব্লগ " এ আসা।
কৃতজ্ঞতাঃআমি স্টিমিট এর কাছে অনেক অনেক কৃতজ্ঞ,আমাকে এমন একটা প্লাটফর্ম এ জায়গা দেবার জন্য।যেখানে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারব।এই কনিউনিটির সকল সদস্যদের সাথে পরিচিত হতে চাই এবং সবার সাথে বন্ধু সুলভ সম্পর্ক গরতে চাই । আমি যেহেতু নতুন তাই আমি বিনীতো ভাবে আবেদন করছি যে আমার ভুল গুলো আপনারা ক্ষমা করে দিবেন ও আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন।আপনাদের ভালোবাসা ও সাহায্য আমার খুব দরকার
পরিশেষেঃআমি কথা দিছি যে ইনশাআল্লাহ আমি "আমার বাংলা ব্লগ" এর সকল নিয়ম কানুন মেনে চলব ও কাজ করে যাবো। আমি আবারো এই কমিউনিটির সকল সদস্যদের কাছ থেকে সাহায্য কামনা করছি।আর সকল সদস্যদের সুস্থতা কামনা করছি ও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
মনে হয় যেন আপনার পরিচিত মূলক পোস্টটি আমি আরো একবার দেখেছিলাম। যাই হোক আপনার সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমরা সবাই ফ্রেন্ডলি। আশা করি এখানে সবার সাথে কাজ করতে আপনার ভালো লাগবে। এবং আপনার ভিতরে সৃজনশীলতা আমাদের সাথে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভাবে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন, সত্যিই ভালো লাগলো আপনার সম্পর্কে জানতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ ধন্যবাদ ।আপনাদের উৎসাহ ও সাহায্য আমার খুবি দরকার। আশাকরি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জয়েন করুন আমাদের discord এ
link : https://discord.gg/5aYe6e6nMW
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাই।আমাকে একটু সাহায্য করবেন।আমার নতুন কোনো পোস্ট এপ্রুভ হচ্ছেনা কেনো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।
আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহাজ্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit