বাচ্চাদের বিরক্তিকর অবস্থা থেকে বাচাতে শিশু পার্ক

in hive-129948 •  2 years ago 

এখনকার সময় আমরা যারা শহর মুখি তাদের পরিবারের ছোটোদের কথা যদি বলতে জাই তাহলে একটা কমন সমস্যা বা কথা আমরা প্রাই দেখতে পাই ,বাচ্চারা খিট খিটে স্বভাবের হয়ে জাচ্ছে।আর বাচ্চাদের এই খিট খিটে হবার কারন হিসেবে আমরা বলতে পারি আমাদের এই শহুরে একঘেয়ামি জীবনজাত্রা।আমরা চাইলেও বাচ্চাদের খোলামেলা পরিবেশ দিতে পাড়ছিনা। আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আমাদের এই যান্ত্রিক জীবনের সাথে মানিয়ে নিতে গিয়ে অদের মনের উপর যে খারাপ প্রভাব পরে সেখান থেকেই বাচ্চাদের এই মানষিক পরিবর্তন । আর এভাবেই চলতে থাকলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা অন্ধকার জীবনের দিকে ঠেলে দিব।তাই এখান থেকে বের হবার জন্য আমরা তাদেরকে নিয়ে মাঝে মাঝে বাইরে জেতে পারি ।তো বাইরেইবা কই যাবো সেইতো যান্ত্রিকতা ,তো আমরা তাদের কে একটা সুন্দর জায়গায় নিয়ে জেতে পারি।আর সেই জায়গাটা হোলো শিশু পার্ক ।
IMG20230316170357.jpg

শিশু পার্কঃশিশু পার্ক হোলো এমন একটা জায়গা যেখানে বাচ্চারা মনের আনন্দে খেলতে পারে ।এখানে বিভিন্ন ধরনের রাইডার আছে ,যাতে করে বাচ্চারা অনেক মজা করে খেলতে পারবে।এতে করে বাচ্চাদের মন ও মেধার বিকাশ ঘটে।বাচ্চাদের শারিরিক ও মানষীক বিকাশ হয়।
IMG20230316160011.jpg
IMG20230316160200.jpg
বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহরেই শিশু পার্ক আছে ।যেমন ; ঢাকা ,খুলনা,বরিশাল,সিলেট, চট্রগ্রাম এইসব শহরেই এক বা একাধিক শিশু পার্ক রয়েছে। এছারাও দেশের অনেক জিলা শহরেও এখন শিশু পার্ক রয়েছে।

IMG20230316155946.jpg

চট্রগ্রাম কর্ণফুলী শিশু পার্কঃ আজ আমরা কথা বলবো বাংলাদেশের চট্রগ্রাম শহরে অবস্থিত কর্ণফুলী শিশু পার্ক নিয়ে।

এটা চট্রগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার এস,এম,মোরশেদ শড়কের পাশে অবস্থিত। এটা সপ্তাহের প্রতিদিন ই খোলা থাকে ।সাধারনতো সকাল ১০.০০মি। থেকে সন্ধ্যা ৭.৩০ মি পর্যন্ত খোলা থাকে ।কিন্তু সাপ্তাহিক বন্ধ্যের দিন একটু বেশি সময় খোলা থাকে ।এখানে প্রবেশ করার সময় টিকিট নিতে হয় ।টীকিট মূল্য ৪০টাকা মাত্র।এর পর ভিতরে রয়েছে অনেক প্রকার রাইডার।যেমনঃ চুকচুক রেল গারি,মেরি গো,দোলনা ,বড়ো চরকি, মিনি ট্রেন, ভুতের ট্রেন, নৌকা,সোয়ান এডভেঞ্চার,সিনবাদ এডভেঞ্চার,বোট, বিমান ইত্যাদি।

IMG20230316154912.jpg

IMG20230316160547.jpg

IMG20230316164603.jpg

IMG20230316164643.jpg

IMG20230316164814.jpg

IMG20230316164848.jpg

IMG20230316164912.jpg

এছারাও রয়েছে মিনি স্টল,চাইনিজ রেস্টুরেন্ট,পপকর্ণ সপ ইত্যাদি।
IMG20230316165031.jpg

বসার জন্য রয়েছে ইট দিয়ে বানানো সুন্দর ও পরিস্কার বেঞ্চ।চাইলে আপনি বসে বাচ্চাদের নজরদারি করতে পারবেন।
ভিতরে রয়েছে সুন্দর করে সাজানো ফুল গাছ যা আপনার মনকে আরো প্রফুল্লিত করবে।

পরামর্শঃ যারা চট্রগ্রাম শহরে থাকেন ও যারা এখানে বেরাতে এসেছেন বা আসেন তারা চাইলে ঘুরে আসতে পারেন এই সুন্দর শিশু পার্ক থেকে ।আপনাদের বাচ্চারা অনেক মজা পাবে ইনশআল্লাহ । বাচ্চাদের যান্ত্রিক ও একঘেয়ামি জীবন থেকে কিছুসময়ের জন্য হোলেও এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাচ্চারা শিশু পার্কে আসে তাদের মানসিক বিকাশ
বৃদ্ধি হয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন কোমলমতি বাচ্চারা আমাদের এই যান্ত্রিক জীবনের তাদের উপর অন্যরকম প্রভাত বিস্তার করে থাকে। শিশু পার্কে বাচ্চারা আসলে তারা মনের আনন্দে খেলাধুলা করতে পারে। এতে করে তাদের মন খুব ভালো থাকে। বাচ্চাদের মন ও মেধার বিকাশ ঘটে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

thanks for your complement

  ·  2 years ago (edited)

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

দুক্ষিত আমি একেবারেই নতুন ,তাই আমি বুজতে পারিনি,আমি আমার ভুল সংশোধন করে নিচ্ছি,