আচ্ছালামুয়ালাইকুম সবাইকে।প্রিয় প্লাটফর্ম প্রিয়মানুষ গুলো সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও চমৎকার ভালো আছি।বেশী ভালো লাগে আমার বাংলা ব্লগের প্রিয় মানুষ গুলোর সাথে কথা বলে।জেনারেল ম্যাসেজে বক্সে কতো কথা বাহ!খুবই ভালো লাগায়।অপরিচিত মানুষ গুলো এখন খুব কাছের হয়ে গেলো।সেই দূর থেকে সবাই সবার খবর নিয়ে থাকি এতো সুন্দর একটা প্লাটফর্ম এতো সুন্দর আয়োজন যারা করছেন তাদের স্বাধুবাদ জানাই।শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে আপনাদের প্রতি।
আজকে আমি একটু ভিন্ন ভাবে আর্ট করার চেষ্টা করলাম যদিও টিওটোরিয়াল দেখে তারপর ও আমি এক চান্সেই পারছি এই জন্য আমি স্বার্থক।আজেক যে আর্ট আপনাদের কাছে হয়ত অনেক সিম্পল কিন্তু আমি অনেক সময় নিয়ে করছি।B দিয়ে ভালুক আর্ট করে ফেললাম আশা করি আপনাদের মতামত দিবেন।
আর্ট করতে যে উপকরণ গুলো দরকার হয়েছে
★পেপার
★মার্কার
★ রংপেন
নিম্নে প্রতি ধাপে ধাপে ছবি দেওয়া হলো
রং করার পর ভালুকটি আমার কাছে ভালোই দেখাচ্ছে। আপনার কেমন লাগছে মতামত দিবেন
আমি @salmanabir আপনাদের সাথে আছি বরিশাল থেকে।আপনাদের ভালোবাসায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বাংলা ব্লগ এখন আমার নেশায় পরিনত হয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে এতোটাইম মনোযোগ দিয়ে দেখার জন্য