হঠাৎ মোবাইলটি নষ্ট হয়ে গেল।

in hive-129948 •  23 days ago 

হ্যালো বন্ধুরা!


সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভাল আছেন? পরিবারের সবাইকে নিয়ে ব্যস্ত সময়ের মাঝেও ভালো থাকার চেষ্টা করি আমরা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শত ব্যস্ততার মাঝেও সব সময় ভালো থাকার চেষ্টা করি। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি ভালো আছি সুস্থকর্তার কাছে হাজারো শুকরিয়া। তবে দিনগুলো বেশ ব্যস্ততার মধ্যে যাচ্ছে। সারাদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে পোস্ট লিখতে বেশ দেরি হয়ে গেল। কিন্তু কি আর করার ধারাবাহিক কাজগুলো করে নিতে আমরা সবসময় চেষ্টা করি। তাই যে ভাবনা সে কাজ পোস্ট লেখা শুরু করে দিলাম একটু ফ্রি হয়ে। যদিও সারাদিন একটু একটু করে ফ্রি ছিলাম কিন্তু মানসিকভাবে সুস্থ ছিলাম না। আসলে পোস্ট লিখা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ গেস্ট ছিল তাই। কারণ কোন বিষয় সম্পর্কে লিখতে গেলে মানসিকভাবে একটু শান্তিতে থাকতে হয়। কিংবা মানসিকভাবে ফ্রেশ হলেই ভালোভাবে লেখা যায়।

vecteezy_woman-hand-holding-smartphone-for-take-a-photo-beautiful_23751736.jpg
Image Source

ভাবলাম যে আপনাদের সাথে পোস্ট শেয়ার করে নিলে ভালো হয় সে চিন্তা করে হাজির হয়েছি। আজকে বন্ধুরা আমি কি বিষয়ে লিখব তা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। আসলেই হঠাৎ করে হাতের ব্যবহার করা মোবাইলটা এভাবে নষ্ট হয়ে গেল বুঝতে পারিনি। কিন্তু কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। যদিও কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিতে চেষ্টা করতাম। কিন্তু এখন যেহেতু মোবাইলটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল তাই কাজ করতে দেয় সমস্যা হচ্ছে। কারণ ল্যাপটপে সব সময় বসা যায় না একটু ফ্রি সময় বের করে বসতে হয়। আর সব সময় তো বসে বসে কাজ করতে ইচ্ছে করে না। মাঝেমধ্যে এত বোরিং চলে আসে একটু শুয়ে একটু হেলান দিয়ে কাজগুলো করতে পারলে বেশ আরাম লাগে।

তবে আমি মনে করি কিছু কিছু কাজ আছে যেগুলো মোবাইলে খুব সহজে করা যায়। বিশেষ করে স্ক্রিনশট নিতে কিংবা কোন অ্যাপস এর কাজগুলো করে নিতে মোবাইল অ্যাপস সুবিধা হয় কাজ করতে। আমাদের এমন অনেক ইউজার আছে যারা সরাসরি সব কিছু মোবাইল থেকে করে থাকেন। তবে আমার একটি অভ্যাস ল্যাপটপে বেশ ভালোভাবে কাজ করতে পারি। তবে মাঝেমধ্যে মোবাইল দিয়ে করতেও খুব সহজ মনে হয়। কিন্তু আগে ল্যাপটপ নিয়ে বেশ ভালো কাজ করতাম। কিন্তু এখন মোবাইলেও করার চেষ্টা করি। বিশেষ করে অনেক সফটওয়্যার ডাউনলোড করা ছিল যেগুলো জরুরি জিনিস ছিল।

বিকাশ থেকে টাকা তোলা কিংবা কমিউনিটির টাকা এবং বাইনাস থেকে টাকা সব কিছুতেই মোবাইল বেশ ভালোভাবে করা যায়। তবে মোবাইলটা বেশ ভালো ছিল বেশ সুবিধা হতো আমার। যদিও এই সেটটি বিদেশ থেকে আমার ছোট ভাই আনছিল। যেহেতু মোবাইল সেট আমার ভালো লাগছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম ভাই থেকে। গত তিন বছর যাবত আমি এই মোবাইলটা ইউজ করেছিলাম। বিশ্বাস করেন একবারের জন্য কোনদিন ডিস্টার্ব করেনি এই মোবাইলটি। বলতে গেলে কমিউনিটির সম্পূর্ণ কাজগুলো করেছি মোবাইল দিয়ে। বেশ কিছুদিন আগে মোবাইলটি হাত থেকে একবার পড়ে গেছিল। হঠাৎ করে মোবাইলটি পড়ে যাওয়ার কারণে গ্লাস ফেটে গেছিল।

মোবাইলে কিছু হালকা ডিস্টার্ব করছিল। গ্লাসটি চেঞ্জ করে আনছিলাম এবং মোবাইলটি ভালোই কাজ করছিল দুই এক দিন। তবে মনে একটি সন্দেহ ছিল আসলে মোবাইলটি চলে যাবে এমন অবস্থা হয়েছিল আমার মনে। কিন্তু এতটা বেশি ডিস্টার্ব করেনি। কিন্তু কেমন জানি মনের মধ্যে সন্দেহ জমে গেছিল। গত বৃহস্পতিবার একটু করে সমুদ্র সৈকতে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। সেখান থেকে এসে মোবাইলটি ব্যাগ থেকে বের করে টেবিলে রাখলাম। আমি রান্না ঘরে কাজ করছিলাম। মেয়েকে বললাম তাদের বাবাকে কল দেওয়ার জন্য মোবাইলটি এনে দিতে। হঠাৎ করে মোবাইলটা দেখি অফ হয়ে গেল। কিন্তু চার্জ দিয়ে দেখলাম চার্জও কাজ করে না। হঠাৎ কেমন জানি খুবই খারাপ লাগলো সেদিন অবশ্যই হ্যাংআউট মিটিং ছিল।

পুরো মিটিংটা আমি ল্যাপটপ দিয়ে শেষ করি। ততক্ষণ আমি মোবাইলটা মোবাইলের ডাক্তারের কাছে পাঠাইছিলাম। কিন্তু তারা ব্যর্থ হয় বলল যে মোবাইল আর অন হচ্ছে না। তো যতটুকু বুঝতে পারলাম আসলেই মোবাইলটি আর ঠিক হবে না। যেহেতু মোবাইলটি ঠিক করার জন্য আমাদের এক ভাতিজার কাছে দিয়েছিলাম। সেই জানালো যে মোবাইলটি আর ঠিক হচ্ছে না চাচি। তো উনি বলল আরেকটু দেখবে সেই জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ আজকে জানালো যে মোবাইলটি আর ঠিক হবে না এটা সম্ভব নয়। আসলে প্রথম থেকেই যখন মোবাইলটি এভাবে অফ হয়ে গেলে তখন আমার মনে একটি সন্দেহ জেগেছিল।

যেহেতু হাতের মোবাইল প্রয়োজনীয় কাজগুলো করি মোবাইলটা অবশ্যই প্রয়োজন। তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম। যেহেতু হাতে কিছু টাকা ছিল সেগুলো খরচ করে ফেলেছে কিছুদিন আগে। আর আমার মেয়েদের বাবা আগামি ৪ তারিখ ওমরাহ হজ্জে যাচ্ছে তাই উনার অনেক টাকার দরকার তাই চাপ দিতে পারছিনা আমার বরকে। এদিকে আমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হচ্ছে। তবে বললে মোবাইল কিনে দিবে। যেহেতু আজকে খবর পেলাম মোবাইল একেবারে ড্যামেজ হয়ে গেছে তাই কিছু করার নেই। আমাকে নতুন একটি মোবাইল ক্রয় করার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন কিন্তু আমি আপাতত আপনাদের সাথে পোস্টগুলো ল্যাপটপ থেকে করার চেষ্টা করতেছি।

বুঝতেই তো পারছেন বন্ধুরা কমিউনিটির কাজ গুলো মোবাইল দিয়ে করতে খুব সুবিধা হয়। আর বর্তমান সময়ে মোবাইল ছাড়া চিন্তা করা যায় না। কিন্তু এখন যেহেতু অপারগ তাই ল্যাপটপ দিয়ে করার চেষ্টা করছি। এখন আগের মতো ভালোভাবে কাজ করতে পারছি না ল্যাপটপ দিয়ে। তবে যতটুকু পারি সব সময় একটিভ থাকার চেষ্টা করতেছি। তবে আরেকটি নতুন মোবাইল না কেনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তীতে আমি আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করব। কখন নতুন মোবাইল কিনতে পারি সেই অনুভূতিগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

PUSS_Banner_2nd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো। আসলে আপু ইলেকট্রনিকের জিনিস কখন কি হয় বোঝা মুশকিল। তবে এটা ঠিক বলেছেন ফোন দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। আমি তো সব সময় ফোনে কাজ করি। যত তারাতাড়ি সম্ভব একটা নতুন ফোন কিনবেন। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বর্তমান সময় নিয়ে মোবাইল ফোন যে কত গুরুত্বপূর্ণ হাতে না থাকলে বোঝা যায় আপু।

যাহ! বর্তমান সময়ে আমরা যেহেতু ডিজিটাল কাজ করি তাই মোবাইল বা ল্যাপটপ খারাপ হয়ে গেলে যেন মাথায় বজ্রপাত পড়ে। ল্যাপটপে বসে ব্লগের সমস্ত কাজ খুব সহজেই করা যায় ঠিক কথায় কিন্তু এক জায়গায় বসে করতে হয় সেই দিক থেকে হাতে মোবাইল থাকলে নানান কাজের ফাঁকে ফাঁকে বা কাজ শেষ করে দুপুরবেলায় একটু হেলান দিয়ে শুয়ে শুয়ে এই কাজগুলো করে নেওয়া যায় বিশেষ করে কমেন্ট করা বা ডিসকর্ডে কথা বলা এইগুলো । আজকাল মানুষের দৈনন্দিন জীবনের খরচ পাতি এত বেশি যে হঠাৎ করে কোন কিছু খারাপ হয়ে গেলে নতুন কেনার জন্য সাথে সাথেই সবকিছু জোগাড় করে নেওয়া জানো একটু সমস্যারই। আশা করবো আপনি দ্রুতই মোবাইল চিনতে পারবেন।

কি যে খারাপ অবস্থায় ছিলাম দিদি বলে বোঝাতে পারবো না। কারণ হঠাৎ করে কোন ডিস্টার্ব ছাড়া মোবাইলটি নষ্ট হয়ে গেছে। তাই অনেক বেশি খারাপ লাগলো আমার কাছে।

1000000039.jpg

1000000038.jpg

1000000037.jpg

ল‍্যাপটপ দিয়ে কাজ করায় অভ‍্যস্ত না আমি। আমার ল‍্যাপটপ টা পড়েই থাকে। ফোন দিয়েই মোটামুটি সব কাজ করে থাকি আমি। আর ভালো একটা ফোন দরকার। কারণ সবসময় চাইলেই ল‍্যাপটপ সাথে করে নিয়ে যাওয়া যায় না।

আপনি ঠিক বলছেন অনেক কিছু আছে যেগুলো আসলে মোবাইল দিয়ে করা খুবই সহজ।

হাতের মোবাইল যখন খারাপ হয়ে যাই তখন নিজের কাছে খুব খারাপ লাগে। তবে আপনার মোবাইলটি ড্যাম হয়ে গেল এখন নতুন মোবাইল কিনতে হবে আপনাকে। আর হাতের মোবাইল এমন একটি জিনিস নষ্ট হয়ে গেলে না থাকলে কিছুই ভালো লাগেনা। আশা করি তাড়াতাড়ি নতুন একটি মোবাইল নিয়ে নেবেন। আর আপনার হাসবেন্ড ওমরা হজ্বে গিয়ে যেন সুস্থভাবে হজ্ব করতে পারে এই কামনা করি।

মোবাইল একটা কিনে ফেলেছি ভাইয়া। দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য।