লাইস্টাইলঃ- টপ টেন শোরুম থেকে বাচ্চাদের পছন্দের ড্রেস কেনার সুন্দর একটি মুহূর্ত।

in hive-129948 •  2 months ago 

আমার বাংলা ব্লগ

পরিবারের সবাইকে আসসালামুয়ালাইকুম। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি পরিবার-পরিজনকে নিয়ে সবাই অনেক সুন্দর সময় অতিবাহিত করতেছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। তবে অনেক বেশি কাশি এত কাশি যে কাশতে কাশতে পেট ব্যাথা হয়ে যাচ্ছে। অনেক ধরনের খাবার খাচ্ছি কিন্তু কিছুতেই কাশি কমতেছে না অনেক কষ্টে আছি। অন্যান্য দিনের মত আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। যেহেতু গ্রামে আছি অনেক ভালো লাগতেছে অনেক কাশির মধ্যেও অনেক খারাপ লাগার মধ্যেও অনেক বেশি ভালো লাগে।

IMG_20240929_143634615.jpg

IMG_20240929_145020993.jpg

এখানে অনেক বেশি আনন্দ রয়েছে। আজকে একটা বিয়ের দাওয়াত ছিল অর্থাৎ আমার খালাতো বোনের বিয়ে ছিল।বিয়েতে গেছিলাম সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম।যখন বিয়েতে গেছি তখন অনেক বেশি আনন্দ পেয়েছি। এত কাশির কারণেও গ্রামের সবাইকে পেয়েছি। বিয়ের বাড়িতে সবাইকে একসাথে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। কারণ বিয়েতে গেলে সবাই একত্রিত হয় অনেক সুন্দর সময় কাটে সবার সাথে আড্ডা হয় ভালো মন্দ বিষয়ে শেয়ার করা যায়। এত সুন্দর একটি মুহূর্ত ছিল আমার আজকের। অনেকদিন আগে থেকে বলে আসছিল বিয়েতে আসতে হবে।

IMG_20240929_145022935.jpg

IMG_20240929_142822538.jpg

কিন্তু আমার তেমন ইচ্ছে ছিল না তবে যখন গ্রামে আসছি সেই মুহূর্তে বিয়ের দাওয়াত কাছে পেয়ে আমিও সিদ্ধান্ত নিলাম বিয়েতে যাবো। তাই বাচ্চাদেরকে মানাতে পারলাম না যেহেতু তারা বিয়েতে যাবে। যাক বন্ধুরা সেদিকে যাচ্ছি না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টপ থেকে কেনাকাটার একটি মুহূর্ত। আপনারা তো জানেন প্রায় সময় আমি শোরুম থেকে কেনাকাটা করি বাইরে যেয়ে ঘুরাঘুরি করে কেনাকাটা গুলো করতে আমার খুব বিরক্ত লাগে। বিশেষ করে আমি যে বাইরে থেকে জিনিসগুলো কিনি সেগুলোতে আমি অনেক বেশি ঠকে যাই।

IMG_20240929_143056436.jpg

IMG_20240929_142721036.jpg

আমি একটা বিষয় অনেক বেশি কেয়াল করেছি তা হচ্ছে যে বাচ্চাদের জন্য ড্রেস নিলে তারা খুব তাড়াতাড়ি ড্রেসগুলো পুরাতন করে পেলে। তাছাড়া দাগ করে ফেলে তাই সেই ড্রেস নিয়ে দ্বিতীয়বার কোথাও যেতে ইচ্ছে করে না। তাই ড্রেস গুলো কেনার জন্য টপ টেন শোরুমে চলে গেছিলাম। টপ টেন শোরুম থেকে পছন্দের ড্রেস গুলো কিনতে অনেক ভালো লাগে। যেহেতু অনেক বেশি কালেকশন আছে তাদের।

IMG_20240929_142736263.jpg

যেহেতু আমরা ইনানীতে ভ্রমণে গিয়েছিলাম তখন হঠাৎ করে ড্রেস গুলো কিনতে হয়েছিল। সেই জন্য টপটেন শোরুম থেকে খুব তাড়াহুড়ো করে ড্রেস কিনেছিলাম। যখন সেখানে প্রবেশ করি তখন আমার দেশ ভালো লাগছিল। তো বন্ধুরা সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস দেখে আমি অনেকগুলো ফটোগ্রাফি নিয়েছিলাম। সেখান থেকে অনেকগুলো ফটোগ্রাফি নিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ড্রেসের এবং সুন্দর মুহূর্তের।

IMG_20240929_153454947.jpg

IMG_20240929_154440938.jpg

অবশেষে অনেকগুলো ড্রেস থেকে নিজের পছন্দের ড্রেস গুলো পছন্দ করে তাদের কাউন্টারে চলে গেলাম এবং সেখানে পেমেন্ট গুলো বুঝিয়ে দিয়ে তাদেরকে ড্রেস গুলো আমাকে প্যাক করে দিলো। অবশেষে বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে তাদের পছন্দের ড্রেস গুলো কিনতে পেরে। আমারও বেশ ভালো লাগে এরকম জিনিস গুলো কিনে দিতে পেরেছি। আমি ড্রেস গুলো প্যাক করে নিয়ে সোজা বাসায় চলে আসি। অনেক সুন্দর একটি মুহূর্ত আশা করি আপনাদের পড়ে ভালো লাগবে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationকক্সবাজার
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফ স্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

টপ টেন থেকে যে ড্রেস গুলি কিনলেন তা সত্যিই টপ টেনের মতোই হয়েছে। বিয়ে বাড়ির পার্টি এলে সত্যিই ভীষণ আনন্দ হয়। একটা কথা চুপিচুপি বলছি। কাউকে বলবেন না। আসলেই আনন্দের মধ্যে সুন্দর খাওয়া দাওয়া হবে এই চিন্তার বিষয়টি ভীষণভাবে যুক্ত থাকে। 🤣🤣🤣
আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। সকলে মিলে যে একটি সুন্দর সময় কাটিয়েছেন এটাই সবথেকে আনন্দের বিষয়।

হা হা হা আপনি ঠিক বলছেন দাদা বিয়ের বাড়ি মানে শুধু আনন্দ আর আড্ডা নয়। সেখানে খাওয়া-দাওয়ারও একটি বিষয় থাকে। দারুণ সত্য কথা দাদা😀😀😀।

বাচ্চাদের জামা কাপড় কিনতে সব মায়েরই ভালো লাগে। আমার মেয়ে যখন ছোট ছিল আমি প্রায় প্রতি সপ্তাহে বা পনের দিনে ছুটতাম জামা কিনতে। আর যেকোনো শপিংমলেই দেখবেন জামা গুলো ভীষণ কিউট দেখতে হয়। তখন মনে হয় সব কটা জামাই যদি পড়াতে পারতাম কি ভালই না হতো। আরেকটা কথা একদম ঠিক বলেছেন চলতি বাজার থেকে কেনা খুবই কঠিন। বিশ্বস্ত দোকান না হলে আজকাল সবাই ঠকিয়ে দেয়। আপনি একা না আপনার মত আমিও ঠকে যাই।

দিদি বাচ্চাদের ড্রেস কিনতে আমারও অনেক ভালো লাগে।
ধন্যবাদ দিদি গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

বাচ্চাদের জন্য টপ টেন শোরুম থেকে এত সুন্দর ড্রেস কিনেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে বাচ্চারা এরকমই করে থাকে। জামা একটা গায়ে দিলে নষ্ট করে ফেলে। আর এর জন্য তাদের জন্য বারবার মার্কেট করা লাগে। বাচ্চাদের জন্য কেনাকাটা করার পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। বুঝতেই পারছি বাচ্চারাও অনেক খুশি হয়েছে তাদের পছন্দের ড্রেস কিনতে পেরে।

একটা যখন ড্রেস কিনি সেটা পরতেই থাকে আর বাকিগুলো পরতে চায় না। দেখবেন যে পরতে পরতে একদম পুরাতন করে ফেলে আপু।

বাচ্চাদের জন্য খুব সুন্দর কিছু ড্রেস কিনেছেন। ঘুরাঘুরি করতে ভালো না লাগায় শোরুম থেকে সবকিছু একসাথে কিনে ফেলেছেন। ভালো লাগলো আপনাদের শপিংয়ের মুহূর্ত গুলো দেখে। তবে আমি শপিং এ গেলে একটু ঘুরাঘুরি করতে পছন্দ করি। যাইহোক আপনাদের শপিং এর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

বাইর থেকে ড্রেস কিনতে গেলে তো বেশ ঘুরাঘুরি করতে হয়। খুবই বিরক্ত লাগে তাই বাধ্য হয়ে দাম বেশি দিয়ে হলেও শোরুম থেকে কেনার চেষ্টা করি।

টপ টেন শো রুম থেকে আপনার মেয়েদের জন্য পছন্দের কিছু জামা কাপড় কিনেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে বাচ্চাদের জন্য কোন কিছু কিনতে পারলে খুব ভালো লাগে তাদের মুখে হাসি দেখলে বেশ আনন্দিত হই। শোরুম থেকে জামা কাপড় ক্রয় করার মুহূর্ত বেশ সুন্দরভাবে অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।

ড্রেস কিনতে গেলে এমনই হইছে বারবার একটা কিনতে গেলে দুই তিনটা কিনা হয়। যা দেখি তা দেখতে খুবই ভালো লাগে এবং কিনতে আগ্রহ জাগে বেশি।

বিয়ে বাড়িতে গেলে সবাইকে একসাথে পাওয়া যায়। আর সবাইকে একসাথে পেলে সত্যি অনেক ভালো লাগে। আপু আপনি বাচ্চাদের জন্য দারুন দারুন সব পোশাক কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই পোস্ট অনেক সুন্দর করে তুলে ধরার জন্য।

আমি মনে করি আপু বিয়ের বাড়ি টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। যেহেতু সব আত্মীয়-স্বজন একত্রিত হয় তাদের সাথে দেখা হয়ে আর অনেক ভালো সময় কাটে।