প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা সব সময় ভালো থাকার চেষ্টা করি এবং ভালো রাখার চেষ্টা করি সবাইকে। জীবনটা আসলেই বৈচিত্রময়। কখন যে কোথায় থেকে হুট করে বিপদ চলে আসে বোঝা যায় না। মনের অজান্তে কোথায় থেকে কষ্ট পাই সেটাও বোঝা যায় না। তবে সবকিছু মেনে নিয়ে আমাদেরকে চলতে হয় সেটা হচ্ছে এক বিচিত্র ধরনের কাজ। মনে হাজারো কষ্ট থাকলে হাজারো ব্যাথা থাকলেও সব কিছুকে এক সাইডে করে খাওয়া-দাওয়া এবং নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে নিতে হয়। যাক সে দিকে আর যাচ্ছি না সেই বাস্তবতার পরীক্ষা সবার ক্ষেত্রে হয়ে থাকে।
আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই আপনারা শিরোনাম দেখে বুঝতে পারবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে শ্রেণীভেদে কাজ করে। আমাদের এ সমাজে চলাফেরার ক্ষেত্রে অনেক মানুষ আছেন যারা শ্রেণীভেদে কাজ করে থাকেন। তাদের জীবন চলার পথে অনেক ক্লাসিফিকেশন করে থাকেন। কার সাথে মিশতে হবে, কার সাথে চলাফেরা করবে, কার সাথে কিভাবে থাকতে হবে অনেক কিছু বাদ বিবেচনা করে থাকেন ওনারা। তবে এই ধরনের কাজগুলো কারা করে জানেন যাদের মন মানসিকতা খুবই নিম্ন মানের এবং নিচু শ্রেণীর তারাই করে থাকেন।
তাই আমাদের সকলের উচিত প্রত্যকে সমান চোখে দেখা প্রত্যেকের কাজের প্রতি সম্মান প্রদর্শন করা এবং প্রত্যক মানুষকে সম্মান দেখানো। যদি আমি অন্য জনকে সম্মান করি অন্যজনের কাজের প্রতি শ্রদ্ধা দেখাই তাহলে আমাকেও সম্মান করবে আমার মর্যাদা এবং সম্মান বাড়তে থাকবে। যদি আমি অন্য জনের কাজকে অবহেলা করি কিংবা অন্যজনকে অসম্মান করিতাহলে সে ক্ষেত্রে আমার মান সম্মান আরো অনেক বেশি ক্ষুন্ন হবে। প্রত্যেক মানুষের কাছে একটা বিষয় মনে রাখা খুবই জরুরী তা হচ্ছে- "যদি বড় হতে চাও তাহলে ছোট হতে হবে"।
ধরুন আমি কোন একটি কাজে সফলতা অর্জন করতে চাই। সেই সফলতা অর্জন করতে হলে আগে আমাকেই কাজটি কিভাবে শুরু করতে হবে সেটা চিন্তা করতে হবে। আমি তো সফলতা অর্জন করার জন্য এক লাফে সবগুলো সিঁড়ি অতিক্রম করতে পারব না। সেজন্য আমাকে করতে হবে কি নিচ থেকে কাজটি শুরু করতে হবে। প্রতিটি স্তর আমাকে অতিক্রম করে সফলতা অর্জন করতে হবে। হয়তো চলার পথে পিচলে যেতে পারি আমরা। তাই বলে যে আমাদের কাজটি বন্ধ করে দিব সেটা কখনো হতে পারে না। এই ক্ষেত্রে হবে কি আমাদের বিপর্যয় অবশ্যই। কারণ সফলতা অর্জন করতে হলে কাজের দিকে অগ্রসর হতে হলে প্রথমে আমাদেরকে সময় মেনটেন করতে হবে এবং আমাদের মনকে স্থির করতে হবে। সে ক্ষেত্রে শত বাঁধা আসতে পারে। তাই বলে যে হেরে যাবো তা হতে পারেনা।
আমাদের প্রত্যেকের উচিত কোন কাজ করতে হলে সে কাজের প্রতি আন্তরিকতা থাকতে হবে। সেটা যেকোনো ধরনের কাজ হতে পারে হালাল কাজ যেকোন ধরনের হবে হোক। যদি আমরা আন্তরিকতার সাথে সময় দিয়ে করি তাহলে সে কাজে অবশ্যই আমাদের সফলতা আসবে। আমাদের এই বিশ্বের অনেক দেশ আছেন যারা সফলতার ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করেছেন। তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে তাদের এই উন্নতির পিছনে প্রথমত কৃষি বিপ্লব হয়েছে। এরপরে শিল্প বিপ্লব এভাবে ধাপে ধাপে তারা উন্নতি লাভ করেছেন। এছাড়াও শত মনীষীদের জীবন আলোচনা করলে দেখা যায় যে তাদের প্রাথমিক জীবনটা কেমন ছিল।
তাদের জীবনের প্রথম দিক আলোচনা করলে দেখা যায় যে তারা পড়ালেখার ক্ষেত্রে রাস্তার ধারে ফুটপাতের লাইটের পাশে বসে পড়ালেখা করছিল এমন ইতিহাসও রয়েছেন। কিন্তু তাদের জীবন আজকে কত সুন্দর। তারা আজকে কত সফল। তারা আজকে কত পরিচিত মানুষের সামনে। তাঁদের ক্ষেত্রে ঐ যে রাতের অন্ধকারে লাইটিং এ বসে পড়ালেখা করছিল সেই বিষয়টি আগে আসেনা। কিভাবে সফলতা অর্জন করেছে সেটা বড় কথা নয়। এটা প্রাধন্য পাই সেই ব্যক্তি কত সফল আজকে। যখন সেই ব্যক্তিদের ইতিহাস আলোচনা করা হয় তখন বুঝতে পারা যায় সফলতার পিছনে তার কত বেশি সংগ্রাম ছিল। একজন কাজের মহিলা অক্লান্ত পরিশ্রম করে তার সন্তানদেরকে পড়ালেখা করাই। সে সন্তানরা দেখবেন বিশ্ব বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম। একজন রিক্সা চালক সে তার সন্তানদেরকে পড়ালেখা করিয়ে দেশের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের স্থানে এখন।
তারা নিজেদেরকে এভাবেই পরিশ্রম করিয়ে দাঁড় করিয়েছেন যে তারা কোন কাজকে অবহেলা করেননি। কোন কাজকে তারা ছোট মনে করেননি। কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা কাজকে অনেক বেশি অসম্মান করেন। মানুষকে অনেক বেশি নিচু মনে করেন। আমি মনে করি তাদের ধ্বংস নিশ্চিত। তারা কখনো কোন কাজে সফল হতে পারেনা। আমাদের এই জীবন চলার পথে সে সংগ্রামী মানুষের জীবন গড়ার ইতিহাস আলোচনা করলে আমরা খুব সহজে সফল হতে পারবো। আমরা খুব সহজে আমাদের সম্মান টুকু ধরে রাখতে পারবো। আমরা যদি বড় হতে চাই তাহলে আমাদেরকে আগে সংগ্রাম করতে হবে।
নিজেকে যে বড় বলে বড় সেই নয়। দশে যারে বড় বলে বড় সে হয়। এই ধরনের যুক্তি/উক্তি, প্রবাদ/প্রবচন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই উক্তি/যক্তি, প্রবাদ/প্রবচনগুলো এমনিতেই তৈরি হয়নি। অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক জ্ঞানী মানুষেরা এই উক্তি গুলো করেছেন। এই প্রবাদ প্রবচন গুলোর সাথে বাস্তবতার সাথে অনেক বেশি মিল রয়েছে। আশা করি বন্ধুরা আমার লেখাগুলো আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করেছি আমার অনুভূতি থেকে লেখাগুলো আপনাদের সাথে লিখে শেয়ার করার। আশা করি সবারই ভালো লাগবে আমার আজকের লেখাগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট ভিজিট করার জন্য।
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
---|---|
ইমেজ সোর্স | WIKO-T3/কেনভা দিয়ে তৈরি |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | ক্রিয়েটিভ রাইটিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও আপনার সাথে সহমত পোষণ করলাম এ বিষয়ে। আসলে বড় হতে হলে পরে অবশ্যই ছোট থেকে বড় হতে হয় হুট করে যারা বড় হয় জানেন তার পিছনে কারণ আছে আর যারা হতে চায় তারা কিন্তু ছিটকে যায়। তবে আপনার আলোচনা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার লেখাগুলোর সাথে একমত পোষণ করলেন অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু কথায় আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। যারা পরিশ্রম করবে তারা অবশ্যই কোন না কোন দিন ঠিকই সাফল্য খুঁজে পাবে। আমাদের উচিত কোন কাজকে ছোট মনে না করে সামনের দিকে এগিয়ে যাও। আর যে পরিশ্রম করবে না কাজ দেখে ভয় পাবে সে কোনদিনও সফল হতে পারবে না। নিজেকে নিজে বড় মনে করা যাবে না অন্যরা যখন নিজেকে বড় বলবে তখনই নিজে বড় হওয়া যাবে। এত সুন্দর একটি পোস্ট আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে ব্যক্তি একাকীত্ব মনে সততার সাথে পরিশ্রম করে তার পরিশ্রম কখনো ব্যর্থ যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন আপু, আমরা যদি বড় হতে চাই তাহলে আগে ছোট হতে হবে। মানুষ নিচের ধাপ থেকে ধীরে ধীরে শিখে বড় হয়ে থাকে। প্রথম অবস্থায় কখনো বড় কিছু শিখতে পারে না। যেকোনো কাজ বা, কোন কিছু শিখতে হলে প্রথমে নিজেকে ছোট হিসেবে নমনীয় করে বড় দিকে ধাবিত হতে হবে তাহলে আমাদের জীবনের সফলতা অবশ্যই আসবে। এতো সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন মানুষকে কোন কাজ করতে হলে আগে ছোট পর্যায় থেকে শুরু করতে হয়। তাহলে সফলতা নিশ্চিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু। আমাদের কে অবশ্যই সব সময় নিজেদের কে ক্ষুদ্র মানুষ ভাবতে হবে। আসলে নিজেকে বড় ভেবে কোন লাভ নেই। এ কথা মনে রাখতে হবে যে আমাদের কে বড় করবে আমাদের কর্ম বা কাজ। কিন্তু শুধু শুধু নিজেকে বড় করতে গিয়ে অন্যের কাছে ছোট হওয়ার কোন মানেই হয় না। ধন্যবাদ আপু এমন সন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের কর্মই আমাদের পরিচয়। আমরা নিজেরাই নিজেকে বড় মনে করলে তা তো হবে না। ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/nahar_hera/status/1812191339016306790?t=l-P605tL_1rV847zwfsFSA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু আমাদের উচিত নির্বিশেষে সবার সঙ্গেই সমানভাবে মিশে চলাফেরা করা। আমরা যদি কাউকে সম্মান না দেই তাহলে আমরা কি করে সম্মান পাব। খুবই ভালো লিখেছেন খুব ভালো লাগলো আপনার ব্লগটি পড়ে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সমাজে আসলে এটা হচ্ছে না এখন অনেক ভেদাভেদ চলে এসেছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit