ঈদ মোবারক সবাইকে!
আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন ঈদের দিনে পরিবার-পরিজনকে নিয়ে? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। আজ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এই ঈদুল ফিতর মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন অনেক বড় একটি অর্জন। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরেই ঈদের দিন পালন করি আমরা। মুসলিমদের প্রতিটি ঘরে ঘরে খুশির বার্তা বয়ে যায়। শুধু মুসলিমদের জন্য কেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা এই ধরনের উৎসবগুলোকে বেশ আনন্দের সাথে উপভোগ করতে পারি দেশের সর্বস্তরের মানুষজন।
এখন যেহেতু ছুটির দিন দেশের সর্বস্তরের মানুষ ছুটিতে আছেন এবং ঈদের আনন্দ উপভোগ করতেছেন। আমরা সবাই চেষ্টা করি পরিবার পরিজনকে নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে ঈদের দিনটি ভাগ করে নেওয়ার। চিন্তা করেছিলাম এবারে ঈদ শহরে করবো যেহেতু ঈদের পরপরই বাচ্চাদের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া মনটা একদম ভালো ছিল না। যেহেতু বেশ কিছুদিন হলো আমরা মাকে হারিয়েছি। এত বড় হয়েছি প্রতিটি দিন রাত মাকে সাথে পেয়েছি। কিন্তু হঠাৎ করে যখন মাকে ছাড়া ঈদ পালন করতে যাব আসলে ব্যাপারটা কিভাবে বোঝাবো আমি আপনাদেরকে জানি না। হয়তো এই অনুভূতিটা যাদের কাছে মা-বাবা নেই তারাই বুঝতে পারবেন মা-বাবা হারানোর ব্যাথা কত কষ্টের।
মনের মধ্যে একদম আনন্দ নেই বললেই চলে। কিছু কিছু জিনিস মানিয়ে নেওয়া এত সহজ হয় না। কিছু কিছু জিনিস মানিয়ে নেওয়া যায়। আবার কিছু কিছু জিনিস এভাবে সারা জীবন মনের মধ্যে আক্কেপ রেখে হয়তো নিজেকেও চলে যেতে হয় এই পৃথিবীর মায়া ত্যাগ করে। আজকের দিনটাকে অনেক বেশি মিস করতেছি মাকে নিয়ে। হয়তো দূরে থাকি সন্তানদেরকে নিয়ে সংসার নিয়ে শ্বশুরবাড়িতে থাকি। চাকরির সুযোগ সুবিধার কারণে শহরে বসবাস করি। কিন্তু মনে হতো না যে আমি শশুর বাড়িতে আছি। সব সময় মায়ের সাথে কথা হতো দিনে অনেকবার।
আমার আম্মা মারা গেছে নভেম্বরের ২৭ তারিখ ২০২৩ সালে। এখনো একদিনের জন্য মনে হয় না যে আমার মা মরে গেছে। মনে হয় যে মা আছে কিন্তু কথা হয় না। কাজের ফাঁকে ফাঁকে হুট করে আমার মনে পড়ে যায় মাকে ফোন দেওয়ার কথা। আম্মু নেই এই কথাটি যখন মনে পড়ে কলিজাটা একটা মোছড় দিয়ে ওঠে। আজকে যখন মাকে ঈদের সালাম দিতে পারলাম না আমার অনেক বেশি কষ্ট লাগলো। এই কষ্টের কারণে আমি শহরে ঈদ করতে চেয়েছিলাম। কিন্তু বাচ্চারা এত আবদার করলো না এসে পারলাম না। আর আমারও খুব খারাপ লাগলো যেহেতু আপনার ভাই শহরে একাই ঈদ করলে কেমন জানি লাগতেছে বিষয়টা।
যেহেতু ওনার বাড়িতেই আত্মীয়-স্বজন সবাই অপেক্ষা করে যাতে সবাই এক সাথে হয়ে ঈদ পালন করি। একদিকে বাচ্চাদের বাহানা অন্যদিকে আমার বিবেকের তাড়না সবকিছু মিলিয়ে অবশেষে শহর থেকে গ্রামে চলে এসেছি ঈদ পালন করার জন্য। ঈদের আনন্দটা এমন এক জিনিস ঘরের এক কোণে বসে ঈদের আনন্দ উপভোগ করা যায় না। যদি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হয় তাহলে পরিবারের সবার সাথে ভাগ করে নিতে হয়। তাহলে বোঝা যায় ঈদের আনন্দটা কেমন জিনিস। অবশেষে যখন গ্রামে আসলাম সবার সাথে ঈদ কাটালাম বেশ ভালই লাগলো।
সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম যেহেতু বাসায় মেহমান আসতেছে তাদেরকে মেহমানদারি করতে হচ্ছে। যদিও বেশ কিছু আইটেম আমি করি নাই যেহেতু অনেক গরম। এখন সবাই গরমের কারণে খেতে চাই না এত বেশি। তাই স্বল্প আইটেমের মাধ্যে আমি ব্যবস্থা করেছিলাম। সেমাই এর আইটেম রেখেছি। তাছাড়া হালকা করে বিরিয়ানি করেছিলাম সাথে মাংস রান্না। প্রচুর পরিমাণ গরম তাই খাওয়া দাওয়ার পরিমাণ ও কম। তাই চিন্তা ভাবনা করে ফ্রুটসের আইটেম বেশি রেখেছি। গরমের মধ্যে সবাই ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করেছে।
তবে একটা জিনিস আমার কাছে বেশ ভালই লাগলো এবং আনন্দও পেলাম। সেই বিষয়টা হচ্ছে বাচ্চারা অনেক বেশি আসলো ঘরে। প্রতিটি বাচ্চারা বেশ বড় একটি আক্ষেপ নিয়ে আসে যেটা আমরা সবাই ছোটকালে সেই সময়টি পার করেছি। যখন বাচ্চারা আসবে তাদেরকে আপনি যতই নাস্তা দেন না কেন তাদের মন ভরবে না। আমি এটা খুব বেশি খেয়াল করে দেখলাম। যদি আপনি পেট ভরে নাস্তা দেন আর টাকা দিবেন না তাহলে মন খারাপ করে। কিন্তু তাদের হাতে যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা না দেন তাহলে ওই বাচ্চা মনটাকে অনেক বেশি খারাপ করে ফ্যাকাসে করে চলে যায়। আমি প্রথমে যেটা করেছি যখন বাচ্চারা আসলো ঘরে তাদের জিজ্ঞেস করলাম যে তোমরা কি খাবে? বিরিয়ানি খাবে? নাকি সেমাই খাবে তোমরা? নাকি অন্য কিছু খাবে? ফ্রড খাবে কিনা?
কোনো রকম আমতা আমতা করে বলে আমরা বেশি কিছু খাব না আমাদেরকে একটু ফ্রুটস দেন। একটা বাচ্চা ১০ থেকে ২০টা ঘরের মধ্যে যাচ্ছে সবাই যদি খাবার দেয় তাহলে ওই বাচ্চার পেটে খাবার খাওয়া সম্ভব না। কিন্তু তারপরও তারা খাওয়ার বাহানা ধরে বুঝতে পারছেন হা হা হা। প্রতিটি বাচ্চাকে আমি খালি হাতে ফেরত দিই নাই যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমি বুঝেছি আমার বাচ্চারা শহর থেকে গ্রামে চলে এসেছে ঈদের সালামির জন্য হা হা হা। সত্যি বলতে যখন বাচ্চাদেরকে নাস্তা না দিয়ে আপনি হাতে টাকা ধরিয়ে দেবেন মনটা এমন খুশি হয় তাদের চেহারা দেখলে বেশ ভাল লাগে। বিশেষ করে আমি বাচ্চাদের ওই আনন্দটা দেখতে চেয়েছিলাম।
আমি প্রত্যেকটা বাচ্চাদেরকে চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দেওয়ার। কারণ সেই সময়টা আমি ছোটবেলায় পার করে এসেছি। কেউ যদি আমাকে টাকা না দিত তাহলে আমার মনটা খুব বেশি খারাপ হয়ে যেত। সেটা আপনার ক্ষেত্রে হোক আমার ক্ষেত্রে হোক। কিংবা অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে হোক ছোটবেলার ১০/২০ টাকা বেশ বড় একটি বিষয় ছোট বাচ্চার জন্য। যদি বাচ্চাদের মনটা খুশি হয় তাহলে আল্লাহ খুশি হবে এবং আমাদের ফেরেশতারাও খুশি হবে। বাচ্চাদের দিলে আল্লাহর রহমত নাযিল হবে বেশি।
যখন আমি একটু ফ্রি হয়ে গেলাম তখন আপনাদের সাথে আমার অনুভূতি গুলো শেয়ার করতে চলে এসেছি। হয়তো এখন পড়ন্ত বিকেল সবাই একটু রেস্ট নিচ্ছেন। বিকেল বেলার শেষে হয়তো মেহমান আরও বাড়বে। যেহেতু বিকেলে সবাই বের হবে তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করলে ভালো হয় আজকের ঈদের শুভেচ্ছা নিয়ে। আশা করি আমার আজকের শেয়ার করা অনুভূতি পড়ে আপনাদের ভালো লাগবে। সবার ঈদ কেমন কাটলো জানাতে ভুলবেন না বন্ধুরা।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
Location | মহেশখালী |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | লাইফ স্টাইল |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
প্রথমে আপনাকে জানাই ঈদ মোবারক। দীর্ঘ এক মাস রমজানের রোজা শেষ করে আজ ঈদের দিন। আর এই ঈদের দিন সবাই আনন্দের সাথে উদযাপন করে থাকে। পরিবারের সবাই কে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ মোবারক ভাইয়া। ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপু ঈদ মোবারক। পরিবারকে সাথে নিয়ে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ঈদের দিনে। আপনার মেয়েদের ঈদের পোশাক পড়ে বেশ সুন্দর লাগছে। পোস্ট করে খুবই ভালো লাগলো আপু। আর ঈদের দিনে মেহমান আসলে বা এমনিতেই অনেক বেশি ব্যস্ততা থাকা হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে আমার পোস্ট পড়লেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মা বাবা আমাদের জীবনের অবিচ্ছেদ্য সম্পর্ক হয়ে থাকে। কিন্তু তাদের ছাড়া যখন ঈদ করতে হয় তখন অনেক খারাপ লাগে। এই অনূভুতি টা আমি জানি। আপনার মায়ের জন্য খারাপ লাগার বিষয়টি আমি বুঝতে পারছি। ঈদের দিনটা বেশ ব্যস্ত ছিলেন মনে হচ্ছে মেহমানদারি করতে করতে। আর বাচ্চারা ঈদের দিনে টাকা পেলেই খুশি হয় কথাটা ঠিক আপু। সুন্দর ছিল আপনার আজকের পোস্ট টা।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাইয়া অনেক খারাপ লাগে আম্মুর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/nahar_hera/status/1778513284154708211?t=HeAFWpGXNa8Nh4Tzxrht0A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সারা বছর অপেক্ষা করি এই সুন্দর দিনটার জন্য। অনেক আনন্দ করেছি ঈদে।ঈদের দিনে কাটানো মূহুর্ত পড়ে বেশ ভালো লাগলো। মেয়েরা দেখছি অনেক আনন্দ করেছে। আমিও সবাইকে ঈদের সালামি দিয়েছি। ধন্যবাদ আপু ঈদের দিনে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit