💖সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগতম💖

in hive-129948 •  2 years ago  (edited)

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!

অনেক শুভকামনা রইল সবার জন্য।

new14.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

সুখ-দুঃখ মিলিয়ে তো মানুষের জীবন।সারা জীবন কিংবা সারা বছর কারো পক্ষে সুখে থাকা যেমন সম্ভব না তেমনি কারো জীবনে সব সময় দুঃখ লেগে থাকে না।আমাদের নতুন বছরের শুরুতে সুখ দুঃখ ভুলে গিয়ে পুরাতন থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।হয় তো আমাদের অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে।সেই ভুল ভ্রান্তি থেকে যথাযথ শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যত সুন্দর হয় সেই চিন্তা ধারা মাথায় রেখে চলতে হবে।আশা করছি আমরা সবাই নতুন বছরে ভালো কিছু পাব।দেখতে দেখতে জীবন থেকে একটি বছর চলে গেছে।আবারো শুরু হয়ে গেল নতুন একটি বছর আমাদের জীবনে।আমরা সবাই নতুন বছর কে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে আমন্ত্রণ করে থাকি।

new.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

new1.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

new2.jpeg

আবার অনেক মানুষ আছেন যাদের জীবনে নতুন বছর কিংবা বছরের শুরু বা শেষ কখন হয়ে যায় তার কোন টেরও পায় না।যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের মধ্যে নতুন-পুরাতন বলতে কোন দিন নেই। তাদের জীবনে প্রতিদিন প্রতিক্ষণ এক রকমের হয়।আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতি তেমন ভালো না।বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে যারা দিনমজুর আছেন তারা অনেক কষ্ট পাচ্ছেন।মহান সৃষ্টিকর্তার কাছে একটাই কামনা রইল যাতে সবকিছু আগের মতোই আমাদের জীবনে ফিরে আসে নতুন বছরে এই কামনা করি।

new6.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

new7.jpeg

new8.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

নতুন বছর যেহেতু অনেক আনন্দের দিন তাই একটু ঘোরাফেরা না করলে কিভাবে হয়।তাই বাচ্চাদেরকে নিয়ে রাত ১০ঃ৩০ মিনিটের দিকে রেডি হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে রওনা দিই।প্রতিবছর সমুদ্র সৈকতে ওপেন কনসার্ট হয়।কিন্তু এবছর দেখি তেমন ওপেন কনসার্ট হয়নি তবে সবাই নিজের নিজের মতো করে নতুন বছরকে স্বাগতম জানাইছে। শীতের প্রকোপ টাও অনেক বেশি ছিল।যদিও প্রথমে যাওয়ার পরে তেমন জনসংখ্যার ভিড় দেখা যায়নি।যখন আস্তে আস্তে রাত ১১ঃ৩০ দিকে হয় তখন জনসংখ্যা বাড়তে থাকে।

new10.jpeg

new11.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

new15.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

যখন বারোটা প্রায় বেজে যাচ্ছিল তখন সমুদ্র সৈকত এর মধ্যে এক তোলপাড় শুরু হয়ে যায়।সবাই ফানস আর বাজি ফুটাচ্ছিল।আমার এত ভাল লাগছিলো সত্যি বলার মতই না।সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম একটু অবশ্যই খারাপ লাগছিল।কিন্তু সমুদ্র সৈকতে যাওয়ার পরে মনটা একটু হালকা হয়ে যায়।সবাই এত এত আনন্দ করছিল সত্যি দেখে অনেক ভাল লাগছিল।আমার মেয়েরা তো এমন বাজি দেখে লাফালাফি শুরু করে দেয়।বিশেষ করে আমি আমার মেয়েদের আনন্দ দেওয়ার জন্য বীচে গেছিলাম।খোলা আকাশের নিচে এমন সুন্দর ফানস উড়ানো এবং বাজি পুরো আকাশে যেন রংবেরঙের হয়ে গেছিল।মানুষ এত আনন্দ করতে পারে নতুন বছরের আগমনে সত্যি না দেখলে বুঝা যায় না।

new16.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

new17.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন সমুদ্র সৈকতে হ্যাপি নিউ ইয়ার কে স্বাগত জানানোর জন্য।এছাড়াও কক্সবাজার হোটেলের প্রত্যেকটি হোটেল মালিক কর্তৃপক্ষ নিজের নিজের প্রতিষ্ঠানকে খুব সুন্দর করে সাজিয়েছেন।সবদিকে এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে সত্যি দেখে আমি মুগ্ধ।ক্ষণিকের জন্য মনে হয়েছিল সত্যি আমি বাংলাদেশের নেই।মনে হয়েছিল উন্নত কোন কান্ট্রি তে বসবাস করছি!!

new3.jpeg
ডিভাইস-Wiko-T3
স্থানঃকক্সবাজার সমুদ্র সৈকত। ।
কক্সবাজার-বাংলাদেশ।

new9.jpeg

কক্সবাজারের সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এক্ষেত্রে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন।সত্যি নিজেকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করি আমি একজন কক্সবাজারের বাসিন্দা তাই।সমুদ্র সৈকতে গেলে বোঝা যায় আমরা কেমন একটি এলাকায় আছি।আশা করি সকলেই আমার লেখাটি পড়েছেন।আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি আজকের ব্লগ এখানে শেষ করতেছি।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

🌺ধন্যবাদ সবাইকে 🌺


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErUogEiSdZAWauW2HBq1zWnaXTkFLcSDf1FNjZSG74aKLZVGvRiXgXAoHNcwd2pCdbdU4UBDUSCpWCCEVSxQb1dLcZJjZwnHQ7cKET7dP2WdCG8XqX6kAVShvxwj4ADcqXM5SRVok8jcf6QUdnKuHYGEBSfAT19oFbhrhr1248EYdHUHm3UH5XWQxGVuZ7.png


APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwGY4qLr9xmZ7c86Ji8SC8DHe4BCf25XqGMPXA2nLhARG1mMDqxEiyT2jrzVshRUi2cq3cHPD66Eymo7i2NwAjuLx9CE9MSpWCU4Y74qfmhAjFFHixiQ4.png

WhatsApp Image 2022-11-20 at 9.12.56 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm.png

Logo.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি আপু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনি বাচ্চাদের নিয়ে চমৎকার একটি মূহুর্ত কাটিয়েছেন।সকল হোটেলের মালিকরা নিজ নিজ দ্বায়িত্বে সাজিয়েছে। যাইহোক আপনি কিছু ক্ষণের জন্য হলেও ভাবছিলেন যে আপনি উন্নত কোন দেশে।কক্সবাজারের সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পেয়েছে জেনে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে সুন্দর মূহুর্ত আপনাদের মাঝে শেয়ার করার জন্য |

কক্সবাজার আসলে দিন দিন অনেক উন্নত হয়ে যাচ্ছে বলার মতো না।

প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। গতকাল আপনার মুখে শুনেছি সমুদ্র সৈকতে নববর্ষ উদযাপন করতে যাচ্ছেন ঠান্ডা উপেক্ষা করে। যাক বেশ ভোলোই উদযাপন করেছেন দেখলাম। বিশেষ করে আলোকসজ্জা এবং মানুষের উচ্ছাস চোখে পরার মতো ছিল। সবমিলিয়ে দারুন সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপু চমৎকার সময়টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

গিয়েছিলাম আসলে বীচের মধ্যে ওপেন কনসার্ট হয় প্রতিবছর তা দেখার জন্য কিন্তু তা হয়নি বাকি গুলো দেখে চলে আসলাম।

নতুন বছরের শুভেচ্ছা আপু।আশা করি আপনার এই বছর অনেক ভাল যাবে।কাল আমাদের এখানেও দারুন মজা করেছে সবাই।কিন্তু আমি ঠান্ডায় বের হইনি।আর সব আনন্দ আমার ভাল লাগলেও বাজি পোড়ানো আর ফানুস টা মানতে পারি না।এতে প্রচন্ড সমস্যা হয় হৃদরোগ আক্রান্ত মানুষ ও পশুপাখির।আর ফানুস থেকে আগুন লাগার সম্ভাবনা থাকেই।যাই হোক ভাগ্নীদের নিয়ে অনেক মজা করেছেন দেখে ভাল লাগল।ধন্যবাদ আপু সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

ফানুস আর বাজি আসলে এটা বীচের খোলামেলা জায়গায় হয়েছে।আর এগুলো হচ্ছে যারা পর্যটক এসেছেন তারাই বেশি করছেন।

প্রথমেই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপু। আপনি ঠিকই বলেছেন আপু পুরনো বছরের সব ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাপী নিউ ইয়ার খুব সুন্দর ভাবে উদযাপন করেছেন। হোটেল মালিক কর্তৃপক্ষরা খুব সুন্দর করে হোটেল গুলো সাজিয়েছে দেখছি। ধন্যবাদ আপু সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হোটেল গুলোকে বেশ সাজিয়েছে আপু দেখে অনেক সুন্দর লেগেছে।

প্রথমে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনে আপনি আপনার বাচ্চাদের নিয়ে চমৎকার একটি মুহূর্ত কাটিয়েছেন। গতকাল আপনি বলেছিলেন সমুদ্র সৈকতে নিকটে নববর্ষ উদযাপন করতে যাচ্ছেন। ফটোগ্রাফি তে দেখা যাচ্ছে, মালিকেরা খুবই সুন্দর ভাবে তাদের হোটেল গুলোকে সজ্জিত করেছে। নতুন বছরে প্রথম দিন এবং কক্সবাজার সৌন্দর্য সব মিলে একটি খুবই সুন্দর দিন আপনারা খাটিয়েছেন।

গিয়েছিলাম বীচের অনুষ্ঠান দেখার জন্য কিন্তু অনুষ্ঠান হয়নি তাই বাজি ফুটানো ফুটানো দেখে চলে এসেছি।

সত্যিই আপু নতুন বছর চলে এলো আর পুরনো বছর কিভাবে যে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। তবে নতুন বছরে নতুন কিছু করতে ভালই লাগে। কিন্তু পুরনো বছরগুলোকে ধরে রাখার জন্য পুরনো কাজগুলো না জমিয়ে রাখাই উত্তম। আপনার মেয়েরা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে আপু। আর কক্সবাজারের সৌন্দর্য সত্যি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কোন একদিন কক্সবাজার গেলে হয়তো সেই সৌন্দর্য দেখতে পাবো আপু।

হ্যাঁ আপু চলে আসেন কক্সবাজার ঘুরতে বেশ সুন্দর হয়েছে কক্সবাজার শহর।

গতকাল যেন বড় একটা উৎসব বেঁধে গিয়েছিল গোটা দেশে তথা বিশ্বে।সবাই দিনটাকে যেভাবে পেরেছে উৎযাপন করেছে।
তবে এই সময় নাচানাচি কিংবা বাজি ফোটানো আমার কাছে অযৌক্তিক লাগে।একটা বছর জীবন থেকে ফুরিয়ে গেলো,সেটাই আমার কাছে খারাপ লাগে।
যাইহোক,সুন্দর মুহুর্ত কাটিয়েছেন পিচ্চিদের নিয়ে। শুভ কামনা জানাই 😊।

ঠিক বলছেন আসলে বাজি ফোটালে পশু পাখির সমস্যা হয় তা ঠিক বলছেন।কিন্তু বীচের পরিবেশে গিয়ে দেখে বেশ ভালো লেগেছিল।

কালকে রাতে যখন আপনার সাথে কথা বলছিলাম তখনই আপনি বলেছিলেন আপনি বিচে যাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য। তখন মনের মধ্যে সেখানকার পরিবেশ দেখার আগ্রহ ছিল। আপনার শেয়ার করা এই পোস্টের মাধ্যমে সেই অনুভূতিটা অনেকটাই পেয়ে গেলাম আপু। এই ধরনের চমকানো আয়োজন দেখতে অনেক দূর-দূরান্ত থেকে পর্যটক আসবে এটাই স্বাভাবিক।

প্রতি বছর বীচে ওপেন কনসার্ট হয় সবাই মিলে বেশ মজা করে কিন্তু এবছরে সেই প্রোগ্রাম হয়নি তাই সবাই হালকা করে আনন্দ করেছে।

আপু আসলে এই বছর টা মনে হয় খুব তাড়াতাড়ি চলে গেল।কখন বছর শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। আসলে এই বছরে অনেক কিছু পেয়েছি এবং হারিয়েছি।আর আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর কে ভাল ভাবে বরং করে নিয়েছেন দেখছি। আপনার মেয়ে অনেক মজা পেয়েছে মনে হয়। সবমিলিয়ে কক্সবাজারে ভালো সময় কেটেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

আগের দুইটা বছর যেহেতু করোনার মধ্যে সবাই বসে থাকছিল এ বছর যেহেতু ওপেন করে দিয়েছিল সবাই অনেক কর্ম ব্যস্ত ছিল আপনি ঠিক বলছেন।

ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের সকলকে।আশা করি আপনার সমস্ত বছর টা খুব ভালোভাবে কাটবে এবং আপনার সমস্ত শখ,আহ্লাদ,ইচ্ছে সব পূরণ হবে।কক্সবাজার এরিয়া দেখছি একদম আলোয় আলোয় ভরে উঠেছে। সারা বিশ্বেই হয়তো এরকমই।চারিদিকে আলোয় মাতোয়ারা।খুব সুন্দর লাগলো।

ঠিক বলছেন আপু কক্সবাজারে হ্যাপি নিউ ইয়ারের সময় অনেক পর্যটক আসে তো তাই পরিবেশ টা অনেক জমজমাট হয়।