হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবারের,
সকল সদস্য ও সদস্যাগণ আশাকরি সকলে ভালো আছেন। আমি সামশুন নাহার হিরা @samhunnahar। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি [“অকাল মৃত্যু/আকস্মিক মৃত্যু”] একটা পরিবারের জন্য কতটা ক্ষতিকর সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। গত কয়েকদিন যাবত আমি পূজার ছুটিতে গ্রামে গিয়েছিলাম। সেখান থেকে আমি গত মঙ্গবার শহরে চলে আসি। তেমন একটা ভালো লাগছিলো না আমার।
বুধবার বিকেলে আমি মাগরিবের আজানের পরে নাস্তা খেয়ে একটু করে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ আমার মোবাইলে একটি কল আসে। আমি রিসিভ করাতে ওপার থেকে ভেসে আসে বড় বোনের হাজবেন্ড স্ট্রোক করে মারা গেছে। আসলে এই কথাটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না।
হঠাৎ করে এমন একটি কথা কানে আওয়াজ আসার সাথে সাথে আমার হাত-পা শীতল হয়ে আসছিল। কারণ ঐ বোনটি হচ্ছে আমার মামাত বোন। মামাতো বোন হলেও আমার নানার বাড়ি আমাদের বাড়ির পাশে হওয়ায় আমরা এক সাথে বড় হয়েছি। নিজের মায়ের পেটের ভাই-বোনদের মত। যদিও খাবার খাইতাম নিজের বাড়িতে কিন্তু হাত ধুইতাম মামার বাড়িতে।
আমার মামাতো বোনের বিয়ে টা একটু দেরিতে হওয়ায় বিয়ে হয়েছে দুই বছর আগে। তাদের এক কন্যা সন্তান আছে যার বয়স মাত্র ১৫ মাস। খুব সুন্দর একটি সুখী সংসার ছিল। আমার দুলাভাইয়ের নাম ছিল মুজিবুর রহমান। তিনি একজন সিনিয়র ইংলিশ টিচার ছিলেন। মুজিব ভাই ছিলেন একজন খুব ভালো এবং উদার মনের মানুষ। মুজিব ভাইয়ের এমন মৃত্যুর সংবাদ শোনার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। আমার বোন আর ছোট মেয়েটা এতিম হয়ে গেল। আমি সংবাদটা শোনার সাথে সাথে মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। আমার বেশি খারাপ লাগতেছে বাচ্চাটার জন্য। যে বয়সে বাবা-মায়ের আদর পেয়ে বড় হওয়ার কথা সেখানে আজ বাবা বলে কোন অস্থিত্ব রইলো না।
আমি বাচ্চাদেরকে নিয়ে রাতে রওনা দিতে পারি নাই কারণ ওদের বাসা চকরিয়াতে আমার বাসা থেকে দূরে।তাই আমরা সবাই সকাল ছয়টা বাজে রওনা দিলাম। পৌঁছে গেলাম আর দাফন-কাফন শেষ হওয়ার পরে বাড়িতে ফিরে আসি। আমার বোনের আহাজারি চোখে ভাসতে থাকছে কিছুতেই আমি মনকে সান্তনা দিতে পারছিনা। এত ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে এত বড় একটা জীবন যুদ্ধে সংগ্রাম করে জীবনটা কিভাবে পার করবে সেই চিন্তায়। একটা বাচ্চার জন্য একজন পিতা কি জিনিস যার নাই সে অনুভব করতে পারবে।কত টা কষ্টের, কতটা বেদনাদায়ক।
একজন নারীর জীবনে স্বামী নামক মানুষটা কত গুরুত্বপূর্ণ যার আছে সে বুঝতে পারে। আর যার নেই সেই তিলে তিলে অনুভব করে। একজন নারীর জন্য স্বামী হচ্ছে ঢাল স্বরূপ, মাথায় বট গাছের ছায়ার মতই।একজন বাচ্চা বড় করার পিছনে পিতা-মাতা উভয়ের গুরুত্ব অপরিসীম।
আমি সামশুন নাহার হিরা
@samhunnahar
আমার বোন চিৎকার করে কান্না করে করে বলতেছে কিভাবে আমি আমার মেয়েকে মানুষ করবো। আমি কি আমার বাচ্চাকে মানুষের মত মানুষ করে আমার স্বামীর মনের আশা পূরণ করতে পারবো?এখন আমি কি করব? তোমরা আমাকে বলে দাও? এমন কান্নার আওয়াজ আমার কানে বাজতে থাকছে। আমি কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারছিনা।
এমন মৃত্যু যেন সৃষ্টিকর্তা আর কাউকে না দেয়। জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। কিন্তু এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক। সৃষ্টিকর্তা যখন যাকে ডাক দিবেন অবশ্যই তার ডাকে সাড়া দিতে হবে সেটা স্বাভাবিক। কিন্তু এমন একটি "আকস্মিক মৃত্যু/ অকাল মৃত্যু"একটা নারী বিধবা হয়ে গেল, আর একটা ছোট ১৫ মাসের বাচ্চা পিতা হারা হয়ে গেল। হয়তোবা তাদের ভাগ্যে এমনই লিখা ছিল। তাকে তার পিতা ছাড়া এই দুনিয়াতে বড় হতে হবে।
সবাই আমার বোন এবং ভাগ্নির জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে এই জীবন যুদ্ধে সংগ্রাম করে জয়ী হতে পারেন এবং সুন্দর ভাবে ভবিষ্যৎ জীবন অতিবাহিত করতে পারেন। বাবা ছাড়া এই পৃথিবীতে সুন্দরভাবে বড় হয়ে একটি সুন্দর জীবন যাপন যাতে করতে পারে সেই কামনা করি আমি সৃষ্টিকর্তার কাছে।জন্ম যখন দিয়েছেন সৃষ্টিকর্তা, রিজিকের মালিক ও অবশ্যই আল্লাহ।
প্রিয় “আমার বাংলা ব্লগ” বাসি ভাই-বোনেরা আজ আমি আমার লেখা এখানে সমাপ্তি দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন এই কামনা ব্যক্ত করে আমি আমার লেখা শেষ করলাম।
ধন্যবাদ সকলকে।
@samhunnahar
আপনার দুলাইভাই জান্নাত বাসী হউক। আপু আর ফুটফুটে বাচ্চা মেয়েটা জন্য খুব খারাপ লাগছে। দোয়া করি যাতে সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারে। আপু যেন বাবু টা কে মানুষের মত মানুষ করতে পারে।এখন মানুষ বেশি অসুস্থ হচ্ছে সেই সাথে বেশি মানুষ স্কোক্ট্র করে মারা যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে মানসিকভাবে আমাকে সাপোর্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু এরকম অনেক দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি আসলে আপনার কথাগুলো যখন পড়ছিলাম মনে হচ্ছিল যেন ঘটনাটা আমার সাথে ঘটেছে। মাত্র দুই বছর হলো আপনার মামাতো বোনের বিয়ে হয়েছে। তাদের মাত্র ১৫ মাস বয়সী একটা মেয়ে। মেয়েটার কথা ভাবতেই যেন চোখে জল চলে আসলো। এতটুকু একটা বাচ্চা এখনো তো বাবা কি রকম হয় সেটা দেখার মত বয়স হয়নি। এমনকি ও যখন বড় হবে বাবা কি রকম দেখতে সেটাও মনে থাকবে। সত্যিই এই বিষয়টা অনেক বেশি দুঃখজনক ছিল। তবে বলব আপনার দুলাভাই যেন জান্নাতবাসী হয়। আর আপনার বোনকে বোঝাবেন যেন ভেঙে না পড়ে নিজের মেয়েকে আগলে রাখার চেষ্টা করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আমিও আপনার মত চিন্তা করতেছি। এই ছোট বাচ্চাটা কিভাবে বাবা ছাড়া বড় হবে সেই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার বোনের জন্য চিন্তা করতেছি না ছোট বাচ্চাটার জন্য চিন্তা করতেছি।ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু একটি অকাল মৃত্যু সারাজীবনের কান্না হয়েই থাকে। আপনার সেই দুলাভাইয়ের জন্য আমার বেশ খারাপ লাগছে। ঠিক বলেছেন একজন বিধবা জীবনের সংগ্রাম যে কি সেটা আসলে অন্য কেউ বুঝবে না। আপনার ভাগ্নের জন্য খুব খারাপ লাগছে আপু। সমস্যা নাই আল্লাহ ভরসা আল্লাহ তার জন্য হয়তো ভালো কিছুই রেখেছেন। দোয়া করি তারপর পরবর্তী জীবনের ভালো কিছু হোক ভালো কিছু আসুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আসলেই মানসিকভাবে এতটা হতাশাগ্রস্ত হয়ে গেছি যে নিজেকে সামলে নিতে পারতেছি না। বাচ্চাটার জন্য খুবই ইমোশনাল হয়ে গেছি আমরা সবাই।দোয়া করবেন আমার ভাগ্নির জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আপু এরকম একটি অকাল মৃত্যু একটি পরিবারকে আসলেই একেবারে ভেঙে দেয়। আপনার বোনের হাসবেন্ড মারা যাওয়ার কারণে ছোট বাচ্চাটা যেমন এতিম হয়ে গেল তারপরও আপনার বোনটাওতো স্বামী হারা হয়ে গেল। আপনি বললেন যে তার একটু বয়স করে বিয়ে হয়েছে, মাত্র দুই বছর হলো বিয়ে হয়েছে আর এর মধ্যে বিধবা হয়ে গেল সত্যি এরকম মৃত্যু মেনে নেওয়া যায় না তারপরও মানুষকে মেনে নিতে হয়। বিধাতা যখন মানুষের জীবনে যা লিখেছেন সেটা আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় নাই। আল্লাহ যেন তাদেরকে শোক সইবার ক্ষমতা দেন এই কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কথাগুলো শুনে খুবই ভালো লেগেছে।আপনি ঠিক বলেছেন, আল্লাহ যেটা করেছেন সেটা মঙ্গলের জন্য করেছেন নিশ্চয়। দোয়া করবেন মা ও মেয়ে দুজনের জন্য যেন সুন্দর ভবিষ্যৎ জীবন গড়ে নিতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি খুবই খারাপ লাগলো আপু। আপনার বোনের হাজবেন্ড মারা যাওয়ার কথাটি শুনে। আমি মরহুমের আত্মার শান্তি কামনা সহ ওই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একটা পরিবারের প্রধান মারা গেলে সেই পরিবারকে যে কতটা অসহায় হয়ে পড়ে এটা যার হয়েছে সেই বুঝবে। আমাদের সান্তনা দেয়া ছাড়া কোন উপায় নেই। আপনার বোনের পরিবারের জন্য শুভকামনা সহ আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে সান্তনা মূলক মতামত দিয়ে পাশে থাকার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, দীর্ঘ হায়াত দান করুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যু গুলোকে মেনে নেওয়া যায় না কারণ অকালমৃত্যু গুলো একটি পরিবারের জন্য যে কত কষ্টের এবং কত সমস্যার সেটা শুধু যে পরিবারে অকাল মৃত্যু ঘটেছে ঠিক সেই পরিবারের লোকজন বোঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাক অনুপ্রেরণা দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit