লাইস্টাইলঃ- দেবরের বিয়েতে কাটানো বেশ আনন্দের একটি মুহূর্ত -পর্ব-১

in hive-129948 •  23 days ago 

আসসালামু আলাইকুম,

প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে। বন্ধুরা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে সবাই সুন্দর সময় কাটাচ্ছেন। আজকে অনেক ব্যস্ত ছিলাম সেই ব্যস্ততার কারণে পোস্ট করা সম্ভব হয়নি। তাই যখন ফ্রি হয়ে গেছে তখন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি।

IMG_20241226_160957482.jpg

বন্ধুরা প্রতি সপ্তাহের মত আমি আজকে আপনাদের সাথে একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করব। দৈনন্দিন জীবনে কিছু ভালো মন্দ ঘটে থাকে সেগুলো আপনাদের সাথে স্মৃতি চারণ করতে পারলেও খুব ভালো লাগে। নিশ্চয়ই আপনারা পোস্টের টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে কি বিষয় মিয়ে শেয়ার করবো? হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে একটি বিয়ে খাওয়ার সুন্দর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে আমার এক দেবরের বিয়ে।

IMG_20241226_160958737.jpg

IMG_20241226_151252037_1.jpg

বন্ধুরা আপনারা তো অনেকেই জানেন আমি অসুস্থ। কিন্তু এত অসুস্থতার মাঝেও বিয়ে খাওয়া মানে বেশ অদ্ভুত ধরনের কথা তাই না? আসলেই আমার কাছে তেমন একটি বিষয়। কারণ এমন কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই করতে হয় না গেলে হয় না। তাই আমিও বাধ্য হয়ে এই বিয়েতে আসার জন্য প্রস্তুত হয়েছিলাম। আসলে বাচ্চারা এত বিরক্ত করছিল তাছাড়া আমার দেবর অনেক দূর থেকে গিয়েছিল আমাকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য। আর আপনাদের ভাই ঢাকায় যাওয়ার কারণে আসতে পারেনি সেজন্য আমাকে বাধ্য হয়ে আসতে হলো।

IMG_20241226_131422364.jpg

যদিও আমি গত কালকের পোস্টে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম মমহেশখালীতে আসতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। কিন্তু করার কিছু ছিল না আসলে এসে যখন গিয়েছিলাম তখন আর ফেরত যায়নি। যেহেতু বাচ্চারা মন খারাপ করবে তাই এবারে ডিসেম্বরে ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে কোথায় ঘুরতে যাইনি। তাই আমিও বাচ্চাদের নিয়ে চলে আসি।তাই আজকে আমরা সবাই রেডি হয়ে বিয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। যেহেতু আমি সোজা চলে এসেছে আমার ননদের বাসায়। তাই সবাই মিলে আমরা বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছিলাম।

IMG_20241226_131425339.jpg

IMG_20241226_145002639.jpg

যদিও আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেছিল। কারণ বাচ্চাদেরকে রেডি করতে খুবই সময় লাগে তাই আমরা যেতে যেতে বরযাত্রা শুরু হয়ে গেছিল। সোজা আমরা যেয়ে একটি গাড়ির মধ্যে প্রবেশ কর সিটের মধ্যে সবাই বসে পড়ি। আমরা বউ আনতে যাব সবাই মিলে সেজন্য। বউ আনতে আমার অনেক দূরে গেছিলাম অনেক। সবাই মিলে খুব আনন্দ করে করে গেছিলাম। যেহেতু বর।যাত্রার গাড়ি একটু আস্তে চলে তাই যেতে আমাদের বেশি দেরি হয়ে গেছিল। যেমন দেরি হয়ে গেছিল তেমন আমাদের ফিরতেও অনেক বেশি দেরি হয়েছিল।

IMG_20241226_161213577.jpg

আমরা যেহেতু সবাই মিলে গেছিলাম আসলে একেক জনের মন মানসিকতা এক রকমের। আর বিয়েটা সম্পূর্ণ গ্রাম্য ভাবে হয়েছিল তাই গ্রামের মানুষজনের কালচার অনেক বেশি ছিল।আমাদের দেবর দীর্ঘকাল মালয়েশিয়াতে ছিলেন তাই টাকা পয়সা ও বেশ ভালো ছিল। তবে কনের পক্ষের মধ্যে একটু টাকা পয়সা কম ছিল এবং গরিব ঘরের একটি মেয়েটি ভালো ছিল দেখতে তাই ওই মেয়ের সাথে বিয়ে।

IMG_20241226_131438136.jpg

অবশেষে দীর্ঘ জার্নি করার পরে আমরা কনের বাড়িতে পৌঁছে গেছিলাম। কনের বাড়িতে পৌঁছে যাবার পরে আমরা সবাই চেয়ারে বসে পড়চিলাম। কিন্তু ততক্ষণে বরের উপরে বেশ নির্যাতন হচ্ছিল হি হি হি বুঝতে পারছেন। তারা বরকে আটক করেছিল ফিতা কেটে প্রবেশ করবে এবং একটা বড় বাণ্ডিল টাকা দিয়ে তাকে প্রবেশ করতে হবে।

IMG_20241226_151154343.jpg

বেচারা কোনরকম ফিতা কেটে গেইট দিয়ে প্রবেশ করে এবং স্টেজের উপর আসার সময় আবার তাকে আটকে পেলা হয়। সেখানে অনেক সময় প্রশ্ন জোরজবরদস্তি করার পরে কিছু তাদেরকে টাকা দিয়ে আবার স্টেজ এর উপর প্রবেশ করেছে। এমন দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। আশা করি বন্ধুরা আমার আজকে শেয়ার করা প্রথম পর্ব আপনাদের কাছে ভালো লাগবে। কারণ গ্রামীন পরিবেশের এমন সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে।

IMG_20241226_145229400.jpg

আমিও খুব ভালোভাবে উপভোগ করেছিলাম।বন্ধুরা আজকে আমার শেয়ার করা বিয়ের প্রথম পর্ব আপনাদের পড়ে কেমন লাগলে জানাতে ভুলবেন না। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationমহেশখালী
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফ স্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমার আজকের টাস্কঃ-

GridArt_20241227_000403658.jpg