আমি [কবিতায়] গল্প বলা মানুষ-💖"সাগরের তীরে দাঁড়িয়ে"💖

in hive-129948 •  2 years ago  (edited)

আজ ১১ আশ্বিন-১৪২৯ বঙ্গাব্দ
২৬ সেপ্টেম্বর- ২০২২ খ্রিস্টাব্দ।

শুভেচ্ছা ও স্বাগতম।

ভারত-বাংলাদেশের সকল ব্লগার ভাই-বোনেদের প্রতি । আশা রাখি অনেক অনেক ভাল আছেন। সবাই সুস্থ আছেন নিশ্চয়। আমি অনেক অনেক ভাল আছি। আমি আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি প্রিতিদিন কোন না কোন ব্লগিং শেয়ার করার মাধ্যমে আপনাদের সাথে যুক্ত থাকতে আপ্রাণ চেষ্ট করে থাকি। সেই সুবাধে আজ ও আমি আপনাদের সাথে একটি আমার লেখা কবিতা শেয়ার করবো বলে চলে এসেছি। আজ আমার লেখা কবিতা টির কিছু তথ্য আপনাদের শেয়ার করবো।

Add a heading.jpg

সোর্স

আমার কবিতা টির নাম হচ্ছে [সাগরের তীরে দাঁড়িয়ে]। আমার আজকের কবিতা টি মূলত প্রেমের কবিতা। কবিতাটি দেখা যায় -গভীর প্রেমের অনুভুতি প্রকাশ পায়। কোন একদিন দুজন প্রেমিক-প্রেমিকা সমুদ্রের তীরে দাঁড়িয়ে সাগরের উত্তাল ঢেউয়ের সাথে হারিয়ে যাওয়া সেই আনন্দ ঘন ও প্রেমময় মুহূর্তের ভালবাসা প্রকাশ পেয়েছিল। এখানে মূলত তা তুলে ধরা হয়েছে। সাগরের তীরে প্রতিদিন কত শত মানুষের আসা-যাওয়া। কত ভালবাসার স্মৃতি জড়িয়ে আছে এই সাগরের তীরকে ঘিরে। মানুষ নিজের একাকিত্ব মনে প্রিয়জনের সাথে সময় কাঠাতে ছুটে আসে সাগরের নীল ঢেউয়ের বুকে। এভাবে হাজার হাজার ভালবাসা বেঁচে থাকে স্মৃ্তি হয়ে সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে। যাক বন্ধুরা অনেক কথা হল- চলুন আমার মূল কবিতায়। আমার লেখা কবিতা দেখে আসি এক নজরে।

268712224_305654151337735_1271309276897107472_n.png

"সাগরের তীরে দাঁড়িয়ে"

268712224_305654151337735_1271309276897107472_n.png

সে একদিন সাগরের তীর
ছুঁয়ে দাঁড়িয়ে!
উদাসীন মনে তুমি আমি সাগরের
বুকে বয়ে যাওয়া উত্তাল
ঢেউয়ের দিকে তাকিয়ে,
দু’জনে ছিলাম বিভোর।

ছিলনা কোন কথা
ছিলো তোমার আমার নিরবতা।
দেখি ঐ দূর আকাশে দিগন্ত ছুঁয়ে
মিশে যাচ্ছিল নীল সাগরের বুকে।
সেথায় হারাতে চেয়েছিলাম তোমার সাথে
আমায়এই অপূর্ণতার চোখে।

সূর্যের এমন চক্রে ঘটে যাওয়া সমুদ্রবিলাস,
তোমার আমার মনকে ভীষণ
হাহাকার করেছিল!
খুঁজে ছিলাম সুখের অভিলাষ।

এরপর এক দক্ষিণা শীতল হাওয়া এসে
ভেঙ্গে যায় দুজনের নিরবতা,
সাদা বালু কণার সাথে হাওয়ায় উড়ে মন
দুজনায় হাত ধরে হেটেছিলাম তখন।

সমুদ্রের কল্লোল হাওয়া এই বুকেতে লাগে,
হাওয়ার সুরের তালে দুজনের মনে
প্রেমের হাওয়া জাগে।
ইচ্ছে হলো জলকেলি প্রিয় তোমার সাথে,
এভাবে তুমি-আমি ছিলাম খুনসুটিতে মেতে।

ছিল না কোন দুঃখ, ছিল না অবহেলা,
হাসি-খুশিতে ছিলাম সারাবেলা।
সমুদ্রের মত গভীর ভালবাসায়
মেতে ছিলাম বেলায়-অবেলায়।

এভাবে ছিলাম তুমি-আমি
সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে,
তোমার হৃদয়ের সাথে আমার
হৃদয় গভীর ভালবাসায় জড়িয়ে।

ছিলাম-আছি, থাকব-আজীবন
হবে না কোন দিন তোমার আমার
প্রেমের মরণ-
সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে,
থাকবো তোমার হৃদয়ের সাথে জড়িয়ে!!!

সমাপ্তি---

268712224_305654151337735_1271309276897107472_n.png

প্রিয় পাঠক বন্ধুরা, আশা করি আমার কবিতা আপনাদের ভাল লেগেছে। আপনাদের কেমন লেগেছে মতামতা দিয়ে জানালে অনেক অনেক খুশি হবো। সেই সাথে আমি আজ আমার লেখার ও সমাপ্তি দিচ্ছি। আশা করি সকলেই ভাল থাকবেন। সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার লেখা শেষ করলাম।

আল্লাহ হাফেজ সবাইকে।

আমি সামশুন নাহার হিরা
যুক্ত আছি বাংলাদেশের
কক্সবাজার জেলা থেকে----
@samhunnahar

New_Benner_ABB-66.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি বলতে প্রিয় মানুষকে নিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে বা বসে আড্ডা দিলে অনেক বেশি ভালোবাসার আদান-প্রদান হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব রোমান্টিক একটি কবিতা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

ধন্যবাদ ভাইয়া আমার কবিতা টি সময় দিয়ে পড়ার জন্য। আপনি সুন্দর মতামত দিয়ে আমাকে সহযোগিতা করেছেন।

আশা করে এরকম সুন্দর সুন্দর আরো কবিতা আমাদেরকে উপহার দিবেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।