আলু বেগুন টমেটো দিয়ে ছুরি শুটকি মাছ রান্না।

in hive-129948 •  2 years ago 

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের

সবাইকে পড়ন্ত বিকালের শুভেচ্ছা!


আলু বেগুন টমেটো দিয়ে ছুরি শুটকি রান্না।

fish7.jpeg

আশা করি সকলে অনেক ভাল আছেন? আস্তে আস্তে সবার ঈদের ছুটি শেষ হয়ে কর্মব্যস্তময় জীবনে ফিরে যাচ্ছেন। এছাড়াও অনেকে আছেন এখনো ছুটি কাটাচ্ছেন নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার আসীম রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো পোস্টের ভিন্নতা আনার জন্য এবং পোস্টের ভেরিয়েশন আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই আজ নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে যে ছুরি শুটকি রান্না রেসিপি। আলু, বেগুন ও টমেটো দিয়ে রান্না করেছি খেতে অনেক মজার হয়েছে। অনেক দিন হচ্ছে শুটকি মাছ খাচ্ছিনা।

আমি এখন গ্রামে আছি তাই হঠাৎ দেখলাম রাস্তা দিয়ে শুটকি মাছ বিক্রেতা যাচ্ছে। একজন বাচ্চার সাহায্যে ডাকলাম মাছ দেখে বললাম কেমন হবে খেতে। মাছ বিক্রেতা বললেন আমি ঘরে রান্না করে খেয়েছি অনেক মজার মাছ তাই নিতে পারেন। আমি তিন প্রকারের মাছ মিক্স করে ১৫০ টাকার মাছ নিলাম কারণ যদি খেতে ভাল না হয় তাহলে বিপদে পড়তে হবে। সে হিসেবে অল্প নিলাম। এখন রান্না করে খেয়ে দেখি অনেক মজার মাছ। আর খেয়ে খেয়ে আপসোস করতেছি বেশি করে কেন নিলাম না। আমি আজ সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিবো।

fish6.jpeg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


fish.jpeg


উপকরণপরিমাণ
শুটকি মাছ২০০ গ্রাম
বেগুন মাজারি সাইজ১ টি
টমেটো১ টি
সিদ্ধ আলু৩ টি
পেঁয়াজ কুচি২ টি
রসুন কুচি৩ কোয়া
লবণস্বাদমত
কাঁচা মরিচ ফালি৪ টি
লাল মরিচ গুঁড়া২ চামচ
হলুদ গুঁড়া১ চামচ
জিরা গুঁড়া১ চামচ
ধনে গুঁড়া২ চামচ
ধনে পাতা কুচিপছন্দমত
তেলপরিমাণ মত


ছুরি শুটকি মাছ রান্নার ধাপ সমূহ


রন্ধন প্রক্রিয়া-১

প্রথমে মাছ গুলোকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর অন্যান্য উপকরণ যেমনঃ আলু, বেগুন, টমেটো কেটে নিয়েছি। অন্যান্য সব মসলা রেডি করে নিয়েছি। এইবার রান্নার ধাপে চলে যেতে হবে।

fish1.jpeg


রন্ধন প্রক্রিয়া-২

এরপর একটি রান্নার জন্য পাত্র চুলায় বসায় দিলাম তাতে পরিমাণ মত তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ ফালি দিয়ে ভেজে নিতে হবে। নেড়েচেড়ে ভেজে নেওয়া হলে অন্য উপকরণ গুলো দিয়ে দিবো।

fish2.jpeg


রন্ধন প্রক্রিয়া-৩

সব উপকরণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে। মাছ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিবো অন্যান্য উপকরণের সাথে।

fish3.jpeg


রন্ধন প্রক্রিয়া-৪

বেগুন, আলু ও টমেটো দিয়ে মাছের সাথে মিশিয়ে ভাল করে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিবো।

fish4.jpeg


রন্ধন প্রক্রিয়া-৫

আমি যেহেতু শুটকি মাছের ঝোল খাবো তাই ঝোল দিলাম। আমার পছন্দ মত ঝোল দিয়েছি আপনারা চাইলে এড়িয়ে যেতে পারেন ঝোল পছন্দ না হলে। আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে ধনে পাতা দিয়ে নামায় ফেলবো।

fish5.jpeg


পরিবেশনা

মাছ বিক্রিতা থেকে যখন মাছগুলো নিয়েছিলাম খুব ভয়ে ভয়ে নিয়েছিলাম কারণ খেতে কেমন হবে তাই। কিন্তু রান্নার পর এতটা স্বাদ হবে বুঝতে পারিনি। অনেকদিন খাওয়া হয়নি যেহেতু খেতে অনেক ভালো লেগেছিল। তাই ভেবে নিলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলে ভালো হয়।

fish6.jpeg

fish7.jpeg

কিছু কিছু মাছ আছে যেগুলো খেতে অনেক মজার হয়। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন বেশ মজার একটি রেসিপি। আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করি মতামত দিয়ে সহযোগিতা করতে ভুলবেন না।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Heroism_Copy.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছুরি শুটকি আমার আম্মুর খুব পছন্দ। কয়েকমাস আগে কক্সবাজার গিয়েছিলাম এবং আসার সময় ছুরি শুটকি সহ বেশ কয়েক ধরনের শুটকি নিয়ে এসেছিলাম বাসায়। যাইহোক আলু, বেগুন এবং টমেটো দিয়ে ছুরি শুটকি মাছের রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও চমৎকার হয়েছে। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দুই তিন ধরনের মাছ মিক্স করে রান্না করলে খেতে অনেক মজার হয়। আমার এই রেসিপিটি খেতে দারুন ছিল।

শুটকি মাছ রান্না খেতে ভীষণ মজা লাগে। শুটকি মাছ দিয়ে ভাত জমিয়ে খাওয়া যায়। আমাদের বাসায় সবাই খেতে ভীষণ পছন্দ করেন। আপনার রেসিপি দেখে ভালো লাগলো।

অনেক দিন পর খেয়েছি তাই খেতে অনেক ভাল লেগেছিল।

সত্যি আপু শুটকি মাছ কিনতে গেলে অনেকটা ভেবেচিন্তে কিনতে হয়। প্রথমে অল্প টাকার কেনাই ভালো হয়। আপনাদের অঞ্চলে এসব দারুন দারুন শুটকি মাছ পাওয়া যায়। মনে হচ্ছে আপনাদের অঞ্চলে বেড়াতে যেতে হবে শুটকি মাছ খাওয়ার জন্য। দারুন লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখেই তো জিভে জল চলে এসেছে।

জি আপু শুটকি মাছ প্রচুর পাওয়া যায় তবে একটু দেখে শুনে কিনতে হয় যাতে খেতে মজার হয়। চলে আসেন আপু।

ছুরি শুটকি মাছ আমি এভাবে কখনো রান্না করে খাইনি। অবশ্য ছুরি শুটকি মাছই এ পর্যন্ত আমি খাইনি। কোন অপরিচিত মাছ প্রথমে অল্প কিনাই ভালো। আপনি অল্প কিনে ভালই করেছেন ভালো লেগেছে পরে আবার কিনবেন যদি খারাপ লাগতো তাহলে তো আর খাওয়াই হত না। আপনার মাছের কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছে। শুটকি মাছ এমনিতেই অনেক ভালো লাগে।

যত ধরনের শুটকি মাছ আছে তার মধ্যে ছুরি শুটকি মাছ আমার অনেক ভালো লাগে খেতে।

গ্রামে তো বেশ আনন্দে ঈদ উদযাপন করছেন ৷ আজকে আবার রেসেপি শেয়ার করলেন ৷ তাও তো দেখি গ্রামের বাড়ির রেসেপি ৷ আহা শুটকি গ্রামের মানুষের নিত্য দিনের তরকারি ৷ ভর্তা হোক বা মিশালি তরকারি তে ৷ সবমিলে আপনার করা আলু, বেগুন আর ছুড়ি মাছের শুটকির রেসিপি দেখে ভালো লাগলো ৷

এবারে গ্রামে অনেক দিন কাটিয়েছি ভালই কেটেছে। রান্না অনেক মজার ছিল।

image.png

ছুরি শুটকি মাছ আমার অনেক পছন্দের। আমি এর আগেও তৈরি করেছিলাম। তবে আজকে আপনার ছুরি শুটকি মাছের রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আলু বেগুন দিয়ে খুবই সুন্দরভাবে এই ছুরি মাছের শুটকি রেসিপি তৈরি করলেন।

এভাবে দুই তিন ধরনের সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে শুটকি মাছ।

আলু বেগুন টমেটো দিয়ে এভাবে ছুরি শুটকি মাছ রান্না আমার আগে কখনো খাওয়া হয়নি। তাই আপনার রেসিপি পোষ্টের মাধ্যমে এই রেসিপিটি দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। রেসিপির কালার কম্বিনেশন ও জাস্ট অসাধারণ ছিল যা দেখে বুঝতে পারছি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে রেসিপিটি। আপনার সম্পূর্ণ রেসিপিটা তৈরি করার পদ্ধতি দেখে ভালো লাগলো।

এভাবে শুটকি মাছ আমরা প্রায় সময় রান্না করি। এভাবে যদি ঝোল করে রান্না করা হয় খেতে ভীষণ মজার হয়। ট্রাই করে দেখবেন আপু।

ছুরি শুটকি এমনিতে আমি ভীষণ পছন্দ করি খেতে। কিন্তু এভাবে আলু বেগুন টমেটো দিয়ে রান্না করে আগে কখনো খাওয়া হয়নি। আমার তো জিভে জল চলে আসলো আপনার রেসিপি টা দেখে । রেসিপিটা তৈরি করার পদ্ধতি ও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে করেছেন দেখছি।

শুটকি মাছ যদি এভাবে বিভিন্ন ধরনের সবজি মিক্স করে একটু ঝোল করে রান্না করা হয় খেতে দারুণ হয়।

ছুরি শুটকি আমার অনেক পছন্দের একটি খাবার। ছুরি শুটকি বেগুন এবং আলু দিয়ে রান্না করলে খেতে অনেক মজায় লাগে। আপনি সস্তা তে শুটকি মাছগুলো পেয়ে গেলেন। তবে শুটকি যেভাবে রান্না করলে খেতে অনেক মজাই লাগে। আপনার এই রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। আমার তো জিভে জল এসে গেল রেসিপি দেখে। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেন।

মাছ গুলো দামে সস্তা ছিল আপু অনেক ভয়ে ভয়ে নিয়েছিলাম খেতে কেমন হয় সেজন্য। কিন্তু নেওয়ার পরে দেখি রান্না করে অনেক মজার ছিল।

গ্রামের বাড়িতে গিয়ে অনেক মজা করে ছুরি ছুটকি রান্না করে খেয়েছেন। তবে চুরি শুটকি আমার অনেক প্রিয়। বিদেশ থাকা অবস্থায় আমি সপ্তাহে দুই দিন শুটকি খেতাম। তবে শুটকির মধ্যে আলু এবং বেগুন দিলে খেতে অনেক মজাই লাগে। আর আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। এবং অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

পুরো রমজান মাস জুড়ে শুটকি মাছ খেতে অনেক ইচ্ছে করছিল খেতে পারি নাই রোজার দিনে। যখন গ্রামে এসে রাস্তার মধ্যে বিক্রেতা দেখলাম তাই নিয়ে নিলাম।

আপনার রেসিপির কালার টা দেখতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আসলে ছুরি শুটকি মাছের সাথে যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদ এবং মজাদার লাগে। আপনার রেসিপিতে ধনিয়া পাতার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমারও ভালো লাগে শুটকি মাছের সাথে যদি দুই তিনটা সবজি মিক্স করে রান্না করা হয় খেতে দারুন লাগে।