অরিগ্যামি পোস্টঃ- রঙ্গিন কাগজ দিয়ে শেয়ালের মুখের তিনটি অরিগ্যামি তৈরি।

in hive-129948 •  4 days ago 

সবাই কেমন আছেন,


বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সেই প্রত্যাশা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে। আপনাদের রমজানের দিনগুলো কেমন যাচ্ছে বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো যাচ্ছে আশা করছি সব রোজাতে এমন ভালো হবে কাটাবো আমরা সবাই মিলে। বন্ধুরা হাজির হয়েছি আবার নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। চেষ্টা করি সব সময় আপনাদের সাথে ধারাবাহিক নিয়মে বিষয়গুলো শেয়ার করে নিতে। ব্যস্ততম সময়ে কোন কিছু তৈরি করতে গেলে বেশ ঝামেলা হয়ে যায়। কিন্তু মন চায় সব সময় সবার মাঝে ভিন্ন কিছু শেয়ার করে নিতে। তবে সময় স্বল্পতার কারণে ইচ্ছে থাকার সত্ত্বেও অনেক কিছু করা সম্ভব হয় না। তাই চেষ্টা করি আমাদের সময়ের সাথে মিল রেখে যেগুলো করা যায় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে।

r17.jpg

যদিও আগে একটু ফ্রি ছিলাম কিন্তু ইদানিং দিন দিন ব্যস্ততা আরও বাড়ছে। সাংসারিক কাজকর্ম দুই মেয়ের দেখাশোনার দেখা করা তাদের যাবতীয় সবকিছুর দেখাশোনা। সবকিছু মিলিয়ে যেন এক অস্থির অবস্থায় আছি। তারপরেও ভালো লাগে এই শত ব্যস্ততার মাঝে একটু শান্তি পেতে। আমি মনে করি যত ব্যস্ততা ততই আনন্দ। হয়তো একটু ফ্রি সময় কাটাতে পারি না। কিন্তু যখন আমরা ফ্রি থাকি তখন খুব একাকীত্ব লাগে তখন আরো বোরিং লাগে বেশি। যাক শত ব্যস্ততার মাঝেও কমিউনিটিতে সময় দিতে চেষ্টা করি। কারণ এখানে আমরা আমাদের মনের আনন্দ গুলো খুঁজে পাই। নিজে পছন্দের কাজ গুলো সবার সাথে শেয়ার করতে পারি। ভালো মন্দ বিষয়গুলো সবার সাথে শেয়ার করে নিতে পারি। দিন শেষে একটা ভালো এমাউন্ট পায় সেটাও আরো অনেক আনন্দের বিষয়। বন্ধুরা আমি আজকে হাজির হয়েছি রঙিন কাগজ দিয়ে একটি অরিগ্যামি তৈরি করে। প্রতিনিয়ত চেষ্টা করতাম আগে অরিগ্যামি গুলো তৈরি করার। কিন্তু আগে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা হতো। এখন সময় সুযোগ হয় না তাই তৈরি করতে পারি না।

r14.jpg

আজকে বসে পড়লাম হঠাৎ করে রঙিন কাগজ দিয়ে একটু অরিগামি তৈরি করতে। আমি রঙ্গিন কাগজ দিয়ে শেয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছি। চেষ্টা করেছি তৈরি করার। তবে অনেকদিন হলো তৈরি করছি না তাই তেমন ভালো হবে না। কিন্তু ভালো হবে না বললে কি চুপ করে বসে থাকা যায়। তাই বসে পড়লাম চেষ্টা করতে। সব সময় চেষ্টা করতে পারলে তাহলে ভালো কিছু পাওয়া যায়। বন্ধুরা আর দেরি না করে আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিব।

r15.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • কালার কাগজ।

  • কাঁচি।

অরিগ্যামি তৈরির ধাপ সমূহঃ

প্রথম ধাপঃ


আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে উপকরণসমূহ নিয়েছি। এরপরে স্কয়ার সাইজ করে আমি তিনটি কাগজ কেটে নিলাম তিন কালারের। প্রথমে কিভাবে কাটবো সেই ধাপটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে তিনটি কাগজ সমান সাইজের হয়।

r.jpg

r2.jpg


দ্বিতীয় ধাপঃ

আপনারা দেখতে পাচ্ছেন আমি কাগজ কেটে নেওয়ার পরে কিভাবে ভাঁজ দিচ্ছি। পরপর আমি দুইটা ভাঁজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করব।

r3.jpg

r4.jpg

r5.jpg


তৃতীয় ধাপঃ

বন্ধুরা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি পরপর আরো তিনটি ভাঁজ দিয়ে নিলাম। যা আমি আপনাদেরকে প্রতিটি ধাপ শেয়ার করে নিচ্ছি।

r7.jpg

r8.jpg

r9.jpg


চতুর্থ ধাপঃ

এই ধাপে পুরোপুরি ভাঁজ দেওয়া শেষ হবে। কিভাবে ভাঁজ গুলো দিয়ে শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করে নিলাম তা আপনাদেরকে দেখিয়ে দিলাম।

r10.jpg

r11.jpg


পঞ্চম ধাপঃ

অবশেষে অরিগ্যামি যখন তৈরি হয়ে যাই মার্কার পেন দিয়ে আমি মুখের ডিজাইনটা করে নিয়েছি।

r12.jpg

r13.jpg

উপস্থাপনা

বন্ধুরা এভাবে আমি তিনটি মুখের তিন কালারের অরিগ্যামি তৈরি করে নিয়েছি। যে ধাপ গুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করে নিলাম। অরিগামি দেখতে কেমন হলো। তবে তেমন ভালো হবে না সেটা আমি জানি কারন আমি এখন রেগুলার করি না সেজন্য। যদি প্রতিনিয়ত করা যায় তাহলে বেশ সুন্দর আইডিয়া চলে আসে। তারপরও চেষ্টা করেছি বন্ধুরা পরিশ্রম করে আপনাদেরকে শেয়ার করে নিতে। তো বন্ধুরা আমার আজকে আমি পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন সে প্রত্যাশা কামনা করছি।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামMI-Redmi
মডেলNote-14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরঙ্গিন শেয়ারলের মুখে অরিগ্যামি তৈরি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অরিগ্যামি আসলেই এক ধরনের যাদু, যেখানে সাধারণ কাগজও অসাধারণ কিছুতে পরিণত হয়। আপনি যে শেয়ালগুলো বানিয়েছেন, তা সত্যিই চমৎকার। মুখের সেই ছোট ছোট বিবরণ এবং চোখের অঙ্গভঙ্গি এদেরকে আরও প্রাণবন্ত করে তুলেছে। প্রতিটি ভাঁজ যেন একে নতুন জীবন দিচ্ছে। এত সুন্দর একটি অরিগ্যামি শেয়াল আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অরিগ্যামি পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে দারুণ দারুণ কিছু শেয়ালের মুখের অরিগ্যামি তৈরি করছেন আপু। অরিগ্যামি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

1000008228.jpg

অরিগ্যামি পোস্টগুলো খুব ভালো লাগে। কী সুন্দর কাগজ মুড়ে মুড়ে নানান জিনিস বানানো যায়। আজ আপনি চমৎকার তিনটি শেয়ালের মুখ বানিয়েছেন। আর চোখ মুখ এঁকেছেন বলে আরও কিউট লাগছে দেখছে৷ ধন্যবাদ আপু, সুন্দর অরিগ্যামি শেয়াল আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো কাটাচ্ছেন তাহলে। যাই হোক ব্যস্ততার মাঝে থেকেও খুব সুন্দর একটা অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। শিয়ালের মুখের অরিগামি টা দেখতে বেশ চমৎকার ছিল। এত সুন্দর একটা অরিগামি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর তিনটি অরিগ্যামি তৈরি করেছেন আপু। কাগজের ভাঁজ যদি যথাযথভাবে দেয়া যায় তখনই অরিগ্যামি গুলো সুন্দর করে ফুটিয়ে তোলা যায়।

শত ব্যাস্ততার মাঝেও কমিউনিটিতে সময় দেন জেনে ভালো লাগলো।আসলে বাংলা ব্লগের প্রতিটি পরিবারের সবাই ব্যাস্ততার মাঝেও এখানে সময় দিয়ে থাকে।আপনি চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজের শেয়ালের অরিগ্যামি করেছেন যা খুবই সুন্দর হয়েছে। ধাপে ধাপে শেয়ালের মুখ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

অনেক কষ্ট করে এরকম অরিগ্যামি গুলো তৈরি করা লাগে। কারণ ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু অল্প সময়ের ব্যাপার নয়। এগুলো অনেক সময় নিয়ে ভাঁজ দিয়ে তৈরি করা লাগে। কাগজগুলো ভাঁজ করার সময় যদি একটু এলোমেলো ভাবে ভাঁজ হয়ে যায়, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। আপনি এটা অনেক মনোযোগ সহকারে তৈরি করেছেন দেখে বুঝতে পারছি। ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য।

শত ব্যস্ততার মাঝে আমি নিজে ও কমিউনিটিতে সময় দিতে চেষ্টা করি। আজকে আপনি রঙিন কাগজের চমৎকার শেয়ালের মুখের অরিগ্যামি বানিয়েছেন। তবে কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে কাগজ দিয়ে শিয়ালের তিনটি মুখের অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার কাছে এমনটা মনে হচ্ছে যত বেশি সময় যাচ্ছে ততই মানুষ বেশি ব্যস্ত হয়ে পড়ে। তবে এসব ব্যস্ততার মাঝেও অনেক কিছু করতে হবে। আপনি আজকে ভিন্ন ভিন্ন রংয়ের কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর অরিগাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

বাহ এটা বেশ দারুণ তো। বেশ সুন্দর লাগছে এটা। রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগ‍্যামি টা বেশ চমৎকার তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে আপনার পোস্ট টা। খুবই সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।