"রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড" কক্সবাজার ফটোগ্রাফি-পর্ব-১।।২৮.০৬.২০২২।।

in hive-129948 •  3 years ago  (edited)

আসলামুআলাইকুম/নমস্কার

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই আশা করি ভাল এবং সুস্থ্য আছেন? আলহামদুলিল্লাহ আমি ও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। “আমার বাংলা ব্লগ” এর সকল বন্ধুরা, আমি একজন নতুন সদস্য হিসেবে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভাল কিছু শেয়ার করার। আমি বিভিন্ন ধরনের পোস্ট তৈরী করতে পছন্দ করি এবং চেষ্টা ও করি। প্রতিবারের ন্যায় আজ ও আমি কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। সবাই সাথে থাকবেন অবশ্যই।

“আমার বাংলা ব্লগ” এর বন্ধুরা আমি গত শুক্রবার ২৪.০৬২০২২ তারিখ আমার মেয়েদের সাথে ঘুরতে বের হয়। আমরা কক্সবাজার এর ঝাউতলা রোড, গাড়ির মাঠ এর পাশে অবস্থিত “রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড” এ গেছিলাম। রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ না গেলে বুঝা যাবেনা সেখানে কত ধরনের মাছ আছে এবং মাছের জগত কি?

কক্সবাজারে যে সব পর্যটক আসেন উনারা প্রত্যেকে এই “রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড” পরির্দশন করেন এবং প্রত্যেকের উচিত একবার করে দেখে যাওয়া।

এমন সুন্দর একটি পরিবেশ তৈরী করেছে সত্যি অনেক মনোরম একটি জায়গা।
আমি আমার মোবাইল দিয়ে কিছু ছবি ধারণ করেছি যা আপনাদের সাথে শেয়ার করবোঃ

Radiant pic1.jpeg

এটা হচ্ছে রেডিয়েন্ট ফিস এর সামনের দৃশ্য। যেখান থেকে বিতরে যাওয়া হয় এবং গাড়ি পার্কিং এর জায়গা।

Radiant pic2.jpeg

এই দৃশ্যটা হচ্ছে রেডিয়েন্ট ফিস ওয়ার্লড এর বিতরে ডুকার পর

radiant pic3.jpeg

এই মাছ গুলো হচ্ছে জীবিত কোন ছবি থেকে তুলা নয়।

Radiant pic4.jpeg

ফিস গুলো সত্যি এত সুন্দর লাইভ না দেখলে বুঝা যাবে না।

Radiant pic5.jpeg

এই মাছ গুলো্কে যখন কোন খাবার ফিডার দিয়ে দিবেন তখন সব মাছ একসাথে এসে জড়ো হয়ে একদম হাতের উপর চলে আসে।

radiant pic6.jpeg

Radiant pic7.jpeg

Radiant pic8.jpeg

এই মাছ টা সাইজে অনেক বড়। অনেকটা আমাদের দেশের কাঁটা মাছের মতই দেখতে।

Radiant pic9.jpeg

আমার বড় মেয়ে আদিলা

Radiant pic10.jpeg

আমার দুই মেয়ে।

Radiant pic12.jpeg

আমরা একসাথে।

radiant pic13.jpeg

মাছের ছবি।

Radiant pic14.jpeg

বন্যপ্রাণির দৃশ্য ও রাখছে তবে জীবন্ত নয়। বাঘের ছবি।

Radiant pic15.jpeg

কুমির এর ছবি।

Radiant pic16.jpeg

হরিণের ছবি।

Radiant pic17.jpeg

আমার রাজ কন্যা পাহাড়ি ঝর্ণায়।

Radiant pic18.jpeg

আমরা একসাথে জঙ্গলের ছবিতে।

Radiant pic19.jpeg

আরেক প্রজাতির মাছ।

Radiant pic20.jpeg

সাগর তলের রহস্য।

আমার শেয়ার করা সব ছবি আমার মোবাইল দিয়ে করা।ছবির সমস্ত তথ্য নিচে টেবিল আকারে দেয়া হলো-

ছবির সোর্সঃ

ক্যাটাগরিফটোগ্রাফি
ডিভাইসWiko,T3
ফটোগ্রাফার@samhunnahar
মডেলW-V770
লোকেশনকক্সবাজার, বাহার ছরা, বাংলাদেশ
প্রিয় বন্ধুরা! আজ এখানেই শেষ,আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে।

ধন্যবাদ সবাইকে
আমি সামশুন নাহার হিরা
কক্সবাজার, বাংলাদেশ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কক্সবাজারের রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর কথা অনেক শুনেছি। কিন্তু আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন যাওয়া হয়নি। ভাবছি সামনে কখনো কক্সবাজার গেলে। অনেক দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। কালারফুল মাটিগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু, কক্সবাজার আসলেই অবশ্যই দেখে যাবেন খুব সুন্দর একটি জায়গা।

এখানে কখনও আমার যাওয়া হয়নি। তবে পরিকল্পনা আছে এরপরে কক্সবাজার ঘুরতে গেলে অবশ্যই এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে যাবো। ছবিগুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনাকে কক্সবাজার "রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড" এর পক্ষ থেকে স্বাগতম।

“রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড” মাছের রাজ্য আহা কতই না মনো মুগ্ধকর দৃশ্যছিল এই গুলো, যা আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি । তবে আপু পিরানহা মাছ গুলো কি জীবিত? নাকি আর্ট বুঝতে পারিনি ।

ভাইয়া সব মাছ জীবিত। সাগরতলের সব রহস্য এখানে আছে। সময় করে দেখতে আসবেন। ভাল লাগবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।