শুভ বিকেল সবাইকে,
লিখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগিংয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন পরিবার-পরিজনকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করি এবং ভালো রাখার চেষ্টা করি নিজেকে। যদিও শত ব্যস্ততার মাঝেই সময়টুকু চলে যায়। কিন্তু এই ব্যস্ততার মাঝে নিজের আনন্দটুকু ধরে রাখার এবং ভালো থাকার চেষ্টা করি। তো বন্ধুরা সব সময় ব্যস্ত থাকলেও কমিউনিটির কাজ গুলো করার জন্য মিস করি না। যদিও প্রিতিদিনের মত আজকেও অনেক বেশি বিজি ছিলাম।
যেহেতু বাচ্চাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। তো সেখান থেকে বাসায় ফিরে আসতে প্রায় দুপুর বারোটা ত্রিশ মিনিট হয়ে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে রান্না করে খাওয়াইছি। এরপর নিজে খেয়ে নামাজ পড়ে সোজা বসে পড়েছি পোস্ট লেখার জন্য। যাক অনেক কথাই বলে ফেলেছি এইবার মূল টপিক্সে ফিরে আসি। প্রতিনিয়ত চেষ্টা করি নিজের ক্রিয়েটিভিটি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাঝে মাঝে চেষ্টা করি মনের অজান্তে কিছু জমে থাকা বিষয় গুলো সবার সাথে প্রকাশ করার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রেয়েটিভ রাইটিং।
চোখ এবং চেহারা মনের কথা বলে।
ছোটবেলা থেকেই প্রবাদ প্রবচনে পড়েছি “Face is the index of the mind”। অর্থাৎ চেহারা হচ্ছে মানুষের মনের কথা বলে। আসলেই একটা মানুষ কতটুকু ভালো থাকতে পারে কিংবা কতটুকু কষ্টর মধ্যে থাকতে পারে তার চেহারা দেখলেই বুঝা যায়। একটা মানুষের অন্তরের ভিতর কি হচ্ছে সেটা সেই মানুষের চোখ দুইটো দেখলেই বুঝা যায়। সেটা নিয়ে বিভিন্ন ধরনের গান ও আছে আবার প্রবাদ প্রবচনও আছে। যেটা শুধু গান কিংবা প্রবাদ প্রবচনে সত্য নয় যেটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলা যায় একটা মানুষ কেমন সুখে আছে কিংবা চিন্তিত আছে সেটা তার চেহারায় প্রকাশ পাই। চোখ দেখলেই বুঝা যায় তার মনের ভিতর কি রকম অশান্তি কাজ করতেছে।
তাছাড়াও এমন কিছু মানুষ আছে আসলে তারা কোন প্রকৃতির মানুষ তাদের চেহারায় বুঝিয়ে দেয়। সেটা ভালো প্রকৃতির মানুষ নাকি খারাপ প্রকৃতির মানুষ। আবার মাঝে মাঝে আন্দাজ করা খুবই কঠিন হয়ে যায়। যদিও সেটা চারিত্রিক দিক দিয়ে একটা ব্যাপার স্যাপার আছে। তবে মানুষের কিছু আচার-আচরণ কিংবা অভ্যাসগত কারণে প্রকাশ পাই সেই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। যাক সেইদিকে না যেয়ে আমি আজকে আপনাদের সাথে আলাপ করবো যে একটা মানুষের চেহারায় বলে দিতে পারে সে মানুষের অন্তরের অবস্থা।
কেন বলেছি? গত দুইদিন আগে বাচ্চাদেরকে নিয়ে স্কুলের খেলার মাঠে যাচ্ছি বাচ্চাদের খেলায় পার্টিসিপেট করার জন্য। সেখানে দুই দিন যাবত প্র্যাকটিস চলছিল। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকালকে দেখি একটা মধ্য বয়স্ক মহিলা মাথা ঘুরিয়ে পড়ে গেছে খেলার মাঠে। সত্যি এভাবে পড়ে গেছিল হয়তো ইটের উপর কপাল পড়েছিল কপালের এক সাইড দিয়ে একদম ফুলে গেছে। তো আমি হেঁটে যাওয়ার সময় দেখেছি মহিলাটি অনেক চিন্তিত অবস্থায় বসে আছে।
তাছাড়াও মনে হয়েছিল সেই মনের দিক থেকে অনেক বেশি অসুস্থ। এছাড়াও আরো মনে হয়েছে যে শারীরিকভাবেও অনেক বেশি দুর্বল। দেখে মনে হয়েছে অনেক বেশি রোগা একজন মহিলা। হয়তো তার মেয়েকে স্কুলের খেলায় অংশ নেওয়ার জন্য এসেছে। তাছাড়া এখন তো শীতকাল যদিও মাঠের মধ্যে একটু রোদের গরম ছিল। কিন্তু মাথা ঘুরিয়ে পরে যাওয়ার মত এত বেশি তাপমাত্রা ছিল না। হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায় বেচারী। সেখানে স্কুলের আয়া ছিল অন্য গার্ডিয়ান ছিল তাকে তুলে নিয়ে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো। আমার দেখে খুবই খারাপ লেগেছে কারণ মহিলাটির অবস্থা খুবই খারাপ ছিল।
যদিও তার হুশ ফিরে এসেছিল কিন্তু তাকে দেখে মনে হয়েছিল খুব বেশি চিন্তিত আছেন। কারণ একটা সুস্থ সবল মানুষ যদি মাথা ঘুরিয়ে পড়ে যায় হঠাৎ করে সেটাও এক ধরনের কথা। আবার দেখবেন যে কোন চিন্তিত মানুষ হয়তো মনের অশান্তির দিক দিয়ে অথবা শারীরিক অবস্থার দিক দিয়ে অসুস্থ। তার চেহারায় চোখে মুখে বলে দিচ্ছিল তার মনের অবস্থা। আমার বেশ খারাপ লাগলো বিষয়টি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহিলার অবস্থা উপলব্ধি করেছি। আবার আমার কাজের উদ্দেশ্য আমি ফিরে যাই। যেহেতু ছোট মেয়ে খেলাধুলায় অংশগ্রহণ করেছিল তাই তার সাথে ছিলাম।
ছোট মেয়ে যখন খেলাধুলা শেষ হয়ে যায় আবার ছোট মেয়েকে সাথে নিয়ে বড় মেয়ের পাশে যাচ্ছিলাম। সেই মুহূর্তে আমি ঘটনাটি উপলব্ধি করতে পারি। আমাদের চারপাশের অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়চ এবং কথা হয়। একটা মানুষের চেহারা কিংবা চোখ দেখলে বুঝা যায় সে মানুষটা আসলেই মানসিকভাবে কতটা সুখের। অবশ্যই একটা সুখী মানুষের চোখে মুখে বলে দেই তার শারীরিক গঠনে বলে দেয় সেই কথাটা সুখী। আবার একটি মানসিক সমস্যায় আক্রান্ত মানুষের চেহারাও চোখে বলে দেয় সে মানুষটা কতটা কষ্টে আছে। আমাদের এই সমাজে অনেক মানুষ আছেন নিরবে অনেক কষ্ট সহ্য করে।
মান সম্মান যাবে বলে তাদের পারিবারিক সমস্যা গুলো অন্যদের সাথে আলাপ আলোচনা করে না। কিন্তু তারা নিজেরাই নিজের কষ্ট গুলো মনের মধ্যে লালন করে থাকেন। যার কারণে এক সময় দেখবেন সেই সমস্যা বিরাট আকার ধারণ করে। নিজে সহ্য করতে না পেরে এক সময় দেখবেন নিরবে এই পৃথিবী থেকে চলে যায়। কিন্তু তাদেরকে দেখলে অবশ্যই বুঝা যায় তারা কোন পরিবেশে ছিলেন এবং কোন অশান্তিতে ছিলেন। আশা করি বন্ধুরা আমার আজকে লিখা বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে। সময় দিয়ে আমার আজকের ব্লগিং পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে।
লেখার উৎস | জীবনের বাস্তবতা থেকে |
---|---|
ইমেজ সোর্স | কেনভা দিয়ে তৈরি |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | ক্রিয়েটিভ রাইটিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
![Steem_Pro.png] ()
একদম ঠিক বলেছেন আপু। চোখ ও চেহারা মনের কথা বলে। পোস্টটি সুন্দর লিখেছেন। ভালো লেগেছে। বেশির ভাগ মানুষেই তার সাথে ঘটে যাওয়া খারাপ পরিস্থিতি ও বিভিন্ন চিন্তা-ভাবনা-অস্থিরতা লুকিয়ে রাখতে পারেননা। তাদের চোখ মখু দেখলেই বোঝা যায় সময় খারাপ যাচ্ছে, কোন কারণে।দুশ্চিতার ছাপ পড়ে শরীরে। আর দুশ্চিন্তা মানুষকে একা করে দেয়।বিষন্নতায় ঢুবিয়ে দেয়। ধন্যবাদ আপু, পোস্টটি শেয়ার দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন মানুষ চাপে থাকে কষ্ট থাকে সেটা চেহারা দেখলে বোঝা যায় আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপু আজ। আপনার এ পোস্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে। একদম ঠিক কথা বলেছেন আপু অনেক মানুষের মুখ দেখলে বা চোখ দেখলে বুঝা যায় একজন মানুষের ভিতরে অবস্থা। শেষে আরো একটি কথা লিখেছেন যা আরো ভালো লেগেছে। অনেক মানুষ আছে যারা তাদের মনে জমে থাকা কথা বা কষ্ট কারো সাথে শেয়ার করতে চায় না। আর এই কারণে ঐ সকল মানুষের পরিস্থিতি হতে পারে ভয়াবহ। হতে পারে সে মানসিকভাবে বিপর্যস্ত নয়তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া। আমরা চাই না এরকম কোন পরিস্থিতি মানুষ এ পৃথিবীতে থাকুক। আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহপাক যেন সবাইকে শারীরিক এবং মানসিক যন্ত্রণা কষ্ট সবকিছু থেকে ভালো রেখে সুখী সুস্থ ও হাসিখুশি একটি জীবন দান করেন। ধন্যবাদ আপু এত সুন্দর লেখা আপনার ক্রিয়েটিভ রাইটিং পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু খুব সুন্দর মূল্যবান কথা গুলো আপনি শেয়ার করলেন মন্তব্যের মাধ্যমে অনেক ভালো লেগেছে পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো ব্যস্ততার পরেও ঠিকই পোস্ট লিখে ফেললেন। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপু 🙆♂️। আসলেই আপু, আম্মা বলতো মুখ দেখেই নাকি বাড়ির খবর বলা যায় 😁। মানসিকভাবে অসুস্থ থাকলে চেহারা দেখে এমনিতেই বুঝা যায়। তবে কষ্টে থাকলে সেটা অন্তরে না পোষে শেয়ার করাই ভালো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর করব প্রিয় কমিউনিটিতে সময় দিতে না পারলে অনেক বেশি খারাপ লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর কিছু কথা বলেছেন আপু।আসলে মানুষকে দেখলে কিংবা মানুষের মুখের দিকে তাকালেই বোঝা যায় সে মানুষ কেমন এবং কি অবস্থায় আছে। আসলে সে চিন্তিত না কি ক্লান্ত। অসুখী না কি সুখি।মানুষের মুখচ্ছবিতেই প্রকাশ পায় এ সব কিছুই।ধন্যবাদ সুন্দর কিছু বাস্তব কথা তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকটাই আপু বুঝা যায় চোখ মুখ দেখলেই। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/nahar_hera/status/1752522155294933067?t=mxUmqeaYjlWeZCOgM7bnJw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন৷ মানুষের চেহারা এবং চোখ দেখলেই অনেক কিছু বোঝা যায়৷ আসলে সে কি সুখে আছে না দুঃখে আছে। সবকিছুই তার চোখ দেখলেই বুঝা যায়৷ যে সকল মানুষগুলো ভিতরে ভিতরে অনেক দুঃখে থাকে অথচ সকলের সামনে অনেক ভালো আছে এরকম বোঝানোর চেষ্টা করে তখন তার মুখ এবং চোখের দিকে তাকালেই তার পরিস্থিতি বুঝতে পারা যায়৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন মানুষের চোখ এবং চেহরা দেখলে অনেক কিছু বোঝা যায়। আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। তবে অনেক মানুষ যদি কষ্টে থাকে তার চেহারা দেখে অনুমান করা যায়। আবার অনেক মানুষ অপরাধ করলে তাদের চোখ দেখলেও বুঝা যায়। চোখ এবং চেহারা অনেক সময় মনের ভিতর কথাগুলো বলে দিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চোখ এবং চেহারা দেখলে অনেক সময় অনেক কিছু অনুমান করা যায়। যেমন আপনার মেয়ের স্কুলে মহিলাটি মাথা ঘুরে পড়ে গেল। আসলে তার চেহারা দেখেই আপনি বুঝতে পারলেন সে অসুস্থ। এরকম অনেক লোক আছে যেগুলোর মুখ দেখলে একটু হলেও অনুমান করা যায়। আবার অনেক সময় চোখ দেখে অনেক মানুষ অনুমান করতে পারে তার কি হয়েছে। আর বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ অনুমান করে থাকে। আর ছেলেমেয়েদের খেলাধুলা প্রতিযোগিতা আসলে তাদের ভিন্নরকম একটি অনুভূতি আসে। যাইহোক খুব সুন্দর করে পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু লেখার জন্য টপিকটা খুব সুন্দর নির্বাচন করেছেন। কিন্তু আমি পুরোপুরি একমত না এই টপিকের সাথে। কেননা আমার কাছে মনে হয় শুধুমাত্র মানুষের চেহারা দেখে তার ভেতরটা বুঝে ফেলা অতটাও সহজ নয়। তবে হ্যাঁ কেউ যদি অসুস্থ হয় খুব তীব্র পরিমাণে সেটা হয়তো বোঝা যেতে পারে। কিন্তু একজন মানুষ হিসেবে সে কেমন হবে এটা হয়তো শুধুমাত্র চেহারা দেখে বলা খুবই কষ্টকর। সবটাই আমার নিজস্ব মতামত দিলাম আপু। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit