লাইফ স্টাইলঃ- বাচ্চাদের জন্য কিছু কেনাকাটার মুহূর্ত।

in hive-129948 •  11 months ago 

আমার বাংলা ব্লগ পরিবার,

প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আমিও ভাল আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। একটা সময় আসলেই মনে হয় যে পৃথিবীতে বেঁচে থাকার কোন মানে হয় না। এখানে শুধু মায়াজাল ছাড়া আর কিছু নেই। একটা সময় সব কিছু শূণ্যে পরিণত হবে সব। আমরা এত সংগ্রাম করতেছি প্রতিনিয়ত। ভালোভাবে থাকার ভালোভাবে খাওয়া দাওয়া করার জন্য ছুটে চলছি। যদি সবকিছু্র হিসাব-নিকাশ করা হয় তাহলেই শূন্য ছাড়া আর কিছু পাওয়া যায় না। আসলে জীবনের হিসাব মিলা খুবই কঠিন। যাক বন্ধুরা সেই আলোচনায় আর যাচ্ছিনা। আমি আপনাদের সাথে আজকে ভিন্ন একটি টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন ধরনের যে কোন বিষয় শেয়ার করতে।

p11.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম কিছুদিন আগে। তবে আজকে বা কালকে নয় কয়েকদিন হয়ে গেল এ কেনাকাটার মুহূর্ত গুলো। তো ভাবলাম আজকে কি পোস্ট করা যায়। যখন ফোনের গ্যালারিতে দেখলাম সেই দিনের ফটোগ্রাফি গুলো। ভাবলাম সেই কেনাকাটার মুহূর্ত নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করি। বন্ধুরা আমি আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যখন আমি কোন কিছু কেনাকাটা করতে যাই তখন আসলেই বাচ্চারা কিনে নেই সব গুলো।

p.jpg

p1.jpg

আমার আর কোন কিছু কেনাকাটা হয় না। আসলেই কিনতে পারিনা তার কারণ বোরিং হয়ে যাই। বাচ্চাদের কিনে দিতে পারলে ভাল লাগে। যখন আমি পছন্দ করতে যাব তখন ওরা পছন্দ করা শুরু করে দেয়। তাই বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করতে যাওয়া একটা অসহ্যকর ব্যাপার হয়ে গেছে আমার জন্য। তবে আবার কিনে দিতে পারলেও ভাল লাগে। কারণ ওরা এতই বিরক্ত করে! এতই বিরক্ত করে! বলার মতই না। যদিও ঘরের মধ্যে বস্তা বস্তা খেলনা পড়ে থাকে কিন্তু সেগুলোর প্রতি কোন আকর্ষণ নেই। হঠাৎ যখন কোন কিছু নতুন দেখে ছোট মেয়ে আবারও কেনার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। যতক্ষণ পর্যন্ত কিনে দিবে না ততক্ষণ পর্যন্ত ছাড় দেবে না সেই।

p4.jpg

p7.jpg

ভাবছিলাম নিজের জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো সেই জন্য গিয়েছিলাম টপ টেন শোরুমে। সেখানে আসলে ভালো মানের অনেক কিছু আছে। অনেক বড় মানের একটি শোরুম বলতে গেলে। পাওয়া যায় না এমন কিছু নেই। ছোট থেকে বড় সবার জন্য বিভিন্ন আইটেমের অনেক কিছু আছে। তো চেষ্টা করছিলাম কিছু টপস পাই কিনা আমার জন্য কিংবা অন্যকিছু ভিন্ন ধরনের কিছু কিনবো। যেহেতু সেখানে অনেক কিছু ছিল। তো ডিসকাউন্টের মধ্যে কিছু ড্রেস পেয়েছিলাম বাচ্চাদের জন্য। ড্রেস গুলো আমার খুবই ভালো লাগছিল।

p5.jpg

p6.jpg

তাছাড়া ও অন্যান্য যে ড্রেস গুলো ছিল সে ড্রেস গুলো অনেক ভালো মানের ছিল। কিন্তু দামের কথা কি আর বলব আকাশ ছোঁয়া দাম। তো ড্রেস গুলো দেখছিলাম একটা ২২০০ টাকা করে। যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল তো ভাবছিলাম নিলে কেমন হয়। যেহেতু এই ড্রেস গুলো যখন ঈদের সময় নেওয়া হবে তখন অনেক দাম দিয়ে নিতে হয়। তো আমি যখন ২২০০ টাকার ড্রেস অর্ধেক প্রাইসের মধ্যে পেয়েছিলাম তখন আমারও নেওয়ার ইচ্ছে হলো।

p2.jpg

p3.jpg

তখন ভাবছিলাম দুইজনের জন্য সেম ড্রেস খুঁজে পাওয়া যায় কিনা। আমি টপ টেন শোরুমের ম্যানেজারকে বললাম আমাকে দুই মেয়ের জন্য একই ড্রেস দেওয়া যাবে কিনা। তখন আমি যেই ড্রেসটার কালার দিয়েছিলাম সেই ড্রেস ছিল না। অন্য একটি ড্রেস আমাকে দিয়েছিল। তবে সেটাও দেখতে খারাপ ছিল না বেশ ভালই লাগছিল। দুই মেয়ের জন্য যখন দুটি সাইজ পেয়ে গেলাম তখন ড্রেস দুইটা আমি নিয়ে নিলাম। দুইটার মধ্যে ডিসকাউন্ট দিয়ে অর্ধেক করে নিয়েছিলাম। ড্রেস গুলো ঘরে এনে যখন বাচ্চাদেরকে পরালাম বেশ ভালোই লাগছিল।

p8.jpg

p9.jpg

যেহেতু সেম কালারের ড্রেস ছিল তাই নিয়ে এলাম। আর বাচ্চাদের বাবা ও প্রায় সময় বলে বাচ্চাদের ড্রেস কিনে দিলে যেন সেম ড্রেস কিনে দিই আমি। তাই আমার ড্রেস কিনতে গেলে একটু মাথা ব্যাথা শুরু হয়ে যায়। যেহেতু একই কালারের একই ড্রেস একই সাইজ মিলাতে খুবই কষ্ট হয়ে যায়। তাছাড়াও ডিসকাউন্ট এর মধ্যে আরো কিছু প্যান্ট পেয়েছিলাম বাচ্চাদের জন্য। প্যান্টগুলো ভালো ছিল। যেহেতু প্যান্টগুলো কোয়ালিটি ভাল ছিল এক মেয়ের জন্য একটা একটা করে প্যান্ট নিলাম।

p10.jpg

আরো কিছু টুকিটাকি কেনাকাটা করি। কেনাকাটা করার পরে ভাবলাম এদিক ওদিক কয়েকটা ফটোগ্রাফি নিয়ে নিলে ভাল হয় হা হা হা। এছাড়া ড্রেসের ফটোগ্রাফি গুলোও নিয়েছিলাম। সেই ফটোগ্রাফি গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে ব্লগিং করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের মুহূর্তটি আপনাদের বেশ ভালই লাগবে। চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে আনন্দ দেওয়ার আমার ব্লগিংয়ের মাধ্যমে। সময় দিয়ে দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ সবাইকে।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Location কক্সবাজার টপ টেন শোরুম
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফস্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

New_Benner_ABB1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

☃❄🎄This is a manual curation from the @tipu Curation Project.☃❄🎄
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

ঠিক বলেছেন আপু বাচ্চাদের কেনাকাটা করে দিলে আমরা মায়েরা খুব শান্তি পাই।শোরুম গুলোতে এমনই হয় আকাশ ছোঁয়া দাম থাকে। তবে ডিসকাউন্ট যখন দেয় তখনই কিনে নেওয়া ভালো। আপনার কেনাকাটার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

মাঝে মধ্যে ডিসকাউন্টে ভালো জিনিস পাওয়া যায় আপু।

বাচ্চাদের জন্য কেনাকাটার কিছু মুহূর্ত বেশ সুন্দর ভাবে আমাদের শেয়ার করেছেন। আসলে সন্তানের জন্য পিতা-মাতা যদি কোন কিছু কিনতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। কেনাকাটার মুহূর্ত বেশ সুন্দর ভাবে উপভোগ করেছেন। বাচ্চাদের জন্য কেনাকাটার মুহূর্তের অনুভূতি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

যদিও বিরক্ত করে ভাইয়া কেনাকাটা করতে গেলে। কিন্তু আমি নিজে না নিয়ে যখন ওদেরকে নিয়ে দিতে পারি ভালো লাগে।

বাচ্চাদের জন্য কেনাকাটা করার মুহূর্ত, আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে। বাবা মায়ের কাছে অনেক বেশি ভালো লাগে, বাচ্চাদেরকে কিছু কেনাকাটা করে দিতে পারলে। এরকম শোরুম গুলোতে প্রত্যেকটা জামা কাপড়ের দাম অনেক বেশি হয়ে থাকে। বেশ ভালোই কেনাকাটা করেছিলেন দেখছি। মুহূর্তটা আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লেগেছে।

অনেক ভালো লাগলো ভাই আমার পোস্ট পড়ে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করলেন।

আসলে আমরা একটা মায়াজালে বন্দি হয়ে আছি আর এই মায়াজাল টা কখন যে কেটে যাবে আমরা কেউই বুঝতে পারব না। যাইহোক বাচ্চাদের জন্য কেনাকাটা করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো যদিও নিজের জন্য খুব একটা কিনতে মন চায় না। পৃথিবীতে হয়তো বা সকল মা-বাবাই চায় সন্তানদের খুশি রাখতে আপনি ও তাদের মধ্যে একজন। আসলেই একই সাইজের একই কালারের dress পাওয়াটা খুবই কষ্টকর। যাইহোক কেনা করার মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

দুনিয়াটা ক্ষণিকের ভাইয়া আসলে এখানে যা কিছু করতেছি সব কিছু শূন্য।

আপনার মেয়ের জন্য খুবই সুন্দর ড্রেস ক্রয় করেছেন। আসলে এখন দেশের প্রতি ডিসকাউন্ট দেওয়ার কারণে এ ধরনের ড্রেসগুলো ক্রয় করে রাখা বেশ বুদ্ধিমানের কাজ। আপনার এই পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ড্রেস গুলো ভালো লেগেছিল আমার কাছে কিনতে পেরে।

যেহেতু আপনার দুই মেয়ে, তাই তাদেরকে কিন্তু ম্যাচিং ড্রেস পরলে অনেক সুন্দর লাগবে দেখতে। দুটি ড্রেস নিয়েছিলেন এবং ডিসকাউন্ট দিয়ে অর্ধেক দাম কমিয়ে ছিলেন জেনে ভালো লাগলো। মেয়েদের জন্য একটা একটা করে প্যান্টও কিনেছিলেন জেনে ভালো লাগলো। বেশ ভালোই উপভোগ করেছি আপনাদের কেনাকাটা করার মুহূর্তের এই পোস্টটা পড়ে। আমার কাছেও অনেক ভালো লাগে আমার মেয়েকে কিছু কিনে দিলে।

হ্যাঁ আপু কিনতে গেলে আসলে ওদের জন্যই নেওয়া হয় বেশির ভাগ সময়। ধন্যবাদ আপনাকে সময় দিয়ে পড়ার জন্য।