ভিডিওগ্রাফিঃ-সুইমিংপুলে বাচ্চাদের গোসল করার একটি ভিডিও।

in hive-129948 •  3 months ago 

শুভ বিকেল,

প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। বন্ধুরা আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় পরম করুনাময়ের অসীম রহমতে। বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আবাহাওয়া তেমন গরম নয়। আজকে বেশ শীতল আবহাওয়া বিরাজ করছে। এর একমাত্র কারণ হচ্ছে আজকে ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। যদিও একদম সকালে ঘুম থেকে উঠেছি বাচ্চাকে স্কুলে পাঠাবো বলে। যখন সকালে উঠলাম তখন এমন মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখে আমার মনে হয়েছিল শীতকাল। কারণ ওয়েদারটা ঠিক তেমনি অবস্থায় আমাদের এখানে রয়েছে আজকে। শুনতেছি আবারো নাকি সংকেত দিছে কখন যে আবার ঘূর্ণিঝড় উঠে জানিনা। দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যারা উপকূলীয় এলাকায় রয়েছি। আবহাওয়াটা যে কখন হঠাৎ করে রূপ বদল নেই বুঝা বেশ মুশকিল।

v2.jpg

বন্ধুরা আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি শেয়ার করতে। আমি চেষ্টা করি আমার ফোনের গ্যালারিতে ভিডিও থাকলে সেগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করে নিতে। শুধু যে ফোনের গ্যালারিতে পড়ে থাকবে আমি দেখব বসে বসে আপনারা দেখবে না তা কি করে হয়। বিভিন্ন সময় সময় সুযোগ বুঝে ভিডিও নিয়ে থাকি সুন্দর কোন দৃশ্য দেখলে। বন্ধুরা আজকে তেমন একটি মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করেছি দেখে বুঝতে পারছেন বাচ্চারা যখন ইনানি রয়েল টিউলিপ সুইমিংপুলে গোসল করার সময়। বন্ধুরা আপনারা একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন তা হচ্ছে আমার বাচ্চারা বেশির ভাগ ইনানীতে কেন ভ্রমণে যেতে চাই। হ্যাঁ তারা আসলে রয়েল টিউলিপ সুইমিংপুলে গোসল করার জন্য চলে যায়।

v.jpg

বিশেষ করে রয়েল টিউলিপের অন্য একটি শাখা ইনানী ওয়াটার পার্কে তারা বেশি যেতে আগ্রহ প্রকাশ করে। ওয়াটার পার্ক দেখতে এত সুন্দর বাচ্চারা তো খুব আনন্দ করতে পারে। এখানে ছোট-বড় সবার খুব সুন্দর বিনোদনের ব্যবস্থা রয়েছে। যদিও এবার আমরা ইনানীতে ওয়াটার পার্কে যাওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু সময় সুযোগ না থাকার কারণে আমরা ওয়াটার পার্কে প্রবেশ করি নাই। আমরা প্ল্যান করে রেখেছি অন্য একদিন ওয়াটার পার্কে যাব বাচ্চাদের নিয়ে। কারণ ওয়াটার পার্কটি এমন অনেক বড় একটি জায়গা যেখানে আসলেই পুরো দিন চলে যায়। সেজন্য আমরা সামান্য সময় নিয়ে শুধু শুধু টাকা গুলো নষ্ট করার জন্য প্রবেশ করিনি। এই পার্কে বাচ্চাদের নিয়ে অনেক বার গেছি। আমার ও বার বার যেতে ইচ্ছে করে। তাই বাচ্চারা বায়না করলে খারাপ লাগে না হা হা হা।

v1.jpg

আমি আজকে আপনাদের সাথে রয়েল টিউলিপে এর সুইমিংপুল গোসল করার একটি মুহূর্ত ভিডিও আকারে শেয়ার করব। আশা করি বন্ধুরা বাচ্চাদের এমন সুন্দর আনন্দময় মুহূর্ত আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আমি আর সময় না নিয়ে আপনার সাথে ভিডিওটি শেয়ার করে নিয়েছি—

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ভিডিও লোকেশ- কক্সবাজার ইনানী


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগের তুলনায় বর্তমানে আবহাওয়াটা অনেকটাই শীতল। আপু আপনি অনেক সুন্দর করে ভিডিও করেছেন। আর ভিডিওগ্রাফি পোস্ট গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। দারুন হয়েছে ভিডিওটি।

ভালো লাগলো আপু আপনার কাছ থেকে খুব সুন্দর অনুভূতি জানতে পেরে।

আসলে বর্তমান সময়ে কিছু টা শীতকালের আভাস দেখা দিয়েছে। হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই শীতকালের আগমন ঘটবে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সুইমিংপুলে বাচ্চাদের গোসল করার একটি ভিডিও ক্লিপ ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সুইমিং পুলের মধ্যে গোসল করার থেকে গোসল করা দেখতে একটু বেশি ভালো লাগে। ভিডিও টি দেখে বেশ ভালো লাগলো।

সুন্দর একটি মুহূর্ত ছিল আপনি মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখলেন অনেক ভালো লেগেছে।

ইনানী ওয়াটার পার্কে বাচ্চারা এত আনন্দ করেছে দেখে খুব ভালো লাগছে। যেখানে শিশুরা আনন্দ করে সেখানেই বড়রা সব থেকে আনন্দ পায়। বর্তমান যুগে শিশুদের এই আনন্দটাই খুব মূল্যবান হয়ে গেছে। আপনারা সকলে সেই ওয়াটার পার্কে ভীষণ আনন্দ করেছেন একটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।

হ্যাঁ দাদা বাচ্চাদের খুশি মানে মা বাবাদের আনন্দ। খুব সুন্দর একটি জায়গা। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

আপু সুইমিংপুল টি দেখে আমার ইতো ভীষণ ভালো লাগলো আর বাচ্চারা তো যাওয়ার জন্য বায়না ধরবেই। সুন্দর জায়গা গুলো ভ্রমন করতে বার বার ইচ্ছে করে। আপনার সময় এবং সুযোগ না থাকার কারণে ওয়াটার পার্কে ঢুকতে পারেননি। আশা করছি পরবর্তী একদিন অবশ্যই পার্কে ঢুকে বিভিন্ন ভিডিও বা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।

বাচ্চারা আপু এই জায়গায় বার বার যেতে চাই। আর আমারও অনেক ভালো লাগে সেখানে যেয়ে সময় কাটাতে।

বাচ্চারা সুইমিং পুল দেখলেই যাবে পড়ে। জলের সাথে বাচ্চাদের যে কি অদ্ভুত কানেকশন আমি আজও বুঝে উদ্ধার করতে পারি না। আমার মেয়েও যেখানে সুইমিংপুল দেখে সেখানেই ঠিক এইভাবেই ঝাঁপিয়ে পড়ে তবে আগেই ফ্লোটিং রিংগুলো নিয়ে নাম তো এখন তো সাঁতার শিখিয়ে গেছে তাই অনায়াসে চলে যায় সুইমিংপুলে চান করতে। আপনার ভিডিওটি খুব ভালো লাগলো সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিও প্রপার ছিল।

হা হা হা ঠিক বলছেন দিদি বাচ্চাদের সাথে জলের অদ্ভুদ কানেকশন আছে। আর তাদের কথা কি বলবো আমরা ছোট বেলায় পুকুরে কত সময় পার করেছি। আর আমাদের বাচ্চারা শুধু সুইমিংপুল ছাড়া কিছু পাচ্ছে না।

সত্যিই৷ আজও ভাবি পুকুর এপার ওপার করে দেওয়ার মুহুর্তগুলো। মেয়েকে গল্প শোনাই৷ সে ভাবে রূপকথা! হা হা হা৷

আমাদের এদিকে দুপুর থেকে আকাশ মেঘলা। ঘূর্ণিঝড়ের খবর শুনি নি তেমন। সুইমিং পুলে বাচ্চাদের ভিডিওগ্রাফি টা দেখে বেশ ভালো লাগলো। সুইমিং পুলের মধ্যে সবাই আনন্দ করছে। রয়েল টিউলিপের সুইমিং পুলটা খুব সুন্দর। আপনাকে ধন্যবাদ আপু চমৎকার একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

অনেক বৃষ্টি হলো আপু বিকেলে তাছাড়া একটু বাতাসও ছিল। ঘূর্ণিঝড়ের সংকেত এখানে ৩ নাম্বার এখন।

সুইমিং পুল থেকে ধারণ করা চমৎকার একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বাচ্চাদের গোসল করার মুহূর্তটা ভিডিও করেছেন আপনি। আসলে বর্তমান সময়ে মানুষ সুইমিংপুলের প্রতি আসক্ত বেশি এবং এখানে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। যাইহোক অনেক অনেক ভালো লাগলো আপনার এই ভিডিওটা দেখে।

অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর গঠনমূলক মতামত পড়ে।

সুইমিংপুলে বাচ্চাদের গোসল করার ভিডিওটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের সে সময় তো সুইমিং পুল ছিল না তবে পুকুর পুশকুনি ছিল, যাহোক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।

বাহ সুইমিংপুলে বাচ্চাদের গোসল করার ভিডিও গ্রাফি দেখে তো অনেক ভালো লাগলো। সুইমিং পুলের পানি আর আর সাগরের পানি একরকম বুঝ যায়। জায়গাটা তো দারুন লাগছে। ধন্যবাদ।

জায়গা আসলে সুন্দর ভাইয়া অনেক।