তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতাঃ- স্মৃতিকথা মূলক রচনা।

in hive-129948 •  6 months ago 

আসসালামু আলাইকুম/ নমস্কার


প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি-@samhunnahar। বন্ধুরা আমি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ব্লগিং নিয়ে যুক্ত আছি বাংলাদেশের কক্সবাজার শহর থেকে। আমি একজন বাংলাদেশী নাগরিক। তবে আমার সব চেয়ে বড় পরিচয় হচ্ছে এখন আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির ভেরিফাইড একজন ব্লগার। প্রতিনিয়ত আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ব্লগিং করে যাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতার আয়োজনঃ স্মৃতিকথা মূলক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে। যখন বিষয়টি আমার নজরে আসে তখন বেশ ভালো লাগার কাজ করছিলো এবং সাথে সাথে সিদ্ধান্ত নিলাম অংশগ্রহণ করবো।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328ij4EcwMXB22cbeiwRkYzKeMeNaUoREqCFnXmmH1gRrhLRetFPejzSrEAsXgVHjX2AGKmd9pPQU98KbSKe4DYVyG8m1dpefs2qka.png
Image Source: @hafizullah

কারণ এমন সুন্দর সুন্দর আয়োজন করা হয় সব সময় নিজের ক্রিয়েটিভিটি গুলো নিজের মনের ভিতর লুকিয়ে থাকা কথাগুলো সবার সাথে শেয়ার করতে পারি। সবার সাথে মনের ভিতর জমে থাকা ভাবগুলো বিনিময় করতে পারি তাই অনেক ভালো লাগে। প্রথমে প্রিয় দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই ছোট দাদাকে। সকল এডমিন মডারেটর ভাই ও বোনদের প্রতি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আমরা সবাই অবগত আছি যে আগামী ১১ তারিখ আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা সবাই খুব সুন্দর একটি সময় অতিবাহিত করবো। এমন সুন্দর একটি দিনে এমন খুশির একটি দিনে এমন সুন্দর সুন্দর প্রতিযোগিতার ব্যবস্থা করে দিয়েছেন দাদা যার কারণে আমরা সবাই খুশি হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার চেষ্টা করতেছি।

আসলেই এমন একটি বিষয় নির্বাচন করে দাদা আমাদেরকে বলার জন্য সুযোগ করে দিয়েছেন যা স্বল্প কথায় বলে শেষ করা যাবেনা। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে নিয়ে বলতে গেলে সারাদিন বললেও শেষ হবেনা আমার। কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটির অবদান আমার কাছে অনেক বেশি। এই কমিউনিটিতে কাজ করতে পারি বলে এখন আমি সুস্থ। আমি মনে করি আমার সুন্দর একটি অস্তিত্ব আছে খুব সুন্দরভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা আছে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক বন্ধুরা—---

আমার প্রথম পরিচিতি মূলক পোস্ট নিয়ে কিছু কথাঃ

প্রথমে আমি যখন এই কমিউনিটিতে আমার পরিচিত মূলক পোস্ট শেয়ার করেছিলাম সেদিন আমার অনেক ভালো লাগছিল। যখন আমাকে জানিয়ে দেওয়া হয় আমাকে সিলেক্ট করেছেন এই কমিউনিটিতে কাজ করার এবিবি স্কুলে ক্লাস করা তখন বেশ ভালো লাগছিলো। সবচেয়ে বেশি ভালো লেগেছিল যখন আমি এবিপি স্কুলের অধীনে ক্লাস গুলো করতে পেরেছিলাম। এবিবি স্কুলে থাকাকালীন অনেক কিছু জানার সুযোগ হয়েছে। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে আমার। এই কমিউনিটিতে এবিবি স্কুলের আওতায় ক্লাস করেছিলাম বলে আজকে একজন পরিপূর্ণ ব্লগার। এবিবি স্কুলে ক্লাস করার কারণে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছি যা স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে সক্ষম আমি। এছাড়াও যে কোন ব্লগিং এর ক্ষেত্রে এখন আমি/আমরা পরিপক্ক। এই বিষয়টি আমার কাছে সবচেয়ে অনুভূতি মূলক। দীর্ঘ ছয় সাত মাস অপেক্ষা করার পরে ভেরিফাইড মেম্বার পেয়েছিলাম।

ভেরিফাইড মেম্বার হওয়ার অনুভূতি নিয়ে কিছু কথাঃ

যেদিন আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার হয়েছিলাম সেদিন আমার কাছে খুব ভালো লেগেছিল। কারণ দীর্ঘ জার্নির পরে যখন ভেরিফাইড মেম্বার ট্যাগ পেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল সেইদিন টি ঈদের দিন। সেদিন আমার কাছে মনে হয়েছিল আমি অনেক কিছু অর্জন করতে পেরেছি। আমি অনেক কিছু প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার হলে সেগুলো পালন করবো। অবশেষে আমি সক্ষম হয়েছিলাম সেদিন ভেরিফাইড মেম্বার হওয়ার। মনে হয়েছিল সেদিন আমি শ্রেষ্ঠ কিছু অর্জন করেছিলাম আমার জীবনে। কারণ প্রতিটি মানুষের কাছে প্রতিটি অর্জন হচ্ছে সেরা। দীর্ঘ অপেক্ষার পরে পাওয়া অর্জন গুলো প্রতিটি মানুষের কাছে সেই দিন গুলো স্মৃতি মধুর হয়ে থাকে।

প্রথম সাইফক্স থেকে ভোট পাওয়ার অনুভূতিঃ

যেদিন আমি প্রথম সাইফক্স থেকে ভোট পেয়েছিলাম সেদিন আমার কাছে মনে হয়েছিল আমি যেন আকাশে উড়ু উড়ু করছিলাম। সেদিন আমার কাছে মনে হয়েছিল মুক্ত পাখির মত ডানা মেলে আমি আকাশে ঘুরে বেড়াচ্ছি। কারণ দীর্ঘ অপেক্ষার পর যখন ভেরিফাইড মেম্বার ট্যাগ পেয়েছিলাম সেদিন যেমন ভালো লেগেছিল। প্রথম সাইফক্স থেকে ভোট পাওয়ার পরে আরো তিন গুণ ভালো লাগার কাজ করছিল। বুঝতে পারছেন আপনারা কত ভালো লাগছিল আমার কাছে। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম কখন সাইফক্সের ভোট পাবো। যেদিন আমি সাইফক্সের ভোট পেয়েছিলাম সেদিন আমি নিশ্চিত হতে পেরেছিলাম যে এই কমিউনিটিতে কাজ করে সফলতা আসবে জীবনে। যার ফল প্রতিনিয়ত ভোগ করতেছি।

প্রথম টাকা উত্তোলনের অনুভূতিঃ

দীর্ঘদিন যখন কাজ করলাম তখন মনের মধ্যে একটি আকাঙ্খা ছিল। আসলে এই কমিউনিটিতে পরিচিত মূলক পোস্ট এবিবি স্কুলে ক্লাস এবং ভেরিফাইড ট্যাগ পাওয়া। দীর্ঘ অপেক্ষার পরেই সাইফক্সের ভোট পাওয়া বেশ সময় সাপেক্ষ ছিল সব কিছু। সেই সাথে ছোট ছোট পাওয়ার আপ করা এবং অল্প অল্প স্টিম জমা করে রাখা সব কিছু মিলিয়ে যেন বেশ ভাল সময় যাচ্ছিলো। তবে মনের মধ্যে একটি ইচ্ছে ছিল কখন যে নিজের ইনকামের টাকা উত্তোলন করবো সেই চিন্তায় ছিলাম। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যখন থেকে কাজ শুরু করি তখন থেকে স্টিমিট এর প্রাইস একদম কমে যেতে থাকে। এই স্টিম এর দাম কম দেখে অনেকে কাজ করা বন্ধ করে দিয়েছিলো। কিন্তু আমি কাজ করা থেকে একদিনও বিরতি থাকিনি। আমরা যখন কাজ করি তখন ১৭ থেকে ১১ সেন্ড পর্যন্ত স্টিম এর দাম কমেছিল। কিন্তু রাত দিন ২৪ ঘন্টা কিছু তোয়াক্কা করি নাই প্রতিনিয়ত পরিশ্রম করে গিয়েছিলাম।

আমার ভিতরে একটি প্রতিজ্ঞা ছিল একটি দৃঢ় বিশ্বাস ছিলো হয়তো একদিন স্টিমিট এর দাম বাড়বে সেই অপেক্ষায় ছিলাম। সেজন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছিলাম। পোস্ট করা থেকে একদিনও বিরত ছিলাম না। প্রতিনিয়ত কাজ করতে করতে হয়তো একদিন চিন্তা করলাম যে অল্প টাকা উত্তোলন করি। তখন স্টিম সেল দিয়ে চার হাজার টাকা উত্তোলন করেছিলাম। সেই টাকা দিয়ে আমি মেয়ের জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলাম এবং এক খতম কোরআন পড়া দিছিলাম। প্রথম যেদিন আমি স্টিম সেল দিয়ে টাকা উত্তোলন করি সেদিনের অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন নিশ্চই মেয়ের জন্মদিন পালন করা খতমে কোরআন পড়ার আয়োজন করা সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল।

অবসর সময়ের বিনোদনঃ

যখন সাংসারিক কাজকর্ম বাচ্চাদের দেখাশোনা করা এবং অন্যান্য কাজ শেষ করে একটু বিরতি নিই তখন যেন বিষন্নতা চলে আসে। কারণ যেহেতু আমি আগে চাকরি করেছিলাম বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়েছি বাচ্চাদের কারণে। একজন চাকরিজীবী মানুষ যখন চাকরি ছেড়ে দেয় তখন তিনি বুঝতে পারেন কত বিষন্ন লাগে এই একাকীত্ব জীবন গুলো। দীর্ঘদিন যাবত অনলাইনে অনেক ক্ষয়ক্ষতি দেওয়ার পরেই যখন অবশেষে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পারছি তখন অনেক বেশি ভালো লাগে। এখানে অবসর সময়ে নিজেদের দক্ষতা গুলো কাজে লাগিয়ে একটি বিনোদনের সুযোগ থাকে। সবাই সবার মতো করে ক্রিয়েটিভিটি গুলো শেয়ার করতে পারে। সেই সাথে খুব সুন্দর একটি ইনকামের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগে সবার সাথে এত সুন্দর মত বিনিময় একে অপরের প্রতি শ্রদ্ধ, ভালোবাসা আর আন্তরিকতা। যেকোনো বিষয়ে সবাই সবার সাথে অনেক সুন্দর মতামত প্রদর্শন করেন। যে কোন বিপদ আপদে সবাই সবাইকে অনেক সুন্দর পরামর্শ দিয়ে থাকেন। কোন ভুল-ত্রুটি হলে সবাই সবাইকে সহযোগিতা করে থাকেন। এখানে কবিতা আবৃত্তি, গান, কৌতুক আরো কত কিছু হয় সবকিছু মিলিয়ে যেন একটি বিনোদনের পার্ট আমার জীবনের।

ইনকামের সোর্সঃ

আমি মনে করি প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট ইনকাম দরকার। প্রতিটি নারীর একটি নিজস্ব ইনকাম থাকা ভালো। সেটা একদম নারী হোক কিংবা একজন পুরুষের হোক। যেহেতু মেয়েদেরকে বাইরে গিয়ে চাকরি করার তেমন সুযোগ থাকে না। তবে বর্তমান সময়ে নারীদের সেই সুযোগ সুবিধা গুলো অনেক বেশি। কিন্তু অনেক নারীরা আছেন যারা চাকরি করতে ইচ্ছুক এবং টাকা ইনকাম করতে ইচ্ছুক কিন্তু তাদের কোন সুযোগ সুবিধা নেই। সে ক্ষেত্রে আমার বাংলা ব্লগ কমিউনিটি সেরা একটি কমিউনিটি মনে করি আমি। কারণ এখানে বিভিন্ন ধরনের সংসারের কাজকর্ম এবং অন্যান্য কাজ সেরে যখন ফ্রি সময় গুলো এখানে দেওয়া হয় তখন আমরা একটি ইনকাম পাই। যে টাকাগুলো দিয়ে আমরা আমাদের নিজস্ব চাহিদা মেটাতে পারি। এখানে অনেকে আছেন স্টিমিট এর টাকা দিয়ে সংসার চালাচ্ছেন। আবার অনেকে আছেন স্টিমিটের টাকা জমিয়ে নিজেদের প্রয়োজনীয় চাহিদা গুলো মিটিয়ে নিচ্ছেন।

আমি মনে করি সবচেয়ে বেটার হচ্ছে মেয়েদের জন্য ইনকামের এত সুন্দর একটি সুযোগ। ঘরে বসে এত সুন্দর একটি ইনকামের ব্যবস্থা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যখন সময় পাই তখন আমরা পোস্টগুলো শেয়ার করতে পারি। এখানে আলাদা কোন সময় নেই যখন মন চাই তখন পোস্ট করা যায়। প্রতিটি কোয়ালিটি পোস্ট এর উপর সুন্দর আপভোট দেওয়া হয়। যে টাকাগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে কিংবা বর্তমান সময়ে আমরা আমাদের চাহিদা গুলো পূরণ করতে পারি। এই জন্য আমি দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই হাজারো নারীর হাজার পুরুষের ইনকামের একটি সোর্স করে দেওয়ার জন্য।

জীবনের খারাপ সময়ে ও আমার বাংলা ব্লগঃ

আমার স্টিমিট জার্নি হচ্ছে দুই বছর পেরিয়ে গেল। এই দুই বছরে আমার জীবনে অনেক ভালো মন্দ সময় গিয়েছে। প্রতিটি মানুষের জীবনে যেমন ভালো মন্দ সময় যায় ঠিক তেমনি আমারও ভালো মন্দ অনেক সময় গেছে। যখন সব চেয়ে বেশি খারাপ সময় যায় তখন আমি এখানে এসে সবার সাথে চ্যাটিং করি। এখানে এসে আমি আমার মনের ভাবগুলো পোস্টের মাধ্যমে সবার সাথে শেয়ার করি। সবচেয়ে বেশি যখন খারাপ লাগে তখন সবার সাথে কথা বললে মনটা হালকা হয়ে যায়। আমি মনে করি মানসিক প্রশান্তির জন্য এই জায়গাটি উপযুক্ত একটি জায়গা। এখানে যে শুধু ইনকাম করবো তা নয়। একজন মানুষ একাকীত্ব থাকলে খারাপ লাগে বেশি মানসিক প্রশান্তির জন্য এই জায়গাটি অসাধারণ একটি জায়গা। সবকিছু টাকা দিয়ে ক্রয় করা যায় না।

সবকিছুকে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। যেমন আমরা টাকা দিয়ে কখনো মানসিক প্রশান্তি কিনতে পারবো না। ঠিক তেমন একটি জায়গা হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। যেখানে কোন টাকার প্রয়োজন হয় না মানসিক প্রশান্তি গুলো নিতে। আমি যদি হইতো এই কমিউনিটিতে কাজ না করতাম তাহলে আমাকে একজন মানসিক রোগী হয়ে থাকতে হতো সারা জীবন। কারণ এখানে কাজ না করলে হয়তো youtube এ সময় দিতাম না হয় ফেসবুকে সময় দিতাম। না হয় যে কোন আজেবাজে কাজে সময় দেওয়া যেত। অথবা কারো সাথে ফোনে আলাপ করে সময়গুলো চলে যেত। এর চেয়ে এখানে সময় দেওয়া এখানে সবার সাথে আলোচনা করা নিজের ক্রিয়েটিভি গুলো শেয়ার করা সুন্দর একটি ইনকাম করা সবচেয়ে বেটার বলে আমি মনে করি।

আমার জীবনের সবচেয়ে সেরা খারাপ সময় হচ্ছে আমার মা এই পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গেলো। যখন আমার মা মারা গেল সেদিন আমি এখানে এসে পোস্ট করেছি। আমি এসে সবার সাথে সময় দিয়েছি এবং সবার সাথে সব কিছু শেয়ার করেছি। যখন আমি এই কমিউনিটি থেকে ছুটি নিয়ে কাজ না করে শুয়ে শুয়ে কান্না করে সময় কাটাতাম হয়তো আমি মনে করতাম তখন আমার কাছে আরও বেশি খারাপ লাগতো। কারণ শুয়ে শুয়ে কান্না করে সময় কাটানো অসুস্থ হয়ে পড়া। আমাকে হসপিটালাইজ করার চেয়ে এখানে প্রতিনিয়ত কাজ করে নিজের মানসিক প্রশান্তি পাওয়া হচ্ছে সবচেয়ে বেটার। বেকারত্বের চেয়ে এখানে সময় দেওয়া এখানে সবার সাথে আড্ডা করা এখানে পোস্ট করা এবং বিনোদন নেওয়া হচ্ছে সবচেয়ে বেটার। সুন্দর একটি ইনকামের সোর্স হওয়া সেই টাকা দিয়ে আমরা আমাদের পছন্দমত কিছু ক্রয় করা কিংবা আমাদের বিপদ আপদে খরচ করা সবকিছু মিলিয়ে অসাধারণ। এজন্য আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।

35FHZ8gBpndbrF88K8YoZ8LubQiwx2Fxcb4jCpSuBmfbGYUJoynMUdBiqkxAsEtoYWoy8MZHKZeKyMqnB8eHPC6XDzaBpMqACQV7TUUBH17d92RvR49f1b9qd2mkzhR3Rb2Su1Vy4PPUBDQmQHMukYjdJmzxoQopX2RsB9T7YjnnVzTgLuXxSaXUo93QTs7Fop8BioDZvrca9eJbZeWZ5BWp8wTG2qr8SKbe9e7wj65.png
Image Source: @hafizullah

আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি সেরা কমিউনিটিঃ

আমি বেশ কয়েকটি কমিউনিটি দেখেছি প্রায় সময় ঘাটাঘাটি করেছি। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে সুযোগ সুবিধা গুলো আছে অন্য কোন কমিউনিটিতে নেই। এখানে ইউজারের সুবিধার জন্য আমাদের শ্রদ্ধেয় দাদা প্রতিনিয়ত সুন্দর সুন্দর পদক্ষেপ গুলো নিয়ে থাকেন। যার কারণে সবার ভিতরে লুকিয়ে থাকা ক্রিয়েটিভিটি গুলো সবার সাথে শেয়ার করতে সবাই সুযোগ পায়। মাঝে মাঝে এত সুন্দর প্রতিযোগিতা এত সুন্দর সাপোর্ট কোন কমিউনিটিতে দেয় না বলে আমি মনে করি। যার কারণে প্রতিনিয়ত আমরা অনেক বেশি অনুপ্রাণিত অনেক বেশি গর্বিত দাদার জন্য। দাদা সব সময় অনেক কিছু চিন্তা করেন কিছুদিন পরপর নতুন পদক্ষেপ নিয়ে আসেন যা প্রতিটি ইউজারকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এই কমিউনিটিতে যত সুন্দর করে সাপোর্ট দেওয়া হয় অন্য কোন কমিউনিটিতে দেওয়া হয় না। এখানকার কাজের কোয়ালিটি যেমন ভালো এবং সাপোর্টের মানও অনেক ভালো। এখানকার ইউজারের দক্ষতা ও অনেক বেশি। সবকিছু মিলিয়ে আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটি হচ্ছে একটি সেরা কমিউনিটি। যা আমাদের শ্রদ্ধেয় দাদা তৈরি করে দিয়েছেন বলেই আমরা আজকে বাংলা ভাষায় ব্লগিং করতে পারি।

বাংলা ভাষায় ব্লগিং করাঃ

সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে বাংলা ভাষায় ব্লগিং করা। আমরা বাঙালি হয়ে যখন আমাদের মনের ভাবগুলো বাংলা ভাষায় তুলে ধরতে পারি এর চেয়ে ভালো লাগার আর কিছু থাকতে পারে না। কারণ অনেকগুলো স্টিমিট প্ল্যাটফর্ম আছে যেখানে বাংলা লেখার কোন সুযোগ নেই। আমরা সবাই নিজের মত করে মনের ভাবগুলো সাজিয়ে লিখে বাংলা ভাষায় সবার সাথে শেয়ার করতে পারি। এই কমিউনিটি বাংলা ভাষায় ব্লগিং করেও অনেক সেরা অন্যান্য কমিউনিটির তুলনায়। বাঙালি সৈনিকেরা বাংলা ভাষার জন্য অনেক সংগ্রাম করেছে। সেই প্রাণের ভাষায় যখন বাংলা ভাষায় ব্লগিং করার সুযোগ করে দিয়েছেন দাদাকে অসংখ্য ধন্যবাদ। যদিও দাদা শখের বসে এই কমিউনিটি তৈরি করেছিলেন। কিন্তু আজকে হাজারো বাঙালির অনুপ্রেরণা। হাজারো বাঙালির ইনকামের সোর্স এই কমিউনিটি। হাজারো বাঙালির বিনোদনের স্থান এই কমিউনিটি।

সবশেষেঃ

সব শেষে আমি যা বলবো তা হচ্ছে এই কমিউনিটি হাজার বছর ধরে টিকে থাকুক। আমি যেদিন ভেরিফাইড মেম্বার এর জন্য পরীক্ষা দিয়েছিলাম সেদিন আমি কথা দিয়েছিলাম আমি সাত দিনের সাতটা পোস্ট করবো। ইনশাল্লাহ আজো আমি সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আমি চেষ্টা করি সাত দিনে দশটা পোস্ট করার। সাপোর্ট পাই বা না পাই আমার এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং থাকবে। আমি চেষ্টা করবো যতদিন আমার সম্ভব হয় যতদিন আমার শারীরিকভাবে সামর্থ্য থাকে ততদিন পর্যন্ত এই কমিউনিটিতে কাজ করে যাব। পরবর্তীতে যখন আমার সুযোগ সুবিধা হবে না তখন আমি আমার মেয়েদেরকে দিয়ে এই কমিউনিটিতে কাজ করাবো। আমি আরো বলতে চাই এই কমিউনিটি হাজারো নারীর ইনকামের সোর্স হয়ে থাকুক। এই কমিউনিটি হাজারো মানুষের বিনোদনের ব্যবস্থা হয়ে থাকুক আজীবন।

এই কমিউনিটি হাজারো মানুষের আস্থার একটি স্থান হয়ে বেঁচে থাকুক। বেঁচে থাকুক সারা জীবন আমাদের প্রিয় দাদার সম্মান। বেঁচে থাকুক দাদার স্বপ্ন। সবশেষে দাদার পরিবারের সবার প্রতি শুভকামনা এবং সৃষ্টিকর্তার কাছে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার লেখা এখানে সমাপ্তি করছি। দীর্ঘজীবী হোক আমার বাংলা ব্লগ। বেঁচে থাকুক সারা জীবন হাজারো বাঙালির মনে।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সImage Source: @hafizullah
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরি"আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা-স্মৃতিকথা মূলক রচনা


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আসলে আপু এইতো গত কয়েকদিন আগে বাংলা ব্লগ নিয়ে স্মৃতিচারণ করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে আপনি প্রথম অতিথি ছিলেন আর আমি ছিলাম দ্বিতীয় অতিথি। তবে ঐদিন আপনার কথাগুলো শুনতে পেয়ে খুব ভালো লেগেছিল। আর আজকে ঠিক সে বিষয়ে খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন। আর আপনি প্রথম এখান থেকে টাকা উত্তোলন করে ছিলেন চার হাজার টাকা। এছাড়াও অবসর সময়ে এখানে সময় দিয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য মানসিক শান্তি পান বিষয়টা সত্যি বেশ ভালো লাগলো।

হ্যাঁ ভাইয়া এই কমিউনিটি ভালো লাগার বেশ কয়েকটি অপশন আছে। যা আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য।

অনেক অনেক ভালো লাগলো আপু কমিউনিটির স্মৃতিচারণ করতে দেখে। খুব সুন্দরভাবে আপনি আজকের এই পোস্টে বেশ অনেক কিছু আলোচনা করেছেন। অনেক সুন্দর ছিল আপনার লেখা আজকের এই পোষ্ট। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া আমার ব্লগ ভিজিট করলেন। সাবলীল ভাষায় মতামত দেওয়ার জন্য খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার মনের ভাব খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই তিনটি বছর আমরা অনেক চড়াই উতরাই পার করে এখানে এসে পৌছেছি। সবার জীবনে এমন সুন্দর মুহূর্ত রয়েছে যা আজ মন খুলে বলার সময় এসেছে। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপু। আপনাকে অনেক ধন্যবাদ।

আপু আমার বাংলা ব্লগকে কেন্দ্র করে সবারই অনেক আবেগ অনুভূতি থাকে । অনেক স্মৃতি কথা থাকে যেগুলো পড়তে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আমার বাংলা ব্লগের সেই স্মৃতি বিজড়িত মুহূর্তের কথাগুলো তুলে ধরলেন অনেক ভালো লাগলো পড়ে। এভাবেই যেন আমরা সবাই পাশে থাকতে পারি এটাই অনেক বড় প্রাপ্তি।

অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে আমার পোস্ট ভিজিট করার জন্য।

আমাদের সকলের ই চাওয়া যে এই প্রিয় কমিউনিটি হাজারো বছর বেঁচে থাকুক! আপনার সম্পূর্ণ লেখাটি অনেকক্ষণ সময় নিয়ে পড়লাম আপু। আপনি বেশ সুন্দর করে গুছিয়ে, পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে লিখেছেন। আপনার ১ম ইনকাম দিয়ে বাচ্চার জন্মদিন পালনের বিষয় টি আগেই প্রতিযোগিতার মাধ্যমে জানাই ছিলো। এছাড়াও আরো অনেক অনুভূতির বিষয় এ জানলাম। আপনার জন্য শুভকামনা রইলো আপু 😍❤️

সত্যি আপু নিজেকে অনেক বেশি গর্বিত মনে করে এই কামিউনিটিতে কাজ করতে পারি বলে।