সবাই কেমন আছেন,
আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে আজকে প্রচুর মাথা ব্যাথা করছে। দিনের বেলায় প্রচুর পরিমাণ গরম রাতের বেলায় হালকা ঠান্ডা পড়ে। ফ্যানটা বন্ধ করলে গরম লাগে আবার ফ্যান ছেড়ে দিলে ঠান্ডা লাগে এই অবস্থা। যদিও হালকা ঠান্ডা এই ঠান্ডার মধ্যে ফ্যান বন্ধ করলে কিন্তু গরম লাগে। আর ফ্যান ছাড়া রাখছিলাম বলেই আজকে দুইদিন হলো ঠান্ডা লেগেছে তাই আজকে প্রচুর মাথা ব্যাথা। পুরো সকাল বেলার ব্যস্ততা কাটিয়া আমি আবারো হাজির হয়ে গেছি বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে। চেষ্টা করি পুরো সপ্তাহে আপনাদের সাথে ভিন্ন কিছু টপিক নিয়ে শেয়ার করে নিতে। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়েছি। যদিও ভিডিওটি আমার নিজের নয় আমার মেয়ের কবিতা আবৃত্তির ভিডিও।
কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটি আমার মেয়ের একক কবিতা আবৃত্তির ভিডিও শেয়ার করেছিলাম। আপনার অনেক বেশি অনুপ্রাণিত করেছেন আমার মেয়েকে উৎসাহ দিয়েছিলেন। আজকে আমি আবারো আমার মেয়ের এবং আমার মেয়ের একজন সহপাঠী দুইজনে মিলে দ্বৈত কবিতা আবৃত্তি করেছিল। সেই দ্বৈত কবিতা আবৃত্তি করার সময় আমি ভিডিওটি নিয়েছিলাম। বন্ধুরা আজকে সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। আসলে আমরা মানুষ জাতি অসম্ভব বলে কিছু নেই। আমরা সব সময় চেষ্টা করি অসম্ভবকে সম্ভব পরিণত করার জন্য। আলহামদুলিল্লাহ আমার মেয়ে ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কবিতা আবৃত্তির দিক থেকে ভালো করতেছে। তাছাড়াও স্পোকিং ইংলিশ এর দিক থেকেও এগিয়ে যাচ্ছে। হয়তো হঠাৎ করে এক লাফে উঠতে পারবে না ধাপ ধাপে যেতে হবে যেহেতু এখনো বয়স ছোট।
শব্দায়ন আবৃত্তি একাডেমিতে ভর্তি করে দিয়েছিলাম এই চলতি বছরের শুরুর দিকে। আস্তে আস্তে একটা বছর পূরণ হয়ে যাচ্ছে আর মাত্র এক মাস বাকি আছে। অনেকগুলো ক্লাস করেছে আস্তে আস্তে অনেক কিছুর উন্নতি ঘটেছে। আশা করি এভাবে থাকলে হয়তো বেশ ভালো একজন আবৃত্তিকার হয়ে যাবে সেটা আমি আশা করছি। যখন কিছুদিন আগে মূল্যায়ন পরীক্ষা নিচ্ছিল শব্দায়ন তখন আমি এই ভিডিওটি নিয়েছিলাম। প্রতিটি গ্রুপ থেকে প্রতিবছরের শেষের দিকে তারা মূল্যায়ন পরীক্ষা নিয়ে থাকেন। তাদের উন্নতি কেমন ঘটলো আবৃত্তিতে কেমন দক্ষতা বেড়েছে তাদের বচন ভঙ্গি কেমন সবকিছু যাচাই-বাছাই করে তাদেরকে একটি নাম্বার দেওয়া হয়।
যারা অনেক ভালো করেন তাদেরকে পুরস্কৃত করে থাকেন। আবার নতুন বছর শুরু হয় নতুন উদ্যোমে। বাচ্চারা এভাবে আস্তে আস্তে নিজেদের দক্ষতা গুলো তৈরি করে নিতে চেষ্টা করে থাকেন। আমিও সেই আশা নিয়ে শব্দায়ন আবৃত্তি একাডেমিতে ভর্তি করে দিয়েছি মেয়েকে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি উন্নতি হয়েছে। এই ভিডিওটি আমি মেয়েদের কবিতা আবৃত্তির মূল্যায়নের সময় ভিডিওটি আমি নিয়েছিলাম। আজকে যখন চিন্তা করলাম যে আপনাদের সাথে কি শেয়ার করা যায়। তখন আমার হঠাৎ করে মনে পড়লো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার কথা।
তাই আমি আর দেরি না করে ফোনের গ্যালারি থেকে নিয়ে নিলাম এই ভিডিওটি। আপনাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর দেরি না করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা দেখে নিবেন আশা করি।
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন
বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ভিডিওগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | কবিতা আবৃত্তির একটি ভডিও |
ভিডিও এডিটিং | @samhunnahar |
Location- | ভিডিও লোকেশ- কক্সবাজার |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
Today My Task:-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ চমৎকার হয়েছে। তবে দুর্দান্ত একটি কাজ করেছেন সেটি হচ্ছে আপনার মেয়েকে আবৃত্তি করার স্কুলে ভর্তি করিয়ে। বর্তমানে তার যেরকম এক্সপেরিয়েন্স রয়েছে আমি আশা করছি ভবিষ্যতে সে এর থেকেও ভালো কিছু করতে পারবে। দৈত্য কবিতা আবৃতি হওয়ার জন্য কবিতা আবৃতি টি আমার কাছে আরও একটু বেশি ভালো লাগলো। আপনার মেয়ের জন্য দোয়া এবং শুভকামনা দুটোই রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি দেখলেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/nahar_hera/status/1861731405472075940?t=VxsULp_aPK9GdLkzpGZ2IA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাশাআল্লাহ মাশাআল্লাহ 😍
উপর ওয়ালা নেক হায়াত দান করুন এবং এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।
আপনি বাচ্চাদের পেছনে প্রচুর শ্রম দেন, উপর ওয়ালা নিরাশ করবেন না। এগিয়ে যান আপু।
মেয়ের বাচনভঙ্গি এবং কবিতা আবৃত্তি দারুন হয়েছে।
দোয়া অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন আমার মেয়ের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit