💛🧡"মজাদার কে এফ সি (KFC) খাবারের রিভিউ"🧡💛

in hive-129948 •  2 years ago  (edited)

সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।

আশা করি সকলেই ভাল আছেন। আমি ও আপনাদের আশির্বাদে অনেক ভাল আছি। সবার দিন কাল কেমন যাচ্ছে। নিশ্চয় খারাপ না, তাই না? ভোজন রসিক বাঙালি বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছেন টাইটেল দেখে বিতরে কি থাকতে পারে? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বুঝতে পেরেছেন তাহলে খাওয়ার রিভিউ নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো মজার KFC খাওয়ার অভিজ্ঞতা।আমাদের মাথায় সারাদিন মজার খাবার কোথায় পাবো এই ভূত ডুকে বসে থাকছে। তাই সময় হলে ছুটে চলি সেই প্রিয় খাবারের সন্ধানে। বিশ্বাস করেন মানুষের জীবনে খাওয়া নিয়ে যত চিন্তা অন্য কিছু নিয়ে তেমন চিন্তা নেই মনে হয়!!😂🤣

তা অবশ্যই, আমার মতে খারাপ না। কাজ যখন করতে হবে শরীর ও সচল রাখতে হবে। দুই দিনের দুনিয়াতে কত দিন আর বাঁচি!! মরলে খেয়ে দেয়ে মরি কেমন বন্ধুরা? না হয় শরীর টা একটু ওজনে ভাল হবে আরকি!! আমার মত আপনারা ও মজার মজার খাবার খেয়ে নেন বের হয়ে।

KFC8.jpeg

বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে। আসার সময় ভাবলাম আজ একটু KFC তে যেয়ে দেখি। আসলেই KFC তে যাওয়া হয় নাই তেমন একটা। বাসায় পার্সেল আনা হয় বেশি। কারণ বের হলে বাচ্চারা বেশি দুষ্টুমি শুরু করে। মাঝে মাঝে এত বিরক্ত করে ফেলে বলার মত না। তাই মন চাইলে বের হয় অপারগ। বাচ্চাদের রেস্টুরেন্টে তেমন একটা নিতে চাই না। বুঝতে ত পারছেন রেস্টুরেন্টের অবস্থা। তাই পার্সেল বেশি আনা হয়।

KFC.jpeg
লোকেশন

KFC2.jpeg

ভাবলাম KFC তে যেয়ে বসে খাবো। তাই রওনা দিলাম। সাথে দুই কন্যা আমার। সাহেব ছিল না, গিয়েছিলেন গ্রামের বাড়ি। KFC টা কলাতলী রোড এ তাই তেমন একটা যাওয়া হয় না। সেদিন যাওয়া হল। যেয়ে লাইনে দাঁড়ায়ছি কিছুক্ষণ। আমার পছন্দমত একটা প্যাকেজ নিলাম খাবারের। আমার সিরিয়াল যখন আসে খাবারের টাকা পেইড করে খাবার নিয়ে বসে পড়লাম সিটে। খাবার শুরু করে দিলাম তিনজনে।

KFC3.jpeg
মনিটরে যা দেখা যাচ্ছে সব খাবারের ভিন্ন ভিন্ন প্যাকেজ।
লোকেশন

KFC4.jpeg
অর্ডার অনুযায়ী খাবার সাপ্লাই করতেছে।

KFC5.jpeg
আমাদের খাবারের ট্রে দিয়ে দিল

শহরে ত অনেক ধরনের চিকেনের দোকান আছে। এক এক রেস্টুরেন্টের খাবারের স্বাদ এক এক রকম। ভিন্ন ভিন্ন স্বাদ নেওয়ার অভিজ্ঞতা অনেক হল আজ সব খাবাররের স্বাদের রিভিউ দিতে চাই। প্রথমে মজা করে খেয়ে নিই। খাবার-দাবার সামনে রেখে এত কথা বলা যায় না। খাবারে কি শান্তি থাকতে দেই? না মোটে ও না। তিন জনে ভাল করে খেয়ে নিলাম আগে।


KFC6.jpeg
ফ্রেঞ্চ ফ্রাই টা খেতে অসাধারণ ছিল

KFC7.jpeg
লোকেশন

আমার মতে KFC সেরা। কারণ এতে ব্যবহার করা মসলার স্বাদ ভিন্ন রকমের। লবণ লবণ ভাব একটা। ইদানিং কত জাতের ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের দোকান!! আমি অনেক ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি কিন্তু আমার KFC টা কেন জানি ভাল বেশি মনে হয়ছে। আপনাদের ভাল না ও লাগতে পারে। ওনাদের স্মল লেগস চিকেন টা ও মজার ছিল। আমার কাছে KFC এর প্রত্যেকটা আইটেম বেশ ভাল লাগে।


KFC8.jpeg
বড় আকারের চিকেন টুকরা

KFC9.jpeg
পেপসি ছিল

তবে আমার কাছে কেন জানি এই আইটেম টা কোন সময় একদম ভাল লাগে না। এই পেপসি খাওয়া আমার একদম হয় না কোন সময়। আমার মেয়েরা খাবেই খাবে। আমি ত খেতে দিতে চাই না। কিন্তু তাদের দমিয়ে রাখা খুব কষ্টের হয়ে যায়, শেষে না দিয়ে আর পারা যায় না।

KFC11.jpeg
খাওয়ার পরে যে হাসি টা বের হয়😎😎 লোকেশন

KFC12.jpeg
অনেক স্টাইল করে পেপসি খাচ্ছে

দুই জনে অনেক মজা করে পেপসি খেতে শুরু করে। অনেকক্ষণ সময় নিয়ে খাবার টা খেলো দুই জনে। আমি বসে রইলাম। অবশেষে বেশ সময় নিয়ে দুই বোনে খাওয়া টা খেয়ে শেষ করে। খাবার শেষ হলে আমি ওদের নিয়ে বাসায় চলে আসি। মন টা একদম ফুরফুরে ছিল আমাদের সবার। মন বলে কথা! কোন খাবার খেয়ে তৃপ্তি ফেলে আসলেই ভাল লাগে। বন্ধুরা আমার খাবারের রিভিউ ও শেষ এখানে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। এই খাবার টা কার কার প্রিয় শেয়ার করলে ভাল লাগবে।

ক্যামেরার বর্ণানা নিম্নে দেওয়া হলো

ছবিতে ব্যবহার করা ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar



আজকে আর লেখবো না। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। সবাই নিজ নিজ অবস্থানের ভিত্তিতে ভাল থাকবেন আশা করি। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে সেই অবধি ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ

সামশুন নাহার হিরা
@samhunnahar
কক্সবাজার, বাংলাদেশ থেকে।

287864753_400308362032280_8045934577883994743_n.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

কেএফসি তে আপনার তোলা খাবার ফটোগ্রাফি গুলো দেখে লোভে পড়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে খাবার গুলো খাওয়ার পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

ভাইয়া আমার মত যখন খাবার খেতে মন চাইবে চলে যাবেন।খেয়ে বাঁচার চেষ্টা করবেন, 😂😂 না খেয়ে নয় ভাইয়া।ধন্যবাদ।

বাহ্ বেশ মজাদার কে এফ সি খাবারের রিভিউ করেছেন। কে এফ সি খাবারের স্বাদের ব্যাপারে কম বেশি অনেকেই জানেন যারা ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়ে থাকেন।

বিশ্বাস করেন মানুষের জীবনে খাওয়া নিয়ে যত চিন্তা অন্য কিছু নিয়ে তেমন চিন্তা নেই মনে হয়!!😂🤣


আসলে আমরা যাই করি না কেন, সবকিছু এই পেটের জন্য।পেট ঠিক তো সব ঠিক।অসংখ্য ধন্যবাদ আপু, সুস্বাদু ও মজাদার কে এফ সি খাবারের রিভিউ পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হুম, ভাইয়া আপনি আমার সাথে একমত দেখছি।ভাল লাগলো আমার মতের সাথে আপনি ও গঠন মূলক কথাগুলো বলেছেন। ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি ঠিক বলেছেন সারাদিন এত কষ্ট করে কাজ কাম করি তো খাওয়ার জন্য। মাঝে মাঝে যদি একটু ভালো খাবার দাবার না খায় তাহলে তো হলই না। এটা আপনি একেবারে ঠিক বলেছেন আমাদের সকলের মাথায় শুধু খাবার-দাবারের চিন্তা থাকে। কেএফসি তে আপনার খাওয়ার অনুভূতি শুনে খুবই ভালো লাগলো। তবে আপু আপনার মত আমারও পেপসি খুব একটা পছন্দ না।

ধন্যবাদ আপু খুব সুন্দর এবং গঠন মূলক মন্তব্য করেছেন।আপু খাবো আর খাবো কোন কথা নয় কেমন😜😂

কেএফসি এর চিকেন ফ্রাই আমার সব সময় খুব পছন্দের। এটা অবশ্য ঠিক বলেছেন এখন শুধু বাচ্চারা বিরক্ত করে এই জন্য না। বাহিরের রেস্টুরেন্টে খাওয়াটাই এখন বিরক্ত লাগে কারণ বাসায় পার্সেল করে নিয়ে আসার অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে।আর ফুড পান্ডা তো আছেই। কিন্তু পরিবারকে নিয়ে এভাবে বাহিরে খেতে গেলেও অন্যরকম ‌‌‌‌ভাল লাগা কাজ করে।

আপু আপনি ঠিকই বলেছেন, সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরির পর যদি একসাথে খাওয়া হয় তাহলে অনেক ভাল লাগে।

আমার এক বন্ধুর ভাই কেএফসির আরজিএম হওয়াতে অনেক খেয়েছি কেএফসির এই খাবার। আমার কাছে ব্যাক্তিগত ভাবে কেএফসির খাবার গুলো দারুণ লাগে। স্পেশালি তাদের মাশরুম রাইস আমার পছন্দের তালিকায় ১ নাম্বার এ আছে। আগে ক্রাসার পাওয়া যাইতো। তবে করোনার পর আর এটা পাওয়া যায়না। সেটাও খুব ভালো লাগতো।

তাহলে তো আপনার থেকে একটা ভি আই পি কার্ড নিয়ে রাখা ভাল ভাইয়া।যেয়ে যেয়ে খাইতে পারবো😍।আপনি ঠিক বলছেন ভাইয়া সব খাবারই ভাল কে এফ সির

আপনার পোস্ট বেশ সুন্দর হয়েছে,তবে পোস্টে মার্কডাউন এর পরিমাণ কিছুটা বৃদ্ধি করতে হবে আর ছবি ক্যাপচার এর দিকে আরেকটু মনোযোগী হতে হবে।

ঠিক আছে আপু, সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।