ট্রাভেলিংঃ-আজকে হঠাৎ মহেশখালীতে ঘুরতে আসা।

in hive-129948 •  9 days ago 

শুভ বিকেল,

আসসালামুআলাইকুৃম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি শীতের দিনে খুব সুন্দর সময় অতিবাহিত করতেছেন যেহেতু আজকে ক্রিসমাস সবাই ছুটির দিন কাটাচ্ছেন। বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। তবে তেমন ভালো নেই গত পরশু এক ব্যাগ ব্লাড নিয়েছি কিন্তু তখন থেকেই বেশ দুর্বল লাগছে। তারপরও কি আর করব সময় গুলো অতিবাহিত করছি এবং প্রতিনিয়ত ব্যস্ত থাকার চেষ্টা করছি।

IMG_20241130_164857893.jpg

IMG_20241130_164904876.jpg

বন্ধুরা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে একদম কুয়াশা মনে হয় শৈত প্রবাহ শুরু হয়ে গেছে কিন্তু মনে করছিলাম বৃষ্টি হবে আসলে আমি বৃষ্টি দেখিনি। তবে গ্রামের অনেকে বৃষ্টি দেখেছে এমনটা শুনলাম। গতকালকে থেকে প্ল্যান করেছিলাম মহেশখালী আসবো সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ তাই বাচ্চারা গ্রামে আসার জন্য অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল। আর আমারও একা ভালো লাগছিল না মেয়েদের বাবা ও ঢাকায় যাওয়ার কারণে আমি বাসায় একা হয়ে গেছি। আর অন্যদিকে শারীরিক অসুস্থতার সবকিছু মিলিয়ে বাসায় একা একা বিষন্ন হয়ে গেছিলাম।

IMG_20241130_164959539.jpg

IMG_20241130_165032704.jpg

যেহেতু গত পরশু ব্লাড নিয়েছিলাম তাই অসুস্থতার কারণে ঘর থেকে বের হতে চাইনি। কিন্তু বাচ্চারা এত বেশি বিরক্ত করল আর বিশেষ করে আমার এক দেবরের বিয়ে আছে তাই অনেক জোরাজোরি করার পরে বাসা থেকে বের হলাম আজকে মশকালির উদ্দেশ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রেডি হয়ে গেলাম মহেশখালীতে রওনা দেওয়ার জন্য। কিন্তু ঘাটে এসে এক বিপত্তিকর অবস্থা এত মানুষের ভিড় আমি এর আগে কখনো দেখিনি। এত মানুষ জড়ো হয়ে গেল সত্যি অবাক কান্ড!

IMG_20241130_165122447.jpg

মন চাইছিল বাসায় ফিরে যাই কিন্তু বাচ্চারা কান্নাকাটি করবে মন খারাপ করবে তার জন্য একটু স্থির হয়ে বসলাম। কিন্তু যতই বসছি ততই মানুষ আসছিল আর মানুষ আসছিল। কিন্তু এত মানুষ কোথায় থেকে আসলো আমি বুঝতে পারি নাই। যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে একা ছিলাম আমার সাহস হচ্ছিল না আমি ঠেলাঠেলি করে বোটের মধ্যে ওটা। একটু ভয়ও কাজ করছিল এবং মেয়ের বাবাকে ফোন দিলাম কি আর করার কিছু বুঝতে পারছে না নাকি বাসায় ফিরে যাবো। মেয়ের বাবা আমার এক দেবরকে ফোন দিল আসার জন্য অবশেষে সেলিম মহেশখালী থেকে এসে আমাদেরকে গাছের বোটে করে নিয়ে যাই।

IMG_20241130_165437051.jpg

কিন্তু গাছের বোটে উঠতেও অনেক কষ্ট হয়েছে। এত কষ্ট আমি আর কখনো করিনি মহেশখালীতে আসার জন্য। কিন্তু কি আর করার বাচ্চারা যেহেতু মন খারাপ করতেছে তাই অনেক কষ্ট করে অবশেষে মহেশখালীতে পৌঁছলাম। বোটের জন্য বসে থাকতে থাকতে আমার মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। অবশেষে পৌঁছে ফ্রেশ হয়ে খাবার দাবার করে শুয়ে থাকছিলাম। আবার ভাবলাম আজকে যেহেতু পোস্ট করিনি পোস্ট করে নিলে ভালো হয়। সে চিন্তা ভাবনা করে হাজির হয়ে গেছে আপনাদের সাথে আজকে পোস্ট শেয়ার করার জন্য।

IMG_20241130_165452594.jpg

আজকে আমি আপনাদেরকে মহেশখালী ভ্রমণের এক তিক্ত অভিজ্ঞতাটি শেয়ার করলাম। আমার জীবনে এই প্রথম এত কষ্ট করে কক্সবাজার থেকে মহাখালী আসার একটি খারাও অনুভূতি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বিশেষ করে শীতকাল আসলে মহেশখালী ঘাটের মধ্যে অনেক বেশি জ্যাম পড়ে যায়। টুরিস্টরা অনেক বেশি আসেন মমহেশখালী দেখার জন্য। আমি একটা বিষয় বুঝি না মহেশখালীতে দেখার কি আছে এত ভিড় জমায় কেন।

IMG_20241130_164016362.jpg

যাক যার যার ভালো লাগার বিষয় তার তার ব্যাপার। আমি মনে করি এখানে শুধু বোট ভ্রমণ ছাড়া আর কিছু নেই। শুধুমাত্র একটি আদিনাথ মন্দির আছে এখানেও তেমন কিছু নেই দেখার। তারপরও এত কেন আসে আমার মাথায় প্রশ্ন আসে না। আশা করি বন্ধুরা আমার আজকের ব্লগ ভিজিট করে আপনাদের সবার ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationমহেশখালী
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিট্রাভেলিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার আজকের টাস্কঃ-

GridArt_20241225_180757581.jpg

মহেশখালী নাম জীবনে অনেকবার শুনেছি। কিন্তু কোনদিন যা সম্ভব হবে কিনা জানিনা। সুন্দর এই স্থানটা আপনি ভ্রমণ করেছেন দেখে ভালো লাগলো। বেশ অনেক সুন্দর ফটো ধারণ করেছেন এবং আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন।

কক্সবাজার আসলে সম্ভব হবে আপু। ককস বাজার থেকে কাছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট পড়ে খুবই ভালো লাগছে৷ আসলে কোথাও হঠাৎ করে ঘুরতে যাওয়ার মজাই আলাদা৷ আর আপনি আপনার নিজের এলাকায় হঠাৎ ঘুরতে গিয়েছেন শুনে খুব ভালো লাগছে৷ এখানে আপনি খুব সুন্দরভাবে সবকিছুই শেয়ার করছেন৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করুন৷

তোমাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার পোস্ট পড়ার জন্য।