গল্পঃ বিয়ে পাগলী মেয়ে 2

in hive-129948 •  last year 

-আমার টিফিন কে যেনো খেয়ে ফেলছে...
--এই ব্যাপার?? তাহলে আমার টিফিন আজ দুজন ভাগ করে খাব খাবি??
--তিথি খুঁশি হয়ে বলতো হ্যাঁ অবশ্যই খাব!!
--রাফি মনে মনে বলত কি সাধু সাঁজলাম বাহ
--যখন ওরা ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দেয় তখনই ওরা সিদ্ধান্ত নেই, একই হাই স্কুলে ভর্তী হবে! হ্যাঁ ওরা একি হাই স্কুলে ভর্তী হয়! এই তো এভাবে পাড় করে হাই স্কুলটাও, ওরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড, কিন্তু রাফি তিথিকে বন্ধু ভাবলেও তিথি তাকে অন্যরকমভাবে দেখে! এসএসসি পরীক্ষার পর ওরা একি কলেজে ভর্তী হবে এ সিদ্ধান্ত নেই, আর কলেজে উঠার পর থেকে তিথি রাফিকে ঠিক অন্যভাবে চাই ওর কথা সে ক্লাস ওয়ান থেকে যার হাত ধরে ঘুরেছি যার সাথে হেঁসে খেলে বড় হয়েছি তার সাথে কবর পর্যন্ত যেতে সমস্যা কি?? তিথি বেশ কয়েকবার রাফিকে তার ভালবাসার কথা বলেছে কিন্তু রাফির একটাই কথা তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড এরবেশি আমি ভাবতে পারব না!!

WhatsApp Image 2024-01-06 at 18.59.56_8b0895d8.jpg


তিথি ধনী ঘরের মেয়ে, মা-বাবার একমাত্র মেয়ে, ওর বন্ধুরা অনেকে ওরে বড় লোকের দুলালি বলেও ডাকে, ছোট থেকে ওর কোনো আবদার অপূর্ণ রাখে নাই ওর মা-বাবা, কিছু চাইতে দেড়ি কিন্তু পেতে দেড়ি নাই!!

এদিকে রাফি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছোট থেকেই ওর মধ্য অন্যরকম জ্ঞান কাজ করে, যেখানে ১৮-১৯ বছরের ছেলেরা প্রেম করবে বলে মেয়েদের পিছু ছুটে, প্রেম করবে বলে মনের মধ্য বিভিন্ন রকমের স্বপ্ন বুনে সেখানে রাফি এসব কিছুকে তুচ্ছ করে চলে, রাফির কথা একটা এই বাস্তবতার পৃথিবীতে প্রেম ভালবাসা দুদিনের আবেগ ছারা আর কিছু না, রাফি দেখতো ওর কিছু বন্ধুরা প্রেম করে, গার্লফ্রেন্ড এটা চাই ওটা চাই বন্ধুরা টাকা পাবে কয়? তখন গার্লফ্রেন্ডের আবদার রাখতে বাবার কাছে মিথ্যা বলে টাকা নেই। অথবা প্রাইভেট স্যাঁরের টাকা মেরে খাই, বাজার করতে গিয়ে কিছু টাকা মেরে খাই এসব ইত্যাদি, রাফি দেখতে সুন্দর তাই বেশ কিছু প্রপোজাল পেয়েছে, কিন্তু রাফি এদিকে এক পা বাড়ায় নাই! রাফি বাস্তবতা সেদিনই বুঝেছে যেদিন ১০ টাকা ভাড়ার জন্য কোচিং যেতে পাড়ে নাই!! রাফি ভালভাবে বুঝতে পারে তিথি তাকে সত্যিই ভালবাসে, রাফিরও সেভাবে ভালবাসতে ইচ্ছে করে কিন্তু বাস্তবতা ভিন্ন, রাফির একটা কথা জীবন তো সিনেমা নয়, সিনেমা দেখে সিনেমা ফলো করে চললে তো হবে না সিনেমাতে তো কত কিছুই হয় কিন্তু বাস্তবতা তো পুরাই ভিন্ন!!
এই তো ওদের সংক্ষিপ্ত বর্ণনা!


WhatsApp Image 2024-01-06 at 18.59.56_ea3621f2.jpg

ইদানিং তিথি একটু বেশিই করে ফেলছে রাফি বুঝায় কিন্তু তিথি বুঝার চেষ্টা করে না, তিথির কথা একটা আমি তোকে ভালবাসি আর তোর জন্য সারাটাজীবন অপেক্ষা করতে রাজি........
--রাফি তিথির আচরণে রাগ হত না রাফি ভাবতো বুঝিয়ে বললে তিথি বুঝবে, কিন্তু যখন দেখলো বুঝিয়ে কাজ হচ্ছে না একদিন খুব বিরক্ত হয়ে বলে ফেলল তুই বড় লোকের দুলালি জীবনের কি বুঝিস?? জীবনটা কি ছেলে খেলা?? যে যে অবস্থানে থাকে সে ভাবে তার মত অন্য সবাই, তোর পৃথিবী আমার পৃথিবী এক নয়,, এই তোরেই দেখি, ভিক্ষুকদের দেখলে, ১০ টাকা, ২০ টাকা করে দিস, আমারও মন চাই এমনে তাদের টাকা দেয় কিন্তু পাড়ি না, বরং ঐ ১০ টাকার জন্য এমনও দিন আছে কলেজে আসতে পাড়ি না! জীবন এটাই!! তাই চাইব আজকের পর থেকে এই ব্যাপারে আমাকে আর কিছু না বলিস!!
--তিথি রাফির কথা শুনে কিছু বলে নাই, সোজা বাড়ি চলে আসে, তিথি নিজেও ভেবে দেখে রাফি যা বলে হয়তো ঠিকই বলে কিন্তু মন তো মানে না,


কিছুদিন পর ওদের HSC পরীক্ষা কলেজে কেউ আসে না, বাড়িতেই পড়া নিয়ে ব্যস্ত সময় পাড় করে, ওদের মধ্য কথাও আগের মত হচ্ছে না, তিথি লজ্জায় কল দিতে পারছে না, আর রাফি দিচ্ছে না রাগে!! আর HSC পরীক্ষার পর রাফি এখানে থাকবে না মনে মনে এমনটাই সিদ্ধান্ত নেই!! কিছুদিন পর HSC পরীক্ষা শুরু হয়, ওদের মধ্য ঐ পরীক্ষা শেষে একটু একটু কথা হতো, রাফিই তিথির থেকে দূরে দূরে থাকে, আগের মত কথাও বলে না!!

একদিন রাতে তিথিকে তার বাবা ডাকে, আর জিজ্ঞেস করে 'মা' আমরা তোমার কোনো আবদার অসম্পন্ন রাখছি??
--না বাবা!!
--মা, মেয়ে বড় হলে প্রতিটা মা-বাবার দ্বায়িত্ব থাকে তার মেয়েকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ার!! আমাদের কাছে এ পর্যন্ত অনেকগুলো ভালো ছেলের প্রস্তাব এসেছে!! আমরা নিষেধ করে দিছি, কিন্তু এবার আমার এক প্রিয় বন্ধু তার ছেলের হয়ে বিয়ের প্রস্তাব দিছে ওর ছেলেকে আমি খুব ভালোভাবে চিনি তাই এড়িয়ে যেতে পারছি না!!
--তোমরা আমার বিয়ে দিতে চাও??
--রাগ কর কেনো?? তোমাকে এখানে ডেকেছি যে তোমার পছন্দের কোনো ছেলে আছে কিনা?? যদি থাকে আর সে যদি তেমন যোগ্য ছেলে হয় তাহলে তো সমস্যায় নেই!!
--আছে সে আমার সাথে পড়ে!!
--শুনো এটা একটা পাগলামী, তোমার সাধে পড়ে তারমানে ছেলেটার বয়স কতই বা হবে?? এখন অনার্স পড়বে তারপর ভবিষ্যতে কি করবে তার কোনো ঠিক নেই, কোন নিশ্চয়তাই তার জন্য তোমাকে রেখে দিব???
--বাবা, আমি তাকে ভালবাসি
--আমরা তোমার ভুল কোনো আবদার শুনতে পারব না, তুমি আমাদের মেয়ে তবুও তোমার সাথে আমরা বন্ধুসূলভ আচরণ করি তার জন্য তোমাকে জিজ্ঞেস করলাম তোমার পছন্দের কেউ আছে কিনা!! যেসব ছেলের বিয়ের প্রস্তাব এসেছে সবাই খুব ভালো পজিশনে, আর কি মনে হয়, আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে সে এমন তেমন কেউ হবে?? আর হ্যাঁ, ছেলেটা তোমাকে এখনি বিয়ে করবে না, এনগেজ করে রাখবে, ২ বছর পর বিয়ে করবে!!
--বাবা, আমাকে ভাবতে হবে, কিছুদিন সময় দাও
--আচ্ছা মা, একটু ভাবো বয়স একদম কম তাও না ভাল মন্দ, বাস্তব-অবাস্তব সব বুঝার ক্ষমতা যথেষ্ট আছে তোমার!!

WhatsApp Image 2024-01-06 at 18.59.56_f3c38641.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://www.facebook.com/SohagBapary24/photos/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%A1%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9F%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B/2085355741590751/?locale=hi_IN&paipv=0&eav=AfZIouCU1fJHsL08xqite6iw4Z0NOXjI62QOgpaiqQalj5kx2fjL54zxyVvJ1npyZdw&_rdr