ধৈর্য্য ধরে পড়ুন ভালো লাগবে।আজ অনেক ভালো লাগছে তাই সবার সাথে কারণটা শেয়ার করলাম ☺
ভেবেছিলাম পরীক্ষা শেষ তাই বাসায় যাওয়ার জন্য খুব খুশি ছিলাম। কিন্তু শেষ পরীক্ষার দিনে নতুন পরীক্ষার রুটিন ধরিয়ে দিল। ফোন করে আম্মু-আব্বুর কাছে খুব কাঁদলাম, আব্বু অবশ্য চুপ ছিলেন কিছু বলেননি। সারাটা দিন কেঁদে মুখ পুরোটা ফুলিয়ে তুলেছি।
রাত ১১ টায় আব্বু ফোন দিয়ে বলছে "কি খাবে আম্মু " আমি বললাম কেন আব্বু। আব্বু বললো "আমি যাচ্ছি, আমার মেয়েকে আমি চিনি,মেয়ের মন ভালো করি তারপর আসবো "। ২ ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে মন ভালো করে গেলেন। 🥹
শীতের এত রাতে আব্বু ছাড়া কোনো মানুষ শুধু তোমার মন ভালো করার জন্য আসবে না।
অসাধারণ সুন্দর একটি মন ছুয়ে যাওয়ার মতো পোস্ট। আসলে বাবা,মা ছারা পৃথিবীতে নিস্বার্থভাবে কেউ কখনো ভালোবাসবে না বা বাসে না।শীতের রাতে আপনার মন ভালো করার জন্য আপনার বাবা এসেছেন জেনে ভীষণ ভালো লাগলো।বাবা,মা সারাজীবন শুধু ভালোবেসেই যায় কখনো ভালোবাসা পাওয়ার আশা করে না।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit