আসসালামুয়ালাইকুম ......
......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে । আজকে আমি আপনাদের সাথে প্রথম বার নাটক রিভিউ শেয়ার করবো । জানি না কেমন হবে প্রথম বার চেষ্টা করলাম ।আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক।
স্ক্রিনশট টি ইউটিউব থেকে নেয়া হয়েছে
নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম - | প্রেমে ডুবি |
---|---|
অভিনয়ে- | আরশ খান, পিয়ষ্ঠী উর্বি , আনোয়ার শাহী,শশী আফরোজ,রাজ আরিয়ান,খান সায়মন,জিমি শাহ,র্সেজুতি খন্দকার, জেনিফা, কেয়া চৌধুরী,শ্রাবনী,প্রমি,তাসনিয়া,কবির,সহ আরো অনেক । |
গল্প: | মহাপুরুষ |
রচনা: | অ্যালেক্স উজ্জ্বল |
চিত্র: | এইচ. এম জামান |
সম্পাদনা ও রঙ: | শরীফ চৌধুরী |
চিত্রনাট্য ও পরিচালনা: | রাকেশ বসু |
গান ও কন্ঠ : | জিমি শাহ |
প্রধান পরিচালক: | ওমর চৌধুরী |
নির্বাহী প্রযোজক : | সৈয়দ তানভীর আহমেদ |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
দৈর্ঘ্য : | ৫১মিনিট ৫৯ সেকেন্ড |
তারিখ : | ০১ নভেম্বর |
আজকে পিয়ষ্ঠী উর্বি , নাটকে সবাই উর্বি বলে ডাকে ।সে ভার্সিটিতে আসেনা তাই তার বান্ধবীরা ক্লাস শেষে তাকে নিয়ে আলোচনা করে ।সে ক্লাসে এলো না কেন ? উর্বি কিছুক্ষণের মধ্যে চলে এলো তাদের মধ্যে । সেখানে এসে তার বান্ধবীদের একটি খুশির সংবাদ দিল ।তার একটি ইউটিউব চ্যানেল আছে । গতকাল সে একটি গান আপলোড দিয়েছিলো ভিউ হয়েছে ১ মিলিয়ন সেটি নিয়ে মজা করে তার বান্ধবীদের সাথে ।তারপর উর্বি বান্ধবীরা তাকে নিয়ে হল রুমে যায়।সেখানে (আরশ খান), নাটকে ডাক নাম রাফসান ।সে গান করতেছিল সবাই মিলে তার গান শুনে।
গান শেষ এ সবাই তাকে হাত তালি দিয়ে উৎসাহিত করলো। তারপর রাফসান সবাইকে ক্লাস এ জেতে বলে ।সবাই চলেও যায় কিন্তু উর্বি তার সঙ্গে কথা বলবে বলে রাফসানের কাছে বসে পরে।
উর্বি রাফসানের গান নিয়ে অনেক প্রশংসা করল এবং রাফসান কে অনেক কথা বলে কিন্তু রাফসান হ্যাঁ হু ছাড়া কোনো উত্তর দেয় না ।সেটা নিয়ে উর্বি রাফসান কে তোতলা বলে । রাফসান তার সাথে কথা না বলে সেখানে থেকে চলে যায় রাগান্বিত হয়ে ।
তারপরের দিন আবার ও তাদের দেখা , সেখানে ও উর্বি নানা কথা বলে কনফিউজ করে ফেলে। রাফসান তোতলা তাই থেমে থেমে হ্যাঁ হু উত্তর দেয়। উর্বি সেটা জানে না , উর্বি আবার ও রাফসান কে তোতলা বলে ফেলে।সে আবার ও রাগান্বিত হয়ে কিছু না বলেই চলে যায় ।
তারপর উর্বি তার বান্ধবীদের কাছে যায় ও তাদের কে রাফসানের কথা বলে । রাফসানের বিহেভিয়ার তার কাছে কেমন লাগে সেটা নিয়ে অনেক কথা বলে।তার পর তার বান্ধবীরা তাকে জিজ্ঞেস করে সে কিছু বলেছিল নাকি । উর্বি বলল হ্যাঁ... আমার সাথে কথা বলার সময় সে তোতলাতে থাকে তাই তাকে বলেছি ! আপনি কি তোতলা ? উর্বি বান্ধবীরা এই কথাটি শুনে তাকে আগের এক ঘটনায় নিয়ে যাই ।
রাফসান রিলেশনশিপে ছিলো। তাদের ৩ বছরের রিলেশনশিপ তার সেলিব্রেশন শেষ করে ।সেখানে মেয়েটি তাদের বিয়ে নিয়ে কথা বলে । রাফসান তার বাসায় বলতে বলে কিন্তু মেয়েটি একটু আমতা আমতা করে রাফসান কে বলে বাবু সব দিক দিয়ে ঠিকঠাক আছে । কিন্তু তুমি যে তোতলা আমার মা মানবে না ।এই কথা শুনে রাফসান অনেক রাগান্বিত হয় ।তার পর তাদের মাঝে ঝামেলা হয়ে সেখানে ৩ বছরে রিলেশন ৩ মিনিটেই শেষ করে তারা ব্যাকআপ করে । ব্যাকআপ করে চলে যাওয়ার সময় মেয়েটাকে রাফসান পিছন থেকে মেয়ে টাকে দেখে নিয়ে তার মূখ এ কেক মাখিয়ে দিয়ে চলে যাই।
উর্বি বান্ধবীরা উর্বিকে বলে সেখানে তুই রাফসান ভাইয়া কে তোতলা বলেছিস ভাইয়া তো রাগ করবেই ।তার পর উর্বি নিজের ভুল বুঝতে পেরে।
পরের দিন রাফসান যে রেস্টুরেন্ট এ যাই সেখানে উর্বি পুরো রেস্টুরেন্ট সরি সরি লিখে রেখেছিল। রাফসান সরি লেখা দেখে আর সামনে এগিয়ে যেতে থাকে । উর্বি তার হাতে বড় করে সরি লিখে বসে ছিলো । রাফসান সেখানে যতেই উর্বি তাকে সরি বললো ।
তারপর তাদের মাঝে অনেক কথা হয় ও পরিচয় হয়ে নেয় । উর্বি গান লিখে । উর্বি তাকে একটি অফার দিয় তার সাথে কাজ করার জন্য।সে রাজি হয় , রাফসান কে একটি ঠিকানা দিয়ে পরের দিন সময় ৯ টায় তাকে সেখানে যেতে বললো।রাফসান পরের দিন চলে যায় ৯ টায় স্টুডিয়া । উর্বি রাফসানকে স্টুডিয়ার ঠিকানা দিয়েছিল । সেখানে গিয়ে উর্বি পরিচয় করে দিলো ।তারপর উর্বি লেখা একটি গান বের করে ।রাফসান সরাসরি গান গাইতে শুরু করলো।
তারপর কাজে মাঝে তাদের ভালো লাগা শুরু হয় ।তারা দুইজন দুইজনের প্রেমে পরে যাই । কিন্তু তারা কেউ কাউকে বলে না । উর্বি বুঝতে পেড়ে রাফসানের কাছ থেকে শুনবে বলে । উর্বি রাফসান কে এরিয়ে চলে বেশ কয়েকদিন।
তার পরে রাফসান উর্বি দেখা পেয়ে তাকে অনেক প্রশ্ন করে ।সে আছে না কেন ?তাকে ছাড়া রাফসানের গানে মন বসে না । উর্বি রাফসান কে বলো তুমি আমার প্রেমে পড়ো নাই তো । রাফসান বলো না তো , উর্বি রাফসান কে অনেক রকম কথা বলে তাকে কনফিউজ করতে থাকে তার কাছ থেকে শুনবে বলে। কিন্তু রাফসান তাকে প্রপোজ করে না । উর্বি রাফসানের থেকে প্রমিস করিয়ে নেয় সে কখনো তাকে প্রপোজ করবে না। তার পর তারা চলে যাই।
এভাবে তারা ভার্সিটি গানে কাজে অনেক সময় পার করে ।তার উর্বি রাফসানকে রাগান্বিত করার জন্য তার সাথে একটি ছেলে ছবি তুলে নিয়ে এসে তাকে দেখায় ।আর অনেক মজা করে তার সাথে তাকে জেলাসফিল করানোর জন্য ।
উর্বিকে কিছু না বলেই রাফসান মনে মনে রাগান্বিত হয়ে সেখানে থেকে চলে যায়।আর উর্বি অনেক মজা পায় ।তার পর উর্বি নিজেই রাফসানকে প্রপোজ করবে বলে নিজে থেকেই শাড়ি পরে রেডি হয়ে নেয় । উর্বি আয়নার সামনে নিজেকে দেখে নিজেই অনেক খুশি হয় ।
উর্বি আসার আগেই উর্বি বান্ধবী রাফসানের বাড়ীতে আছে । রাফসান ভাবে উর্বি কিন্তু গেট খুলে দেখে উর্বি বান্ধবী,সে তার ভাইয়ের বন্ধু,তার বড় ফেন তার সাথে ছবি উঠাবে সে জন্য এসেছে। রাফসান তাকে ভিতরে বসতে বললো । সেহেতু উর্বি বান্ধবী উর্বি একটু পর আসবে তাই । রাফসান তাকে বসতে বলে তার কিছু কাজ ছিল সেগুলো করতে লাগলো।
উর্বি বান্ধবী মন মানসিকতা খারাপ ছিল ।সে পিছন দিক দিয়ে রাফসানকে যরিয়ে ধরলো।সেই মহত্ত্ব উর্বি এসে তাদের দেখে নিল। উর্বি রাফসান কে অনেক ভুল বুঝলো।
রাফসানকে অনেক কথা শুনানো উর্বি। রাফসান উর্বি কে অনেক বুঝাইতে চেয়েও পারলো না বুঝাতে । উর্বি রাগের মাথায় অনেক কথা বলে সেখান থেকে চলে যায়।
তারা দুইজন দুইজনের একা একা অনেক কষ্ট পায় । তাদের আগে সব অতিত ভেবে। অভিমান করে কেউ কারো সাথে কথা বলে না ।এই রকম করে অনেক দিন কেটে যায় । উর্বি বাবা মা উর্বি কে দেখে অনেকবুঝিয়ে তাকে বিয়ে জন্য রাজি করিয়ে নেয় । রাফসান সে বিষয়ে কিছুই জানেনা। রাফসানের বন্ধু এসে উর্বির এনগেজমেন্ট এর খবর দেয় । রাফসান শুনে অবাক হয়ে সেখানে চলে যায় ।
উর্বি চুপচাপ বসে আছে, পরিবারের সবাই অনেক হাঁসি খুশিতে ছিলো । রাফসান এসে সরাসরি উর্বি সাথে কথা বলতে লাগলো । পরিবারের সবাই রাফসান কে চুপ করিয়ে দিতে চাইলো কিন্তু উর্বি সবাই কে চুপ করাই দিয়ে রাফসানের কথা চুপচাপ শুনতে লাগলো।
রাফসান তার মনে সব কথা বলে। উর্বি সব ভুল ধারণা গুলো ভেঙ্গে দিলো। উর্বি শুনলো আর কান্না করতে লাগলো ।তার পর রাফসান কে সেখানে থেকে বেশ কয়েকজন বের করে দিলো ।এখানেই তাদের সম্পর্কে শেষ হয়ে গেলো । রাফসান নতুন করে আরও গানের মাঝে নিজেকে ব্যস্ত রাখলো।
আমার ফোন থেকে স্ক্রিনশট গুলো নেয়া হয়েছে ।
নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটকটি দেখে আমার হচ্ছে মনে হয়ে... ভুল বুঝাবুঝির কারণে দুরুত্ব তৈরি হওয়া ।আমাদের সমাজে বর্তমান দুই সাইডেড লাভ অনেক হয়ে থাকে নিজের অজান্তেই । কিন্তু কেউ কাউকে বলতে পারে না ।কিন্তু পরবর্তীতে ভালোবাসা প্রকাশ করলে ও সেটা সহজেই শিকার হয় না । আবার যখন বলতে যাই তখনি ভুল বুঝাবুঝির কারনে দুরুত্ব তৈরি হয়। এখন কার লাভ গুলো এইরকম ভাবেই ভেঙ্গে যায়।তাই অভিমান করে কথা না বলে চুপ চাপ না থাকে আমাদের কথা বলা প্রয়োজন।তাই অভিযোগ বাদ দিয়ে অভিমান কমিয়ে আমাদের ঠান্ডা মাথায় সব সমস্যা সমাধান করা জরুরী।আমার কাছে ব্যক্তিগতভাবে আরশ খানের নাটক দেখতে অনেক ভালো লাগে।
কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মন্তব্য করে জানাবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল ।
Vote@bangla.witness as witness
https://x.com/SSuity88623/status/1854215819368272101?t=pr-qJgU-30UuVVUkBfE2lA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম নাটকগুলো আমি আগে একটু বেশি দেখে থাকতাম। তবে এখন আর খুব একটা নাটক দেখা হয় না। আমি মুভি দেখতে একটু বেশি ভালোবাসি। আর তাই সময় পেলে মুভি বেশি দেখা হয়। কিন্তু মাঝেমধ্যে আবার নাটকও দেখার জন্য চেষ্টা করি। সুন্দর সুন্দর এবং শিক্ষনীয় নাটকগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি যে নাটকের রিভিউ করেছেন, এটা যদিও দেখি নিই। তবে রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আসলে আমি সময় পেলে বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের নাটক দেখে থাকি। আপনি খুবই সুন্দর ভাবে নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিনশটগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভুল বুঝাবুঝির কারণে তাদের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে এই নাটকটা এখনো আমার দেখা হয়নি সময় পেলে দেখার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর ভাবে রিভিউ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকের কিছু সিন দেখেছিলাম। সম্পূর্ণ নাটকটি দেখবো দেখবো করে আর দেখা হয়নি। অসাধারণ একটি নাটকের রিভিউ আপনি তুলে ধরেছেন। সময় পেলে নাটকটি দেখব আপু। দারুন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার আজকের শেয়ার করা এই নাটকের পুরো রিভিউটা পড়তে। নায়িকা নায়ক কে পুরোপুরি ভাবে পরিবর্তন করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভুল বুঝাবুঝির কারণে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তাদের। যদিও নায়িকা নায়ক কে ভুল বুঝেছি। কাহিনীটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে নাটকের উপরে দেখানোর চেষ্টা করেছেন। বেশ ভালো লাগার একটা নাটক ছিল এটা। অনেক অনেক ভালো লেগেছে সুন্দর এই নাটকটা আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন দেখে। আমি এই সমস্ত নাটকগুলো খুবই পছন্দ করে থাকি। এত সুন্দর নাটক রিভিউ করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit