["আমার বাংলা ব্লগ"] "সেমাই রেসিপি " // ১০% পে-আউট @shy-fox

in hive-129948 •  3 years ago 

14-5-2022

১ই জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুয়ালাইকুম ও আদাব জানাই এপার ও ওপার বাংলার সকল আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুদের। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগে সেমাই রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। আর আমি এই সব রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা রেসিপিটি কিভাবে রান্না করা হয় তা দেখে নেওয়া যাক।

সেমাই রান্নার রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। তাই একটু চিন্তা-ভাবনা করেই এই রকম ইউনিক রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর সেমাইর এর রেসিপি তুলে ধরবো আর আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাকঃ-

🐟🥣রেসিপির ছবি:-🥣🐟

CamScanner 05-14-2022 00.16.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ প্রয়োজন হয়েছে তার তালিকা ও ফটোগ্রাফি আমি নিচে তুলে ধরতেছিঃ-

🍽🥣উপকরণঃ-🥣🍽

উপকরণের নামঃ-পরিমাণঃ-
সেমাই৫০০ গ্রাম
চিনিপরিমাণ মতো
দুধপরিমাণ মতো
কিছমিছপরিমাণ মতো
তেজপাতাপরিমাণ মতো
IMG_20220513_214544.jpg

প্রথমে আমি বাজার থেকে ৫০০ গ্রাম সেমাই নিয়ে আসি এবং সেগুলোকে এক বাটি নেই। এবং তারপর একটা ছবি তুলে ফেলি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমি আজকে আমার এই রেসিপিটি খুব যত্ন সহকারে তুলে ধরবো। নিচে আমি সেসবের রন্ধন প্রক্রিয়া আপনাদের সাথে তুলে ধরলাম।

🍽🥣ধাপঃ ১🥣🍽

IMG_20220512_134535.jpg
  • প্রথমে আমি দুধ একটি পাত্রে নেই ও চুলার উপর বসিয়ে দেই। এবং একটা ছবি তুলে শেয়ার করি।


🍽🥣ধাপঃ ২🥣🍽


IMG_20220512_134810.jpg
  • তারপর আমি দুধ গুলোর উপর চিনি দিয়ে নাড়তে থাকি এবং আপনাদের মাঝে শেয়ার করি!


🍽🥣ধাপঃ ৩🥣🍽


IMG_20220512_134811.jpg
  • তারপর আমি ধীরে ধীরে সেমাই দিতে থাকি এবং আপনাদের মাঝে শেয়ার করি।


🍽🥣ধাপঃ ৪🥣🍽


IMG_20220512_134814.jpg
  • তারপর আমি আবারও ভালো ভাবে সেমাই গুলো নাড়তে থাকি এবং আপনাদের মাঝে শেয়ার করি।


🍽🥣ধাপঃ ৫🥣🍽


IMG_20220512_134849.jpg
  • তারপর আমার তৈরি সেমাই গুলো এক পর্যায়ে হয়ে আসে এবং একটি ছবি তুলে শেয়ার করে থাকি।


🍽🥣ধাপঃ ৬🥣🍽


IMG_20220512_134849.jpg
  • এরপর সেমাইর তেজপাতা মধ্যে দিয়ে থাকি এবং আপনাদের মাঝে শেয়ার করি।


🍽🥣ধাপঃ ৭🥣🍽


IMG_20220512_134859.jpg
  • এরপর আবারও কিছু মুহূর্ত জ্বাল দিয়ে থাকি এবং আপনাদের মাঝে একটা ছবি তুলে দিই।


🍽🥣ধাপঃ ৮🥣🍽


IMG_20220512_134909.jpg
  • এরপর সূম্পন ভাবে তৈরি হয়ে যায় সেমাইর রেসিপি টা।


🍽🥣ধাপঃ ৯🥣🍽


CamScanner 05-14-2022 00.17.jpg
  • এরপর আমি একটা বাটিতে তুলে নেই সেমাই গুলো।


🍽🥣ধাপঃ ১০🥣🍽


CamScanner 05-14-2022 00.16.jpg
  • এরপর আমার রেসিপি টা তৈরি হয়ে যায় এবং পরিবেশনের রেডি করে ফেলি! সেমাই রেসিপি



আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




শুভেচ্ছান্তে :-
@sangram5

আমার পরিচয়

IMG_20211010_184219.jpg

আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার তৈরি করা সেমাইয়ের রেসিপি টা দেখেই তো আমার জিভে জল চলে আসলো 😋 আমারতো সেমাই খেতে খুবই ভালো লাগে। ঈদ যাওয়ার পর থেকেই তো শুধু সেমাই খেয়ে যাচ্ছি। খেতে যেমন ভালো লাগে তেমনই আজকে আপনার রেসিপিটি ও জাস্ট অসাধারণ লাগলো। ধাপে ধাপে পুরো রেসিপিটি অনেক সুন্দর ভাবে আমাদের সবার মাঝে উপস্থাপনায়ও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভাই আপনার রান্না করা সেমাইয়ের রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে। আপনার রান্না করা সেমাইয়ের যে রংটা এসেছে সে রংটা বিশেষ করে আমার মন কেরেছে। সত্যি খুবই লোভনীয় লাগছে আপনার রান্না করা সেমাইয়ের রেসিপিটি। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি মাঝে মাঝে উপস্থাপন করার জন্য।

সেমাই রেসিপি এর শেষ আউটপুটটি অনেক সুন্দর হয়েছে। এককথায় দেখতে খুবই লোভনীয় হয়েছে। যদিও মিষ্টি এত পছন্দ করিনা কিন্তু আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছিনা। ধন্যবাদ ভাইয়া লোভনীয় সেমাইয়ের রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল।

ছবি দেখেই মনে হচ্ছিলো,লাচ্ছা সেমাই টা খেতে বেশ দারুন হয়েছে। কালার এবং উপরের পরিবেশন বেশ সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

কিছুদিন আগেই আমাদের সেমাই রান্নার কনটেস্ট চলে গেছে। আসলে আজকের সেমাই রান্নার রেসিপি টা খুব দারুন হয়েছে যদি আপনি এই সুন্দর রেসিপিটার কনটেস্টে তুলে ধরতে পারতেন, তাহলে আশা করা যেত প্রথম সারির একজন প্রাইজ জেতা ব্যক্তি হয়ে যেতেন।

গতকাল আমিও লাচ্ছা সেমাই রেসিপি শেয়ার করেছিলাম। মাঝে মাঝে হঠাৎ করে এরকম সেমাই খেতে খুব একটা খারাপ লাগে না। আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে। খুবই লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ঈদের দিনে সেমাই বেশি খাওয়া হয়। আপনি খুবই সুন্দর ভাবে সেমাই রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার সেমাই রেসিপি দেখে এখনি খেতে মন চাচ্ছে। ধন্যবাদ এতো সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

সেমাই খেতে আমারো খুব ভালো লাগে, আপনার রেসিপি দেখে মনে হচ্ছে কিছুটা খেয়ে কথা বলি।অনেক ভালো ভাবেই তৈরী করছেন সেমাই রেসিপি। ধন্যবাদ মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনি অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছে। আর মাহে রমজানের পর ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে আনন্দের জোয়ার বয়ে যায়। আর সেই সাথে সবার ঘরেই মিষ্টিমুখ করার জন্য সবাই সেমাই তৈরি করে। সত্যিই এই আনন্দ শুধু অনুভব করা যায়। আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আপনার সেমাই রেসিপি উপস্থাপন এবং পরিবেশন দেখেই অনেক সুস্বাদু মনে হচ্ছে। সত্যিই আপনি খুবই সুন্দর ভাবে সেমাই রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন, এত মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সেমাই খেতে আসলে আমার ভালই লাগে। আজকে আপনি খুবই সহজ পদ্ধতিতে আমাদের মাঝে সেমাই রান্নার রেসিপি উপস্থাপন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য শুভকামনা রইল

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে সেমাই রেসিপি শেয়ার করেছেন। আপনার এই সিমের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু ছিল । সেমাই পছন্দ করেনা এরকম মানুষ খুব কমই আছে আমার কাছে ব্যক্তিগতভাবে সেমাই খুবই পছন্দের। শেয়ার করার জন্য ধন্যবাদ

বাহ আপনি তো খুব চমৎকার হবে সেমাই রেসিপি তৈরি করেছেন। আপনার সেমাই রেসিপি প্রতিটি ধাপ অসম্ভব সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার এই সময়ের ছবি দেখে আমার প্রচন্ড লোভ হচ্ছে মনে হচ্ছে এখনই আমিও সেমাই রিসিপে করে খেয়ে ফেলি। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার সেমাই রেসিপি দেখেই তো খুব খেতে ইচ্ছা করছে আপনি খুব লোভনীয় ভাবে সেমাই রেসিপি করেছেন এবং আমাদের মাঝে নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন এত সুন্দর একটি রেসিপি দেখে নিজের। লোভ সামলানো বেশ কঠিন। যাইহোক এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

সেমাই আমার খুব ই ফেভারিট আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছিনা খেতে নিশ্চয়ই ভারি মজা হয়েছিল সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

অনেক সুন্দর একটি সেমাই রেসিপি তৈরি করলেন। আমার কাছে এই ভাবে দুধ দিয়ে সেমাই তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। আমিতো মাঝেমধ্যেই ঝটপট এইরকম ভাবে সেমাই তৈরি করে খেয়ে ফেলি। আপনার রেসিপি টা দেখে দারুণ লাগলো।

আপনি আমার খুব পছন্দের একটি খাবার তৈরি করেছেন সেমাই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আপনার রেসিপির খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

সেমাই রেসিপি দেখেই জিভে পানি চলে আসলো। সেমাই আমার খুবই পছন্দের একটি মিষ্টান্ন। আপনি দুধ, কিশমিশ ও আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে খুবই লোভনীয় ভাবে সেমাই রান্না করেছেন। সেমাই রান্নার রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার সেমাই রেসিপিটি খেতে কেমন হয়েছে জানি না। তবে দেখতে খুব সুন্দর হয়েছে। সেমাই আমার কাছে খেতে ভালই লাগে। তবে ঈদ ছাড়া বাসায় খুব একটা সেমাই রান্না করা হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি মাঝে মাঝে সেমাই রান্না করা হতো। কিন্তু এখন নুডুলস সেই জায়গাটা দখল করে নিয়েছে। যাইহোক আপনার রেসিপিটি ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।

আপনার সেমাই রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। সময়ের কালার দেখেই জিভে জল চলে এসেছে ভাই। ধাপে ধাপে খুব অসাধারণ ছিলো আপনার উপস্থাপনা। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

ভাইয়া আপনার সেমাই রেসিপি দেখে খুব লোভ লাগছে। যদিও মিষ্টি জাতীয় জিনিস আমি খুব একটা পছন্দ করি না। তাও আপনার রেসিপি টা দেখে খুব খেতে ইচ্ছে করছে। সেমাই রেসিপি ডেকোরেশন খুব সুন্দর ছিল ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেমাই রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনার সেমাই রেসিপিটা অনেক লোভনীয় হয়েছে। আপনার সেমাই রান্না রেসিপি দেখে আমার খেতে ইচ্ছে করছে । আসলেই রেসিপি টা দেখতে অনেক চমৎকার লাগছে ।আপনি উপস্থাপনটা অনেক সুন্দর ভাবে করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সেমাই রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে 😋
কি চমৎকার রান্না করেছেন।
আর রান্নার কতো ধাপ 😍
বাহ্ দারুন রেসিপি।

ওয়াও ভাই খুবই সুন্দর ও সাবলীল ভাবে সেমাই রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, কিসমিস ও বাদাম দেওয়ার কারনে সেমাইটি খেতে দারুন ও মজাদার হবে বলে আমি মনে করি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনার রান্না করার সময় দেখতে অনেক লোভনীয় হয়েছে। সেমাই খুব ঝটপট রান্না করে নেয়া যায় তাই যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই নাস্তাটি একদম পারফেক্ট।
যদিও আমি মিষ্টি পছন্দ করি না তবুও মাঝে মাঝে সেমাই খেতে ভালই লাগে।
রেসিপিতে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

আপনার সেমাই এর পরিবেশন টা আমার কাছে বেশি ভালো লেগেছে ভাই। দারুণ একটি সেমাই রেসিপি উপহার দিয়েছেন আমাদের। সেমাই আমরা কম বেশি সবাই ভালো বাসি। বিশেষ করে আমার কাছে সেমাই অনেক ভালো লাগে। এভাবেই এগিয়ে যান ভাই। শুভকামনা রইলো আপনার জন্য।

আপনি সেমাই রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

দুধের তৈরি রেসিপি আমার এমনিতেই অনেক মজা লাগে আর আপনার তৈরি সেমাই রেসিপি অনেক লোভনীয় ছিল যা দেখে খাওয়ার প্রতি ইচ্ছা জেগেছে। ‌ এমন লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।