🦋ডাই ক্লে দিয়ে প্রজাপতি তৈরি।🦋

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম/আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি।

IMG_20241014_152944.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে কিন্তু আমি একটি ডাই পোস্ট নিয়ে এলাম।ক্লে দিয়ে প্রজাপতি তৈরি। আসলে ক্লে দিয়ে তেমন ভালো একটা কিছু তৈরি করতে পারি না। তবে আপনাদের সবার থেকে দেখে উৎসাহ পেয়ে। আমিও আজকে একটি প্রজাপতি তৈরি করে নিলাম। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে। তবে ইনশাআল্লাহ আরও কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।চলুন তাহলে শুরু করি আজকের পোস্ট।

IMG_20241014_153038.jpg

IMG_20241014_152900.jpg

ক্লে দিয়ে প্রজাপতি তৈরি

IMG_20241014_152727.jpg

উপকরণ
  • ক্লে বিভিন্ন রঙের।
  • ঝাড়ুর শলা।

IMG_20241014_151607.jpg

১ম ধাপ
IMG_20241014_151637.jpgIMG_20241014_151704.jpg

IMG_20241014_151742.jpg

প্রথমে চারটি রঙের ক্লে নিয়ে নিলাম। এবার গোলাপি রঙের ক্লে নিয়ে গোল করে নিয়ে নিবও দুই হাত দিয়ে।

২য় ধাপ
IMG_20241014_151756.jpgIMG_20241014_151813.jpg

IMG_20241014_151832.jpg

এবার বেগুনি রঙের ক্লে নিয়ে গোল করে নিয়ে নিবও। এরপর হাতে চেপে গোল করে নিয়ে লাগিয়ে দিবও।

৩য় ধাপ
IMG_20241014_151858.jpgIMG_20241014_151925.jpg

IMG_20241014_151943.jpg

এখন আবার একই ভাবে গোল করে নিবও। সবুজ রঙের ক্লে দিয়ে। তারপর আগের টার সাথে লাগিয়ে দিবও।

৪র্থ ধাপ
IMG_20241014_152006.jpgIMG_20241014_152020.jpg

IMG_20241014_152035.jpg

এখন লাল রঙের ক্লে দিয়ে আবার প্রজাপতির শরীল টা তৈরি করে নিলাম।

৫ম ধাপ

IMG_20241014_152132.jpg

IMG_20241014_152154.jpg

IMG_20241014_152207.jpg

IMG_20241014_152235.jpg

এখন হলুদ রঙের ক্লে নিয়ে প্রজাপতির পাখা তৈরি করে নিয়ে নিবও।

৬ষ্ঠ ধাপ

IMG_20241014_152304.jpg

IMG_20241014_152322.jpg

IMG_20241014_152346.jpg

IMG_20241014_152412.jpg

ঠিক একই ভাবে সবগুলো পাখা তৈরি করে নিবও।

৭ম ধাপ

IMG_20241014_152429.jpg

IMG_20241014_152446.jpg

IMG_20241014_152508.jpg

IMG_20241014_152533.jpg

এখন কালো রঙের ক্লে দিয়ে চোখ এবং মুখ তৈরি করে নিবও।

৮ ম ধাপ

IMG_20241014_152552.jpg

IMG_20241014_152620.jpg

IMG_20241014_152638.jpg

IMG_20241014_152700.jpg

আবার সাদা ক্লে দিয়ে চোখের সাদা অংশ দিয়ে দিবও। এরপর ঝাড়ুর শলা দিয়ে প্রজাপতির শিং গুলো তৈরি করে নিবও লাল ক্লে সাথে দিয়ে।

পরিশেষে

IMG_20241014_153038.jpg

IMG_20241014_152926.jpg

IMG_20241014_152812.jpg

IMG_20241014_152835.jpg

IMG_20241014_152900.jpg

IMG_20241014_152944.jpg

IMG_20241014_152748.jpg

IMG_20241014_152727.jpg

পরিশেষে কিছু ফটোগ্রাফি করে নিলাম। দেখতে কিন্তু অনেক কিউট লাগছিলও। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে ক্লে দিয়ে তৈরি প্রজাপতি টা।কেমন লেগেছে অবশ্যই জানাবেন।

RNFetchBlobTmp_jqvv9tp3zod5065vag4z3d.jpg

আজকে এ পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ReactNativeBlobUtilTmp_u4jerb3ws8ra8qvt0luvig.jpg

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ReactNativeBlobUtilTmp_xgvpdvq00hthdw8cc6hja.jpg

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png
আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ক্লে দিয়ে আপনি অসাধারণ একটি প্রজাপতি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে সবাই ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে।ক্লে দিয়ে যে কোনো জিনিস তৈরি করে দেখতে খুব চমৎকার লাগে। অনেক ধন্যবাদ আপু ধাপে ধাপে খুব সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই প্রজাপতি তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ডাই ক্লে দিয়ে প্রজাপতি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি প্রজাপতি তৈরি করার পরে অনেক সুন্দর ভাবে গাছের ডালে বসিয়ে রেখে ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

চমৎকার একটি প্রজাপতি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার তৈরি করা এই ক্লে দিয়ে বানানো প্রজাপতি। আসলে বেশ কিছুদিন ধরে দেখছি এই উপাদানের সমন্বয়ে অনেকেই অনেক কিছু তৈরি করে দেখাচ্ছেন। বেশ ভালো লাগে এই জাতীয় পোস্টগুলোতে দেখে।

বাহ। কী সুন্দর রঙিন প্রজাপতি বানিয়েছেন ক্লে দিয়ে৷ ক্লের এই কাজগুলো খুব মনোরম হয়ে থাকে। করার সময় নিজের বয়স যেন অনেকটাই কমে যায়৷ রঙের চয়েস খুব ভালো করেছেন। পাশাপাশি প্রতিটা রঙই একে অপরের উজ্জ্বলতা বাড়িয়েছে৷

ক্লে দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে অসাধারণ লাগে।খুবই নিখুঁত হাতে প্রজাপতি তৈরি করেছেন আপু।প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।যা দেখে সহজেই কেউ তৈরি করতে পারবে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ক্লে দিয়ে আজকে আপনি অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করে দেখিয়েছেন। আপনার এত চমৎকার প্রজাপতি তৈরি করতে দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর হয়েছে আপনার প্রজাপতিটা।

বাহ, অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে প্রজাপতি তৈরি করেছেন আপু। প্রজাপতিটা গাছের মধ্যে রেখে দারুন ভাবে ফটোগ্রাফি ধারণ করেছেন। দেখে মনে হচ্ছে একদম বাস্তবের প্রজাপতি। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

আমি তো ডালের মধ্যে বসে থাকা দেখে মনে করলাম বাস্তব প্রজাপতি হবে। আপনি দেখতেছি ক্লে দিয়ে খুব সুন্দর প্রজাপতি বানিয়েছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। তবে আপনার প্রজাপতির ডানাগুলো বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে প্রজাপতি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ক্লে দিয়ে যে কোনো কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে ক্লে দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। ক্লে দিয়ে প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রজাপতি তৈরির প্রক্রিয়া সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ডাই পোস্ট শেয়ার করার জন্য।

ক্লে দিয়ে প্রজাপতি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। প্রজাপতি দেখতে অনেক সুন্দর হয়েছে এবং কালারফুল হয়েছে। দারুন ভাবে আপনি প্রজাপতি তৈরি করেছেন। অনেক ভালো লাগলো দেখে।

আপু আজকে আপনি ক্লে দিয়ে সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধরনের ডাই প্রজেক্টগুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সবাই কে দেখি ডাই ক্লে দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। আজ তো দেখছি আপনি বেশ সুন্দর করে প্রজাপতি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ডাই প্রজাপতি কিন্তু দারুন হয়েছে। এক কথায় অসাধারণ। ধন্যবাদ আপু।

বাহ চমৎকার খুবই সুন্দর আপু। ক্লে দিয়ে প্রজাপ্রতি টা তো তৈরি করেছেন অসাধারণ। তবে সবচাইতে ভালো ছিল আপনার অসাধারণ ফটোগ্রাফির স্টাইলটা। ক্লে দিয়ে প্রজাপ্রতি টা খুব সুন্দর করেছেন আপু। আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।

আপনি বেশ চমৎকারভাবে ডাই ক্লে দিয়ে সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। তৈরি পদ্ধতি গুলো খুবই সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আর বেশি সুন্দর লেগেছে গাছের সাথে প্রজাপতিটা রেখে ছবি তোলার জন্য। এত চমৎকার একটি প্রজাপতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।