❤️আমার বাংলা ব্লগ❤️তিনটি ফুলের মুগ্ধকর কয়েকটি ফটোগ্রাফি।

in hive-129948 •  6 months ago 
আসসালামু আলাইকুম/ আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

Picsart_24-05-03_22-33-17-802.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে আমি কোনো রেসিপি পোস্ট করবো না। আজকে একটি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। তিনটি ফুলের কয়েকটি মুগ্ধকর ফটোগ্রাফি।আসলে এই কয়েকদিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম।আম্মু কে নিয়ে আবার ঢাকা থাকতে হয়েছে অনেক দিন। আম্মুর কিডনির সমস্যা টা আবার বেড়ে গিয়েছিল তার জন্য।এর মধ্যে আবার চাচা ধান কাটতে গিয়ে হিট স্টোক করেন। নাকে মুখে দিয়ে প্রচুর পরিমানে রক্ত যায়।সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়।
কিছুদিন হসপিটালে ভর্তী থাকার পর আজকে পাঁচদিন হলো চাচা মারা গিয়েছে।দোয়া করবেন সবাই আমার চাচার জন্য আল্লাহ তায়ালা ওনাকে যেনও জান্নাতুল ফেরদৌসে দান করেন।যাইহোক আম্মু এখন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর এই ঝামেলার মাঝে থেকে কোনো রকম একটিভ ছিলাম না আমি। তাই আজকে হঠাৎ করে কি পোস্ট করবো ভাবতে ভাবতে কিছু ফটোগ্রাফি করে নিলাম। তাই এখন আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ফটোগ্রাফি পোস্ট।

প্রথম ফুলের ফটোগ্রাফি

IMG_20240502_203343.jpg

IMG_20240502_203327.jpg

IMG_20240502_203227.jpg

IMG_20240502_203313.jpg

IMG_20240502_203118.jpg

বিকাল বেলায় আমাদের পুকুর পাড়ে হাঁটতে যায়।যাওয়ার সাথে সাথে কি সুন্দর একটা সুগন্ধ পাচ্ছি। পরে খুঁজতে খুঁজতে দেখলা সাদা শিলকড়ই গাছের ফুল। মাশাআল্লাহ এতো সুন্দর সুগন্ধ।পরে ছোট ভাই কে ডেকে নিয়ে কয়টি পাড়ি। আর সাথে সাথে কয়েকটি ফটোগ্রাফি করে ফেলি। সাদা শিলকড়ই গাছের ফুল টা দেখতে যেমন সুন্দর তার চেয়েও অসম্ভব সুন্দর তার সুগন্ধ টা।আমি আমার পড়ার টেবিলে ফুল গুলো রেখেছিলা এখনো এর সুগন্ধ ছড়িয়ে আছে আমার রুমে।

দ্বিতীয় ফুলের ফটোগ্রাফি

IMG_20240503_222523.jpg

IMG_20240503_222541.jpg

IMG_20240503_222647.jpg

IMG_20240503_222618.jpg

IMG_20240503_222741.jpg

এই ফুল চিনেন না এমন কেউ নেই। ইনি হলো আমার খুব পছন্দের বেলি ফুল।এই ফুলের সুগন্ধ মাশাআল্লাহ এতো সুন্দর। এই ফুলের সুগন্ধ টা নিলে মনে হয় একদম খেয়ে ফেলি।এই ফুল গুলো আমার লাগানো গাছে ফুটেছিলও।আর এই বেলি ফুল গাছের বয়স হয়েছে ১০ বছর। আমরা যখন চট্টগ্রাম থেকে গ্রামে আসি তখন আসার এক বছর পর লাগিয়ে ছিলাম। এই বেলি ফুল গাছ টা।এই ফুলের মালা আমার অসম্ভব সুন্দর লাগে। বেশি ফুল ফুটলে একটি মালা তৈরি করবো।কার কার পছন্দ?? অবশ্যই বলবেন কিন্তু কমেন্টে।

তৃতীয় ফুলের ফটোগ্রাফি

IMG_20240503_222948.jpg

IMG_20240503_222856.jpg

IMG_20240503_222830.jpg

আর এই ফুল গুলো ও আমাদের পুকুর পাড়ের পাটপাতা গাছের ফুল। এর কোনো সুগন্ধ নেই দেখতে অসম্ভব সুন্দর। তবে এর মধ্যে একটি ফলও হয় আমার খুব পছন্দের ছিলও ছোট বেলায়।তবে এখন কেমন কেমন জানি লাগে তাই আর খাওয়া হয় না।এই পাটিপাতা গাছের পাতা দিয়ে আমরা বাঁশি তৈরি করতাম।

আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছেও ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু।

পোস্টবিবরণ
ফটোগ্রাফিফুলের।
ক্যামেরাস্মার্টফোন।
ফটোগ্রাফারআমি@santa14
ডিভাইসoppo A54।
লোকেশনসোর্স

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

আজকে এ পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSdGLWkDaDJPgEpW2HBpRzWVBWYeZPStyQvwCfppe5ZctbWrSRFM4hXHSKb5NHJqVuDbm8YCr3PsMXaSSESJ9TUgbR7gRbpasC68zcNduTZ8RNgWdg8SxW8xqTnY718yvjiRYdrBabs72my5i7jju4HF9x4X8KA57QDHWcjuo5g.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png

আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSdGLWkDaDJPgEpW2HBpRzWVBWYeZPStyQvwCfppe5ZctbWrSRFM4hXHSKb5NHJqVuDbm8YCr3PsMXaSSESJ9TUgbR7gRbpasC68zcNduTZ8RNgWdg8SxW8xqTnY718yvjiRYdrBabs72my5i7jju4HF9x4X8KA57QDHWcjuo5g.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সাদা শিলকড়ই গাছের ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেলি ফুল গুলো আমার কাছে ও ভীষণ ভালো লাগে। সাদা ফুল এমনিতেই বেশি পছন্দ করি। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

নাম না জানা খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির গুলো দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা ভালো ছিল, তবে বেলি ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। অনেকদিন পর এই ফুল আমি দেখতে পেলাম।

আপনার চাচার হিট স্ট্রোকে মৃত্যুর খবর শুনে ব্যথিত হলাম। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন ইনশাআল্লাহ।

আপনার মায়ের কিডনীর সমস্যাও একটা চিন্তার বিষয়। কি অবস্থা সর্বশেষ?

খুবই সুন্দর ফটোগ্রাফী করেছেন ফুলগুলোর। অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্যে।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা
রক্তের সুগার (Blood sugar) পরিমাপ করা হয় সাধারণত ২টা ইউনিট এ; মি.লি.মোল (mmol/l) এবং মি.লি.গ্রাম (mg/dl)। আমরা অনেকেই কনফিউজড থাকি এটা নিয়ে। খুব সহজেই একটা থেকে অন্যটাতে কনভার্ট করা যায়। মি.লি.মোল × ১৮= মি.লি.গ্রাম এবং মি.লি.গ্রাম ÷ ১৮= মি.লি.মোল।


উদাহরণ দেখিঃ ১। রক্তের সুগার ৫ মি.লি.মোল= ৫ × ১৮= ৯০ মি.লি.গ্রাম। ২। রক্তের সুগার ১৮৫ মি.লি.গ্রাম= ১৮৫ ÷ ১৮=১০.২৭ মি.লি.মোল।

অসাধারণ তিনটা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে আজ শেয়ার করেছেন আপনি।আমার কাছে প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার লেগেছে।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

বেলি ফুলের সুগন্ধ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপু আর যদি বেলি ফুলের মালা হয় সেটা তো গলায় দিয়ে ঘুরে বেড়াতে ইচ্ছা করবে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। অনেক সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি ফটোগ্রাফীর মাধ্যমে ফুলের সৌন্দর্য আমাদের মাঝে প্রকাশ করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর করে আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন।

আপু আপনি যে তিনটি ফুলের ফটোগ্রাফি করেছেন তিনটি ফুল আমার অনেক প্রিয়। বেলি ফুল ভালোবাসা না এমন কোন মানুষ নেই।বেলি ফুল দেখতে যেমন অসাধারণ তেমনি তার সুবাস। ফটোগ্রাফির মাধ্যমে তিনটি ফুলের সৌন্দর্য খুব দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার এই অসাধারণ ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লেগেছে আমার। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

প্রথমে আপনার আম্মুর জন্য দোয়া করি যেন আপনার আম্মু সুস্থ থাকে। আসলে যে গরম পড়তেছে এই গরমের জন্য অনেক মানুষ কিন্তু হিট স্টক করে মারা যাচ্ছে। আর আপনার চাচার হিট স্টকে মৃত্যু হয়েছে শুনেই তো অনেক খারাপ লেগেছে আপু। আপনার চাচার জন্য ও দোয়া করি। যেন আল্লাহতালা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন। অনেক সুন্দর করে তিনটা ভিন্ন রকম ফুলের আপনি ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, যেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফুল এক কথায় দারুন ছিল।

আপনার মায়ের সুস্থতা কামনা করছি আপু। আপনার চাচার মৃত্যুর খবরটা শুনে বেশ খারাপ লাগলো। এই প্রচন্ড গরমের মধ্যে অনেকে মারা যাচ্ছে হিট স্ট্রোক করে। অনেকদিন পর আমাদের মাঝে পোস্ট করেছেন দেখে ভালো লাগলো। দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। প্রথম ফটোগ্রাফির ফুল গুলো আগে তেমন একটা দেখা হয়নি। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

দিন দিন গরমের পরিমাণ বৃদ্ধি হচ্ছে। আর মানুষের মৃত্যুর সংখ্যাও আরো বেশি বেড়ে যাচ্ছে। আপনার খুবই কাছের একজন মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে গরমের জন্য হিট স্ট্রোক করে, কথাটা তো ভাবতেই খারাপ লাগতেছে। তবে আপনার আম্মুর কথা শুনেও খারাপ লাগলো। আপনার আম্মুকে সব সময় রেস্টে রাখবেন, আর ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াবেন। আশা করছি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন কয়েকদিন পর ।আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে ভালো লেগেছে। বেলি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো।

গরমের কারণে এমনিতে মানুষের জীবন অতিষ্ঠ। তবে আপনার মায়ের জন্য দোয়া রইল যেন সে সুস্থ থাকে। আর আপনার চাচা যেন ওপারে ভালো থাকে। আজকে আপনি খুব সুন্দর তিনটি চমৎকার ফুলের কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার তিনটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ। এই ফুলগুলো খুব পরিচিত গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপু আপনার চাচা হিট স্ট্রোকে মারা গিয়েছেন জেনে খারাপ লাগলো। আপনার চাচার জন্য দোয়া রইল। তবে আপনার মা এখন মোটামুটি সুস্থ রয়েছেন জেনে খুশি হলাম। এত ঝামেলার মাঝেও আপনি খুব সুন্দর তিনটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তিনটি ফুলই দেখতে খুব সুন্দর। প্রথম ফটোগ্রাফির ফুলের নাম জানা ছিল। এই ফুলের নাম সাদা শিলকড়ই জেনে খুব খুশি হলাম। এই ফুলের আরো একটি কালার রয়েছে। বেলী ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার চাচার মৃত্যুর কথা শুনে খুবই খারাপ লাগলো। আবার এইদিকে আপনার মায়ের কিডনির অসুস্থতা বেড়ে গিয়েছে। সত্যি এটা অনেক দুঃখ যনক।আপনার চাচার ও মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো। যাইহোক আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

ফুল আমার ভীষণ ভালো লাগে। আপনি দারুন কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। আপনার ফটোগ্রাফি করা ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।