আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে আমি কিন্তু কোনো রেসিপি পোস্ট করবো না। আজকে আমি ক্লে দিয়ে রংধনু তৈরি করবো।এই আকাশে যখন রংধনু আসে দেখতে অনেক ভালো লাগে। রংধনু টা আবার সব সময় দেখা যায়। আমি যতবার দেখেছি বৃষ্টির পরে কি সুন্দর ভাবে উঁকি দিয়ে থাকে। তাই আজও বৃষ্টি ছিলও আমাদের এখানে ভাবলাম রংধনু তো আকাশে দেখতে পাই না। তাই আমি একটু চেষ্টা করি রংধনু তৈরি করার জন্য। আর ক্লে গুলো আমার বোনের মেয়ে পাঠিয়েছে আমার জন্য। ভাবলাম কেননা তৈরি করে ফেলি একটি রংধনু। জানি না আমি কতটুকু করতে পেরেছি। তবে চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার জন্য। আমি এই ক্লে গুলো নিয়ে হাতে মাখাতেই পারছিলাম না । আমার হাত শুধু ঘেমে যাচ্ছিল আর হাত থেকে ক্লে পিছলে যাচ্ছিল।যাইহোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের পোস্ট।
- সাত রঙের ক্লে।
- মোটা কাগজ।
- ক্লের সাথের ছুড়ি।
প্রথমে বেগুনি রঙের ক্লে নিয়ে নিবও। এরপর ক্লে গুলো ভালো করে মেখে নিবও।দুই হাত দিয়ে ক্লে মাখিয়ে একটি লম্বা করে একটি আকার দিয়ে দিবও।
এখন নীল রঙের ক্লে নিয়ে নিবও। এরপর ঠিক একই ভাবে করে মোটা কাগজের উপরে রেখে দিবও। এক সাথে মিশিয়ে।
এখন আবার সবুজ ক্লে নিয়ে নিবও। একসাথে সমান সমান করে লাগিয়ে রাখবো।
এখন হলুদ ক্লে নিয়ে নিবও। এরপর ঠিক একই ভাবে করে লাগিয়ে রাখবো।
এখন কমলা ও ইট কালার রঙের ক্লে নিয়ে রংধনু গুলো তৈরি করে নিবও।
এমন ভাবে সব গুলো রঙের রংধনু তৈরি করে নিলাম।
এবার সাত রং তৈরি হলে এখন আমি সাদা মেঘ গুলো তৈরি করে নিবও। প্রথমে সাদা ক্লে নিয়ে নিবও এরপর গোল করে তারপর সাত রঙের নিচে এক এক করে সব গুলো লাগিয়ে দিবও। এরপর মেঘের মতো তৈরি করে নিবও।
এই যে ক্লে দিয়ে রংধনু টা তৈরি করে নিলাম। কিছু ফটোগ্রাফি করার পর চাচাতো বোন নিয়ে চলে যায়। তার জন্য আরও কিছু ফটোগ্রাফি করতে পারিনি।
ক্লে দিয়ে তৈরি করে নিলাম সাত রঙের রংধনু। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব চমৎকার রংধনু তৈরি করেছেন আপনি ক্লে দিয়ে। আপনার এই চমৎকার রংধনুর দেখে মুগ্ধ হলাম। আসলে আমরা চেষ্টা করলে আমাদের দক্ষতার পরিচয় তুলে ধরতে পারি এভাবেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার তৈরি করা রংধনু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এত সুন্দর করে রংধনু তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে আপু। দারুন হয়েছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে ব্যবহার করে চমৎকার রংধনু তৈরি করেছেন আপু। আমিও ক্লে ব্যবহার করে একটি রংধনু তৈরি করেছি, কিন্তু এখনো শেয়ার করিনি।আপনার তৈরি করার রংধনটি দেখতে খুবই সুন্দর হয়েছে। ক্লে দিয়ে এত সুন্দর একটি রংধনু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে অসাধারণ একটি রংধনু তৈরি করেছেন আপু।এত চমৎকারভাবে রংধনু টি তৈরি করেছেন যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। রংধনু তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে তৈরি রংধনু তৈরি অনেক সুন্দর হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। আপনার এই পোস্টটি সত্যিই আমার ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বোনের মেয়ে ক্লে গুলো পাঠিয়েছে জেনে ভালো লাগলো।বৃষ্টির পর সত্যি রংধনু আকাশে ভীষণ ভালো লাগে দেখতে।আপনি চমৎকার সুন্দর করে রংধনু বানিয়েছেন আপু ক্লে দিয়ে। ধাপে ধাপে ক্লো তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ চমৎকার। ক্লে দিয়ে রংধনু বেশ সুন্দর লাগছে তো। রংধনু টা চমৎকার তৈরি করেছেন। যাকে বলে ক্লে এর সর্বোচ্চ ব্যবহার। পোস্টের প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই রংধনু৷ যেভাবে আপনি এই রংধনু তৈরি করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ ক্লে দিয়ে এরকম সুন্দর একটি রংধনু তৈরি করার জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই৷ বাস্তবে রংধনু দেখতে যেরকম সুন্দর হয়ে থাকে তার থেকেও বেশি সুন্দর দেখা যাচ্ছে আপনার তৈরি করা এই রংধনু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit