স্বরচিত কবিতা ||| কি ছিলে আমার।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20220325_152221.jpg

আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি।আমি বাসায় সব কাজ গুছিয়ে যখন অবসর টাইমটা পাই তখন এবং নিরিবিলি মুহূর্তে আমি কবিতাগুলো লিখি। কবিতা লিখতে অনেক ভালো লাগে আমার। তাইতো আপনাদের মাঝে আমার লেখা কিছু কবিতা উপস্থাপন করি। জানিনা কবিতাগুলো আপনাদের মনের মনি কোঠায় কতটুকু ঠাই পেয়েছে। তবে সামান্য ভালো লাগলেও লেখিকার সেটাই সার্থক। আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা "কি ছিলে আমার" নিয়ে হাজির হয়েছি।ভালোবাসার গভীরতার কথা বলে শেষ করা যাবে না। ভালোবাসার রং একেক জনের কাছে একেক রকম। কেউ ভালোবাসাটাকে অনেক গভীরে নিয়ে যায় হৃদয় দিয়ে হৃদয় অনুভব করে ভালোবাসে। আবার অনেকেই আছে যে ভালোবাসাকে শুধু আনন্দের মাঝে বিলিয়ে পার করতে চায় কিন্তু কষ্ট উপভোগ করতে চায় না। সুখ-দুঃখর মাঝেই এই পৃথিবীতে আমাদের বসবাস করতে হয়। কাউকে গভীরভাবে ভালবাসলে মন থেকেই ভালোবাসতে হয় এবং সেই ভালোবাসা থাক না যত কষ্ট ও দুঃখ। মনের মানুষ যদি মনের মত হয় তার অবর্তমানে স্মৃতি কথা কয় এবং সেই স্মৃতিগুলো হাসায় ও কাৃদায়। আর এটিই প্রকৃত ভালোবাসা এবং এই ভালোবাসাতেই বোঝা যায় সে কি ছিল আমার। আর কথা না বাড়িয়ে আমি আমার যে স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি চলুন সেই কবিতাটি দেখে নেওয়া যাক।

কি ছিলে আমার।

সায়মা আক্তার।

যখন একজন আরেক জনের খুব নিকটে থাকে
যখন ভালোবাসার পরিমাণটা বেড়ে যায়
সেই প্রিয় মানুষটির জন্য
যে প্রিয় মানুষের জন্য রাতের পর রাত জাগা
যার জন্য পথ চেয়ে থাকা।

যে প্রিয় মানুষটির জন্য
অনেক কষ্টের কিছু সময় বের করা
ভালোবাসার মানুষটির সাথে
মন খুলে কিছু কথা বলবে বলে
যার জন্য মনের আকাশে
অনেক রঙিন স্বপ্ন বোনা ।

যে প্রিয় মানুষটির জন্য
হাসি কান্না উৎফুল্ল থাকা
যার একটি কথাই বুঝতে পারা
সে কেমন আছে?

মনের ভিতরে ছোট্ট বাসায়
যার জন্য জায়গা করে রাখা
যার জন্য পাগলের মত
সকল আবেগ-অনুভূতি ও ভাবনা।

সেই প্রিয় মানুষটি যখন,
চোখের আড়ালে চলে যায়
মনের আড়ালে চলে যায়
রঙিন স্বপ্নগুলো আকাশে কালো মেঘ হয়ে ভাসে
সে তো ছিল একদিন আমারি পাশে।

তার অবর্তমানে পোড়া মনে
একটু হলেও অনুভব হয়
সে কি ছিল আমার।

আসলে মানুষ থাকতে
কেউ কারো মূল্য বুঝে না
যখন তার অবর্তমানে
তার সেই প্রিয় মুহূর্ত গুলোর
কথাগুলো মনে পড়ে
তখনই বুঝা যায়
সে কি ছিল আমার।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "কি ছিলে আমার"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি ভালোবাসার রং একেক জনের কাছে একেক রকম। কেউ বা ভালোবাসে মন থেকে আবার কেউ ভালোবাসে টাইম পাস করার জন্য। যাই হোক আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার নামের সাথে মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

ঠিক বলছেন আপু সব কাজ গুছিয়ে যখন নিরিবিলি পরিবেশে বসা যায় তখন মনের মধ্যে অনেক কিছু স্মৃতি আসে। নিরিবিলি পরিবেশে কবিতা লিখতে অনেক ভালো লাগে। আসলে ভালোবাসার গভীরতা কখনো মাপা সম্ভব না তা শুধু অনুভব করা যায়। অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু কি ছেলে আমার কবিতা নাম দিয়েছেন পড়তে অসাধারণ হয়েছে।

আমার কবিতাটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

বাহ,কবিতার নামটি বেশ সুন্দর।আপনি খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছেন।আসলে সত্যিকারের ভালোবাসাতে দুঃখ-আনন্দ,স্মৃতি সবকিছুই থাকবে।কিন্তু সময় থাকতে তার গুরুত্ব বোঝাটা প্রধান বিষয়,ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করে উৎসদ্বাতা ধন্যবাদ দিদি।

আপু আমিও অবসর সময় কবিতা লিখি। কি ছিলে আমার। বেশ সুন্দর একটি কবিতা আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালোবাসার রঙে রাঙানো কবিতাটি সত্যি অনেক মুগ্ধকর। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন যেন ভালোবাসা রঙে রাঙানো হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।