হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?প্রত্যাশা করি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন অতিবাহিত করছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি তবে খুব টেনশন ও বিপদের মধ্যে দিনগুলো পার করছি। তারপরও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া সৃষ্টিকর্তা ভালো রেখেছেন। কারণ আমি মনে করি প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু টেনশন থাকে। কষ্ট না থাকলে মানুষ পরিপূর্ণ সুখের মুখ দেখতে পারে না। এক বুক আশা ও হতাশার ভেতরেই মানুষ তার সুখকে খুঁজে পায়। সেই আশা ভরসা নিয়েই অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছি।
বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। চেষ্টা করছি ব্যস্ততা ও বিপদ আপদের মাঝেও আমার বাংলা ব্লগ কে ভালোবেসে আমাদের পরিবারের পাশে থেকে আমার কষ্টের কিছু মুহূর্ত ভাই-বোনদের মাঝে শেয়ার করছি। মানুষ মানুষের জন্য এটাই স্বাভাবিক। যদিও বর্তমান প্রেক্ষাপটে খেয়াল করলে দেখা যায় এখনকার মানুষের মধ্যে আগের মত সেরকম মায়া মমতা ভালবাসা নেই। তারপরও এই দুনিয়ায় কিছু মানুষ ভালো আছে জন্যই দুনিয়াটা টিকে আছে।
আমরা সব সময় চাই নিজেকে সুখী রাখতে এবং সুখের মাঝেই থাকতে। কিন্তু সুখের মাঝে থেকেও কার কখন বিপদ আসে আমরা কেউ বলতে পারি না। সৃষ্টিকর্তা যখন যাকে যেটা দেয় সব জানি মঙ্গলের জন্য। কিছুদিন আগে ছেলে অ্যাক্সিডেন্ট হলো এরপর বাসা চেঞ্জ করার প্যারা এবং ব্যবসার অনেক টেনশন সব মিলিয়ে বিপদ যেন পিছু ছাড়ছেই না।
সবথেকে বড় কষ্ট একজন মানুষ যেখানে বসবাস করবে সেই বাসস্থান যদি নিজের মনের মত এবং আশেপাশের পরিবেশ যদি ভালো না থাকে তাহলে সেখানে বসবাস করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই বাসার মালিক যদি ব্যতিক্রম হয় তাহলে তো আর কথাই নেই। যার সঙ্গে সারাটা দিন ২৪ ঘন্টা যেখানে অবস্থান করবো সেই মানুষগুলো যদি অন্যরকম হয় তাহলে আর যাই হোক সেখানে থাকা ঠিক না। তাইতো হঠাৎ বাসা চেঞ্জ ছেলের অসুস্থতা সব মিলিয়ে অনেক প্যারা আমার ওপর যাচ্ছে।
আসলে বাসা চেঞ্জ করতে যে এতটা প্যারা প্রথম অবস্থায় অতটা বুঝিনি কিন্তু এখন ঘরের টুকটাক জিনিস বেড়েছে চেঞ্জ করতে অনেক কষ্ট। তবে আলহামদুলিল্লাহ একটি ভালবাসা পেয়েছি।এবং বাড়িয়ালাও বেশ ভালো। তাইতো সকাল থেকে মালামাল গোছানোর পর যখন ক্লান্ত লাগছিল তখন ফোনটি হাতে নিয়ে এই পোস্টটি করা। এখনো অনেক কিছু গোছানো বাকি। চেষ্টা করছি এবং শরীর অসুস্থ ফিল ও লাগছে। জানিনা কাজগুলো কিভাবে কমপ্লিট করতে পারব তারপরও করতে হবে। তাইতো কিছু ওষুধ অগ্রিম খেয়ে নিলাম যেন শরীর অনেক অসুস্থ না হয়।
কারণ এই কাজগুলো আমাকে কমপ্লিট করে আবার ওই বাসায় উঠতে হবে। জানিনা জীবনে কেন এত যুদ্ধ।যুদ্ধ করেই আসছি এর শেষ কোথায়। আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে এসে কিছু শেয়ার করতে পারলে নিজেকে অনেকটা হালকা লাগে । এ কমিউনিটির পুরো পরিবার মনে হয় নিজের ভাই বোন সবাই। আমার জন্য দোয়া করবেন।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মানুষের জীবনে বিপদ আপদ কখন আসে এটা কিন্তু বলা মুশকিল।তবে সৃষ্টিকর্তা যা করে বান্দাদের জন্য এটাই হচ্ছে মঙ্গলের জন্য।যাইহোক আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি অনেক বিপদে আছেন, এবং অনেক প্যারা যাচ্ছে আপনার মাথা দিয়ে।আমি মনে করি মানুষ মানেই জীবন যুদ্ধ, যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু প্রত্যেক মানুষের জীবনে ভালো এবং মন্দ সময় আছে। আর খারাপ সময়কে মনোবল শক্ত রেখে মোকাবেলা করতে হয়। তবে আপনার ছেলে এক্সিডেন্ট হয়েছে সেটি শুনেছি। এবং আপু বাসা চেঞ্জ করতে অনেক প্যারা সেটা আমরা সকলে কম বেশি জানি। এবং এটা শুনে ভালো লাগলো আপনি ভালো একটি বাসা পেয়েছেন থাকার জন্য। আর আপনার দিনগুলো যেন সুন্দর কাটে এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো-মন্দ মিলিয়েই মানুষের জীবন।আর একটার পর একটা ঝামেলা বিপদ আল্লাহ তাকেই দেন যে মানুষটিকে আল্লাহ বেশী ভালোবাসেন।এটা মনে হলে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে হয় বার বার।আপনার বিপদ মুক্ত আল্লাহ রাব্বুল আলামীন ই করে দিবেন,ইনশা আল্লাহ।সারাদিন পর সুন্দর একটি বাসা একজন মানুষের আশা।এবারের বাসাটি মনের মতো হয়েছে জেনে ভালো লাগলো আপু।সব মুশকিল দূর হোক,সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন এমনটা ই দোয়া করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবনে অনেক কিছুই আসবে এবং সবকিছুকে আমাদেরকে মেনে নিতে হবে। কারণ মানুষের জীবনে যদি ভালো খারাপ মিলিয়ে কোন কিছু না থাকতো তাহলে মানুষের জীবনে আসল স্বাদ কখনো বুঝতে পারত না৷ আশা করি আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন৷ অতি তাড়াতাড়ি আপনি ভালো একটা সময় পেয়ে যাবেন৷ আর আমাদের যা কিছুই থাকবে না কেন শেষ পর্যন্ত আমরা সুন্দর একটি বাসায় থাকতে চাই৷ এখনকার এই বাসা খুবই সুন্দর শুনে খুব ভালো লাগছে৷ ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit