কে তুমি?

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভাল আছেন। এই মুহূর্তে যারা আমার এই কবিতাটি পড়েছেন তাদের মনে অনেক প্রশ্ন আমি বলব আপনাদের উদ্দেশ্যে প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে দিবেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো।

IMG_20211011_000939.jpg

IMG_20211011_000939.jpg

IMG_20211011_000938.jpg

IMG_20211011_000934.jpg

IMG_20211011_000932.jpg

কে তুমি?
জানালাটা খুলে যাচ্ছে
পর্দা গুলো হাওয়ায় দুলছে ,
হঠাৎ দেখি একটি ছায়া,
ছায়ার অবিচলে একি মায়া !
অনন্ত কাল পেরিয়ে
যখন তোমার প্রতিচ্ছবি ভেসে উঠলো ।

আমার স্বপ্নময় আকাশে ,
ঠিক তখনই বুঝতে পারলাম।
কে তুমি ?

কোথায় যেন দেখেছি?
তোমার আছে কি মনে
অভিমান করে যখন ছিলে,
চলে যেতে অনেক দূরে
তোমারি বিহনে।

একা ঘরে একলা থেকে
এক সাগর কষ্ট নিয়ে ,
বুকে পুষে বসে আছি ।
ভুল করেছি ?

কি এমন ছিল কথা
চলে গিয়ে দিলে ব্যথা ।
সব হারিয়ে আমি একা
এক মনে আমি বসে
অনন্তনীল দেখছি অভিলাষে!
রাত ফুরিয়ে ভোর হলো
কেন যেন মনে হলো ।

ভাঙ্গনের ভাঙ্গনে চায় না জড়াতে
জীবনের সব হাড়িয়ে
বুকে পাথর বেঁধে
স্বপ্নগুলোকে নিয়ে আছি
আছি তো বেশ ।

তবুও তোমার হল না সময়,
এই আমাকে চেনার,
আমিতো চিনেছি,
তোমার ছায়ার মাঝেই
খুজে পেয়েছি,
উপলব্ধি করেছি
কে তুমি?

IMG_20211010_204807.jpg

IMG_20211010_204756.jpg

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি কবিতা লিখতে এবং বলতে ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগকে। কারণ এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন যে, যেখানে আমি আমার কবিতাগুলোকে উপস্থাপন করতে পারছি ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার কবিতাটি দারুন হয়েছে। অনেক সুন্দর করে মিলিয়ে লাইন মিলন লিখেছেন। কবিতার প্রতি আপনার প্রতিভা অনেক ভালো। কবিতাটি আমার কাছে অসম্ভব ভাল লেগেছে যা আমি বারবার পরেছি একবার দুবার নয় কয়েকবারই পড়েছি। শুভকামনা রইল

ধন্যবাদ ভাই।

ভাঙ্গনের ভাঙ্গনে চায় না জড়াতে
জীবনের সব হাড়িয়ে
বুকে পাথর বেঁধে
স্বপ্নগুলোকে নিয়ে আছি
আছি তো বেশ ।

আসলে আমরা সহজেই ভেঙে যায় কিন্তু অনেকগুলো স্বপ্ন বুকে পাথর নিয়ে আমরা বেঁচে আছি বেশ। অনেক ভলোলাগলো অনেক বাস্তবধর্মী কবিতা। আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো আপু। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই।

কি এমন ছিল কথা
চলে গিয়ে দিলে ব্যথা ।
সব হারিয়ে আমি একা

এক মনে আমি বসে
অনন্তনীল দেখছি অভিলাষে!
রাত ফুরিয়ে ভোর হলো
কেন যেন মনে হলো ।

অসাধারণ লিখেছেন আপু। বিশেষ করে এই কয়টা লাইন খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপু।

আপনি একই ধরণের ছবি অনেক গুলো দিয়েছেন। এক ধরণের ছবি একটি দিলেই হবে। আপনার কবিতাটি ভাল ছিল।

ধন্যবাদ ভাই।

কবিতার প্রতি আপনার প্রতিভা অনেক ভালো। কবিতাটি আমার কাছে অসম্ভব ভাল লেগেছে ।অনেক ভলোলাগলো অনেক বাস্তবধর্মী কবিতা। আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো আপু। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই।

দিদি কবিতাটা অসাধারন ছিলে ।কবিতাটির মধ্যে খূব সুন্দর ছন্দর মিল আছে। পড়ে আমাঅনৈক ভালো লাগলো দিদি।আপনার জন্য শুভ কামনা রইল।

অনেক ধন্যবাদ ভাই।