স্বরচিত কবিতা ||| নিয়তির খেলা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের জানাই ছালাম আসসালামু আলাইকুম।বর্তমান সময়টাই নয় গরম নয় শীত মানে নাতিশীতোষ্ণ।তাই আশা করি এই সময়টা সকলে অনেক ভালোভাবে উপভোগ করছেন বা সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করছেন।এমন সময় দূরে কোথাও ঘুরতে যাওয়াটা সবচাইতে ভালো লাগে। তাই এই সময়ে যারা দূরদূরান্তে কোথাও ঘুরতে বা ভ্রমণ করতে যাচ্ছেন তারা আসলে অনেক ভালো সময় অতিবাহিত করবেন। আর সবচেয়ে বড় কথা এই পৃথিবীতে আপনার আমার জীবনে যা কিছু ঘটে বা যা কিছু হয় সবকিছুই সে মহান সৃষ্টিকর্তার রকম ইশারায় হয় এটা যেমন আমি মানি আশা করি আপনারও এটা মানেন।আমি মনে প্রাণে একটি কথা বিশ্বাস করি সেটি হলো আমার জীবনে যা কিছু ঘটে বা যা কিছু ঘটবে বা যা কিছু ঘটেছে সবকিছুর মূলে মহান সৃষ্টিকর্তার ইশারায় যথেষ্ট।মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য যা কিছু করে সবকিছুই মঙ্গলময়, সৃষ্টিকর্তা আমাদের ক্ষতি হয় এমন কোন কাজ কখনো করেন না।তাই আমার একটি প্রার্থনা আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যের সুস্থতা এবং দীর্ঘজীবী করুক এই কামনায় করছি। আজকে আমি আপনাদের মাঝে "নিয়তির খেলা" নিয়ে একটি কবিতা উপস্থাপন করতে যাচ্ছি। জানিনা কবিতাটি আপনাদের কাছে কতটা ভালো লাগবে, তবে আমি আমার সর্বোচ্চ বুদ্ধিমত্তা দিয়ে লেখার চেষ্টা করেছি।আর ভবিষ্যতেও এই কবিতা লেখা অব্যাহত রাখবো।

IMG_20220707_121614.jpg

আমার নিয়তি আমাকে কোথায় নেবে
আমি যদি পারতাম বলতে
তাহলে অনেক আগেই আমি
নিজেকে শুধরে নিতাম।

নিয়তির খেলা বোঝা বড় দায়
কখনো সে হাসায়
আবার কখনো সে কাঁদায়
আমি যাব কোথায়?
ঝড়ে নিজেকে শীতল করতে
নাকি জ্বলন্ত আগুনে পোড়াতে
একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস।

আসলে কোন কিছু স্থায়ীভাবে থাকে না
আর এটির নাম নিয়তির খেলা
একটি পাত্রে জল ঢালতে ঢালতে
যখন পরিপূর্ণ হয়ে যায়
তখন সেই পাত্রের পানি আর
সেই পাত্রে রয় না
মাটিতে পড়ে যায়
ঠিক তেমনি সুখ ও দুখের মধ্যে থাকতে থাকতে
সেটা যখন অতিরিক্ত হয়ে যায়
তখন চলে নিয়তির খেলা।

সকলে বাসা বাঁধে সুখের জন্য
আমি উতালা মনে যদি
শুধু চাই সুখকে
তবে কি পাব
সেই সুখের সন্ধান।

মায়াবী এই ভালোবাসার পরশ
দিনের পর যদি
মেলে অন্ধকারের আলোয়।

তবে জীবনে কেন
হতাশার প্রহর গুণব না
এটাই নিয়তির খেলা
মেনে নিতেই যায় বেলা
কেউ পারে মেনে নিতে
কেউ পারেনা
তাই বলে জীবন
থেমে থাকে না ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি সহযোগিতা মুলক এবং নিরপেক্ষ একটি কমিউনিটি। তাই এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।আর সবাইকে বলবো নিজের প্রতিভা বিকাশের জন্য অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করবেন।

বিষয়ঃ- কবিতা "নিয়তির খেলা "।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করছি.......

সমাপ্ত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতার লাইনগুলো গভীরভাবে উপলব্ধি করলাম। তবে উপরের ছবিটি অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে, আপনি কতটুকু গভীর বিষয় নিয়ে লিখছেন কবিতাটি। মধ্যবিত্ত আর নিন্ম মধ্যবিত্ত মানুষের নিয়তি বলতে আমার মনে হয় কিছু নেই। কারন হলো তারা দুনিয়াতে আসে একমাত্র কষ্ট করার জন্য। এটা আমার নিজের চোখে দেখা আর প্রতিনিয়ত উপলব্ধি করা। তাই এই কবিতার শেষ বলতে কিছু নেই।

ভালো লিখেছেন আপু।

আমার কবিতা আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া ভাই।

শীতের সময় বাইরে ঘোরাঘুরি করতে ভালোই লাগে। দূরে কোথাও ঘুরতে যেতে পারলে মনটা আরো ভালো হয়।আপনার নিয়তির খেলা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি গভীর চিন্তা ভাবনা থেকে কবিতাটি লিখেছেন বোঝাই যাচ্ছে। গত সপ্তাহ আপনার একটি কবিতা পড়েছিলাম। কবিতাটা অনেক ভালো ছিল। অনেক ধন্যবাদ আপু সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

নিয়তির খেলা এই নিয়ে আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি অনেক অর্থবহ তবে আপনি এই সুখ দুঃখকে যেভাবে একটি পাত্রে পানি ঢালা নিয়ে কবিতায় লিখেছেন সম্পূর্ণ বাস্তব একটি কথা লিখেছেন। আসলে এটাই হলো বাস্তবতা আর এই বাস্তবতাকে মেনে নিয়েই নিয়তির খেলাকে মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার অসংখ্য ধন্যবাদ ভাই।

ঠিক বলেছেন আপু, এই সময় ঘুরতে যেতে বেশ ভালোই লাগবে। তবে সিজন চেঞ্জ এর সময় কম বেশী সবাই কিছুটা অসুস্থ হয়। নিয়তির খেলা নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আসলেই তাই, আমাদের জীবনে কোন কিছুই স্থায়ীভাবে থাকে না। এটাই নিয়তির খেলা। নিয়তির খেলাকে আমাদের জীবনের সাথে মানিয়ে নিতে হবে। ধন্যবাদ আপনাকে আপু, বাস্তব একটি বিষয় নিয়ে আমাদের মাঝে একটি কবিতা শেয়ার করার জন্য।

সুন্দর ভাবে মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

আসলে ঠিক বলেছেন বর্তমানে গরম ঠান্ডা সবকিছু মিলিয়ে পরিস্থিতি এক অন্য রকমের সৃষ্টি। আর কবিতার মাধ্যমে বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে সবকিছুই নিয়তির খেলা। আপনার কবিতা লেখার বিষয়বস্তুগুলো ভীষণ ভালো লেগেছে।

জি আপু অনেক সুন্দর মন্তব্য করে উৎসহ দিয়েছেন।

অনেক সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। কবিতাটি পড়ে খুবই আবেগী আপ্লুত হয়ে গেলাম। আপনার কিছু লেখা সত্যি হৃদয় ছুঁয়ে গেলো। আসলে আমাদের সকলকে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হবে না হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

কবিতা লিখতে এবং পড়তে দুটোই ভালো লাগে। আপনার কবিতার মাধ্যমে আমি গভীর ভাবে উপলব্ধি করতে পেরেছি। আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।