ডাই পোস্ট ||| ক্লে দিয়ে একটি কিউট পেঙ্গুইন ||| original diy by @saymaakter.

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম। প্রত্যাশা করি আমার বাংলা ব্লগের ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_12558574-F274-4996-A5BB-FFA08C1A37AA.jpeg


আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।ক্লে দিয়ে বর্তমানে অনেক কিছু তৈরি করা হচ্ছে। বিভিন্ন ডিজাইন করে ওয়ালমেট পশুপাখি ফুল অনেক কিছু তৈরি করা যাচ্ছে। সেই তৈরি করে জিনিস গুলো দেখতে অনেক আকর্ষণীয় দেখায়।আমিও চেষ্টা করেছি আপনাদের মাঝে "ক্লে দিয়ে একটি কিউট পেঙ্গুইন" তৈরি করার।পেঙ্গুইন পাখি যখন হাটে দেখতে অনেকটা মানুষের মত লাগলেও আসলে পেঙ্গুইন একপ্রকার পাখি। তারা ছোট ছোট পা দিয়ে যখন সুন্দর করে হাটে তখন অনেক সুন্দর লাগে দেখতে।

পেঙ্গুইন পাখির একটি ভিডিও দেখছিলাম তখন মাথায় আসলো ক্লে দিয়ে একটি পেঙ্গুইন তৈরি করি।যেই ভাবনা সেই কাজ। তারপর রীতিমতো আমার চেষ্টা শুরু হয়ে গেল।আর আস্তে আস্তে চেষ্টা করার পর একপ্রকার পেঙ্গুইন পাখিটি তৈরি হয়ে গেল।আমি আজ আপনাদের মাঝে "ক্লে দিয়ে কিউট পেঙ্গুইন" পাখির একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।চলুনা আর কথা না বাড়িয়ে পাখিটি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। ক্লে।

Messenger_creation_99E18DCF-C4F7-492A-A8C0-CC84B80561A8.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🐧প্রথম ধাপ🐧

Messenger_creation_7B839A14-0D1E-43FA-ADC1-4A4338807A13.jpeg

প্রথমে কালো ক্লে নিয়েছি।

🐧দ্বিতীয় ধাপ🐧

Messenger_creation_53047D1C-1C23-44AF-A3B1-DAA66E481422.jpeg

এবার সেই কালো ক্লে গোল করে নিয়েছি।

🐧তৃতীয় ধাপ🐧

Messenger_creation_17D11548-BBA6-4D3F-9C8C-8712E10EBF97.jpeg

সাদা রংয়ের ক্লে হাতের সাহায্যে বল বানিয়ে নিয়েছি।

🐧চতুর্থ ধাপ🐧

Messenger_creation_14F8F361-C5E3-4713-8ECD-1FDEA5BFA253.jpeg

এবার সেই বলটি কে একটি ঢাকনার সাহায্যে গোল করে নিয়েছি।

🐧পঞ্চম ধাপ🐧

Messenger_creation_874E5C27-4304-4515-BB7D-A017A875A42B.jpeg

সেই সাদা রংয়ের ক্লে চাকুর সাহায্যে পেঙ্গুইনের বুকের শেপ করে নিয়েছি।

🐧ষষ্ঠ ধাপ🐧

Messenger_creation_63655FCE-163F-4A1D-9504-6FC5279B8FF0.jpeg

কালো ক্লে এর ভেতরে সাদা ক্লে শেভ করাটি সুন্দর করে বসিয়ে দিয়েছি।

🐧সপ্তম ধাপ🐧

Messenger_creation_1695B7DD-768D-42DE-A38E-2E395B8D6108.jpeg

Messenger_creation_8672E89F-7E62-4B14-AE75-19E81647953C.jpeg

এবার দুটো চোখ বানিয়ে নিয়েছি।চোখ দুটো লাগিয়ে নিয়েছি।

🐧অষ্টম ধাপ🐧

Messenger_creation_A3657364-75DF-48A6-8672-72433753E482.jpeg

Messenger_creation_452AE86C-8C98-4BDA-81B0-7C0868ACF513.jpeg

একটি মুখ বানিয়ে নিয়েছি এবং মুখটিও লাগিয়ে নিয়েছি

🐧নবম ধাপ🐧

Messenger_creation_379AAC92-3B59-48C2-9BA4-289E6C41FAA8.jpeg

Messenger_creation_6EC10A68-CA57-44B9-9142-254F492CE3BD.jpeg

এবার পেঙ্গুইনের দুটো কান বানিয়ে নিয়েছি।কানদুটো সুন্দর করে লাগিয়ে নিয়েছি।

🐧দশম ধাপ🐧

Messenger_creation_8D2DD8E5-2424-4C2C-A306-17173B2C313F.jpeg

Messenger_creation_9E29EB34-17D7-4BF0-9BE5-A20A4E720ABC.jpegMessenger_creation_F5820924-F46F-464A-B86B-CABE26DE4C35.jpeg

এবার পেঙ্গুইনের দুটো পা বানিয়ে নিয়েছি। আর পা দুটো সুন্দর করে লাগিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার "ক্লে দিয়ে কিউট পেঙ্গুইন"।এবার এই "ক্লে দিয়ে কিউট পেঙ্গুইন" এর একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Messenger_creation_028DA0B1-C10B-4050-87E0-AB930BA0D32E.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি খুবই সুন্দর করে খুব সহজে ক্লে দিয়ে একটি কিউট পেঙ্গুইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটি দেখে সত্যিই ভাল লাগল। আর তাই তো ছুটে এলাম মন্তব্য করার জন্য।অনেক অনেক শুভকামনা আপু।

আপনার কাছে আমার ডাই পোস্টটি ভালো লেগেছে। যেন অনেক ভালো লাগলো।

আপু আপনার কিউট পেঙ্গুইন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনি কিন্তু বেশ সুন্দর করে পেইঙ্গুইন তৈরি করার ধাপগুলো আমাদের মাঝে মেয়ার করেছেন। সব মিলিয়ে আপনার আজকের পোস্ট আমার কাছে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

আমার ডাই পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন। শুনে অনেক ভালো লাগলো আপু।

কে দিয়ে খুবই কিউট একটি পেঙ্গুইন তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।আপনি খুবই সুন্দর ভাবে পেঙ্গুইন টি তৈরি করে উপস্থাপন করেছেন।দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর লাগে আমার কাছে এরকম পেঙ্গুইন গুলো। আমি এই ধরনের ডাই গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আবার দেখতেও আমার কাছে অনেক ভালো লাগলো। আর ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা পেঙ্গুইন টাও আমার অনেক পছন্দ হয়েছে। ক্লে ব্যবহার করে তৈরি করে সুন্দর করে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

আপু আপনি পেঙ্গুইন তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। পেঙ্গুইনটি দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের হাতের কাজ দেখতে অনেক ভালো লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

আজকে আপনি অনেক সুন্দর একটি পেঙ্গুইন তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আপু। আসলে আমাদের ক্রিয়েটিভিটি গুলো এভাবে যদি প্রকাশ পায় তাহলে একজন আরেকজনের মাধ্যমে নতুন কিছু তৈরি করতে পারবে এবং শিখতে পারবে। আর এই জন্য এখন অনেকেই খুব সুন্দর ভাবে ক্লে ব্যবহার করে দেখাচ্ছে। বেশ চমৎকার ছিল কিন্তু।

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

প্লে দিয়ে আজকে আপনি অনেক সুন্দর পেঙ্গুইন তৈরি করে দেখেছেন আমাদের। বেশ দারুণ হয়েছে আপনার আজকের এই পেঙ্গুইন তৈরি করাটা। আসলে এই সমস্ত জিনিস তৈরীর অভিজ্ঞতা সত্যি অনেক অনেক ভালো লাগে আমার। বেশ দারুণ হয়েছে আপু আপনার পেঙ্গুইন তৈরি করাটা

সুন্দর মন্তব্য করে উৎসব দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

ক্লে দিয়ে কিউট পেঙ্গুইন দেখতে তো অরিজিনাল এর মতো লাগতেছে। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ। নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে খুশি হবে ধন্যবাদ আপনাকে আপু।

উৎস মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

জাস্ট ওয়াও আপু অনেক সময় নিয়ে ক্লে দিয়ে একটি কিউট পেঙ্গুইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার পেঙ্গুইনের কালার কম্বিনেশনটা ছিল অনেক সুন্দর। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি পেঙ্গুইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

বাহ! আপু আপনার প্রশংসা না করে থাকতে পারলাম না।ক্লে দিয়ে যে এত সুন্দর পেঙ্গুইন তৈরি করা যায় তা আগে আমি জানতাম না। আপনার হাতে তৈরি বেঙ্গলি সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

সুন্দর মন্তব্য করার পাশে থাকার জন্য ধন্যবাদ।

ওয়াও আপু অসম্ভব সুন্দর হয়েছে তো। ক্লে দিয়ে খুব নিখুঁত ভাবে তৈরি করেছেন পেঈুইন টা।আসলে ক্লে দিয়ে তৈরি সবকিছু অসম্ভব সুন্দর হয়।কালার কম্বিনেশনটা দারুন হয়েছে।অনেক অনেক ধন্যবাদ আপু।

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি পেঙ্গুইন বানিয়েছেন আপু।যেটা দেখতে সত্যিই খুবই কিউট লাগছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ডাইপোস্ট শেয়ার করার জন্য।

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

আপু আপনার তৈরি করা পেঙ্গুইন খুবই সুন্দর হয়েছে। ক্লে দিয়ে এই ধরনের কাজগুলো করতে সত্যি অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে ক্লে দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। অনেক ভালো লাগলো আপু।

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে এটাই আমার সার্থকতা।