নিরাপদ জীবনের জন্য নিশ্চিত করতে হবে নিরাপদ বাসস্থান

in hive-129948 •  4 years ago 

আসসালামুআলাইকুম বন্ধুরা।

শুভ দুপুর। আশা করছি সবাই সুন্দর এবং সুস্থ আছেন।সবার সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ লিখতে বসেছি আমাদের নিরাপত্তার জীবনের জন্য সুন্দর একটি বাসস্থানের গুরুত্ব। @amarbanglablog
20210708_110957.jpg

বাসস্থান এর গুরুত্ব

বাসস্থান আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু আমাদের নয় সকল প্রাণী এবং সকল জীব এর জন্য বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কেননা আমরা আমরা যদি এই পৃথিবীতে টিকে থাকতে চায় তাহলে অবশ্যই আমাদের থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গা দরকার। আর সেই নির্দিষ্ট জায়গা এই হল আমাদের বাসস্থান। সুন্দর বাসস্থান না হলে আমরা কখনই আমাদের জীবনকে নিরাপত্তা দিতে পারব না
20210708_110953.jpg
বাসস্থান হলো আমাদের জীবনের জন্য একটি মঙ্গল এবং উদাহরণস্বরূপ।কেননা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে এবং বিভিন্ন প্রাণীর হাত থেকে রক্ষা পেতে এবং সুন্দরভাবে জীবন যাপনের জন্য বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের দৈহিক জীবনকে সুন্দর করতে এবং সক্ষম করতে ভূমিকা পালন করে থাকে

20210708_110936.jpg

পৃথিবীতে টিকে থাকতে হলে প্রত্যেক প্রাণীর জন্য অবশ্যই বাসস্থান প্রয়োজন। প্রতিটি প্রাণী একটি না একটি বাসস্থান থাকে

20210708_110928.jpg
আর এই থাকার জায়গা মধ্যে দিয়েই প্রতিটি পারে তাদের জীবন-জীবিকা নির্বাহ
20210708_110918.jpg

চিত্র সম্পর্কিত তথ্য

গতকাল তখন বেলা বাজে দশটা। বিদ্যুৎ না থাকায় আমি গরমে ঘরে আর ঘুমাতে পারলাম না। সুতরাং ঘরের গরম দূর করার জন্য আমি বাহিরে যায় এবং বাহিরে গিয়ে দেখতে পাই প্রচণ্ড গরমে একটি ছোট্ট পাখির বাচ্চা চেঁচামেচি শব্দ করছে

তখন আমি সেই পাখির বাচ্চাটিকে যথাযথভাবে আমার হাতে নিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে কয়েকটি ছবি সংগ্রহ করেছিলাম। কেননা পাখির বাচ্চা টি খুবই অসহায়?

হ্যাঁ এই ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই পাখির বাসা একটি অসহায়।কেননা তার থাকার জন্য যথাযথ ভালো বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল না এবং নিরাপদ বাসস্থান ছিল না

নিরাপদ বাসস্থানের অভাবে পাখির বাচ্চাটি তার অকেজো বাসস্থান থেকে নিচে পড়ে গিয়েছিল এবং তার প্রাণ নাশের আতঙ্ক ছিল।

এক্ষেত্রে আমি বলতে পারি আমাদের নিরাপত্তার জীবনের জন্য বাসস্থানের গুরুত্ব অপরিসীম

তারপর যখন আমি কয়েকটি ফটো সংগ্রহ করলাম সাথে সাথে আমি সেই পাখিটি কে একটি গাছের মগডালে রেখে দিয়েছিলাম। এখন পর্যন্ত আমি জানিনা সেই পাখির বাচ্চাটির অবস্থান সম্পর্কে।

হতে পারে পাখির বাচ্চাটি তার নিরাপদ জায়গায় পৌঁছে গেছে কিংবা তার মাথাকে নিরাপদ জায়গায় রেখে দিয়েছে।

অথবা হতে পারে পাখির বাচ্চাটি আবার নিচে পড়ে গিয়েছে এবং তার প্রাণ নার্স হয়েছে। এ ক্ষেত্রে আমার কিছুই করার নাই।কেননা পাখির বাসা টিভি আমি তার ভাষা সম্পর্কে ধারণা না থাকায় নির্দিষ্ট স্থানে রেখে আসতে পারিনি।

উপরোক্ত উদাহরণটি যদি আমরা লক্ষ্য করি তাহলে এই উদাহরণ থেকেই আমরা শিক্ষা পাই যে,আমাদের সুন্দর এবং উন্নত জীবনযাপনের জন্য এবং নিরাপদ জীবন যাপন করতে হলে আমাদের অবশ্যই নির্দিষ্ট এবং ভালো মানের বাসা এবং থাকার জায়গা ব্যবস্থা করতে হবে।

কেননা সুন্দর বাসস্থান ছাড়া আমরা কখনই সুন্দর জীবন যাপন করতে পারব না এবং নিরাপদ জীবন পেতে পারি না।

আমাদের যদি নিরাপদ বাসা না থাকে তাহলে আমরা অবশ্যই সেই পাখির বাচ্চা টির মত খুব কঠোর ভাবে জীবন যাপন করতে জিও প্রত্যয় ব্যক্ত করতে হবে।

সুতরাং নিরাপদ জীবনের জন্য সুন্দর এবং সাবলীল বাসস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে!!!!!!!!

এতক্ষণ সাথে ছিলাম আমি20210331_224558.jpgমুহাম্মদ জহিরুল ইসলাম,,টি এন জেড এর সুদক্ষ সুপার ভাইজার এবং সুন্দর মনের মানুষ

অসংখ্য ধন্যবাদ

@steemitblog @steemcurator01 @rme @amarbanglablog ব্লগ কে সাপোর্ট করার জন্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!