শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,শীতকাল। ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ আবারও নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হলো একটি ডাই পোস্ট।রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাইতো কাগজ দিয়ে বানানো বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি ক্রেপ পেপার দিয়ে একটি জবা ফুল বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো।জবা ফুলটি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য ফুলের পাপড়িতে রং করে নিয়েছি। আর বানানোর পর বেশ ভালই লাগছিলো জবা ফুলটি।আর এই ফুলটি বানাতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি দু'রং এর ক্রেপ পেপার সহ আরও কিছু উপকরণ।তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই জবা ফুল তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ফুলটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১। ক্রেপ পেপার দু'রং এর
২।গাম
৩।কাঁচি
৪।তার
৫।লাল রং এর সাইন পেন
৬।লাল মোম রং
কাগজের জবা ফুল তৈরির ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে গোলাপী ক্রেপ পেপার থেকে ৫টি পাপড়ি কেটে নিয়েছি।
ধাপ-২
লাল মোম রং দিয়ে পাপড়ির নিচের দিকে কিছু অংশ রং করে নিয়েছি।
ধাপ-৩
২ সেঃ মিঃ চওড়া করে গোলাপী রং এর ক্রেপ পেপার১০ সেঃমিঃ লম্বা কেটে নিয়েছি। কেটে নেয়া পেপারটি কাচি দিতে করে কেটে নিয়েছি লম্বা পাশের এক পাশে। এবার যে পাশে কেটে নিয়েছি সে পাশ লাল সাইন পেন দিয়ে রং করে নিয়েছি। এবং একটি তারে গাম দিয়ে প্যাচিয়ে লাগিয়ে নিয়েছি। ব্যস তৈরি করে নিলাম জবা ফুলের কেশর।
ধাপ-৪
এবার বানানো পাপড়িগুলো একটির সাথে একটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার কেশরটি পাপড়ির মাঝখানে ঢুকিয়ে দিয়ে গাম লাগিয়ে দিয়েছি।
ধাপ-৫
এবার সবুজ রং এর কাগজ জিকজাক করে কেটে নিয়েছি ফুলের বৃন্ত বানানোর জন্য। বানানো বৃন্ত ফুলের নিচে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৬
তারে চিকন করে সবুজ রং এর কাটা কাগজ গাম দিয়ে লাগিয়ে প্যাচিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার ফুলের পাতা বানানোর জন্য সবুজ রং এর কাগজ দু' টুকরো কেটে নিয়েছি। দুই কাগজের মাঝখানে সবুজ কাগজ প্যাচানো তার রেখে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি দুটো কাগজ। এবার কাচি দিয়ে কাগজটি পাতার শেপে কেটে নিয়েছি।
ধাপ-৮
এবার বানানো ফুলের সাথে পাতাগুলো প্যাচিয়ে লাগিয়ে নিয়েছি। এবং তারে সবুজ রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই ক্রেপ পেপার দিয়ে বানিয়ে নিলাম পাতা সহ জবা ফুলটি।
উপস্থাপন
আশাকরি আজকে কাগজ দিয়ে বানানো জবা ফুলটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপনি যদি সব সময় এরকম সুন্দর সুন্দর ডাইগুলো তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডাই তৈরি করতে পারবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ডাই গুলো তৈরি করে ঘরে সাজাবেন। তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এটা কিন্তু সত্যি খুব দারুণ লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/selina_akh/status/1871227958234665439
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি প্রথমে ফুলটি দেখে ভাবছিলাম এটি বাস্তবের একটি জবা ফুল। তবে, ফুল টি বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাগজের জবা ফুল তৈরি করেছেন। আপনার তৈরি জবা ফুল টি অনেক বেশি সুন্দর লাগছে। একদম বাস্তবের মতোই লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনার বুদ্ধির তারিফ করতে হয়।কাগজ দিয়ে জবা ফুল বানিয়ে ফেলেছেন দেখতে একদম সত্যিকারের ফুলের মতোই লাগছে। প্রতিটি ধাপ খুব স্পষ্টভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজের তৈরি ফুল কোন ভাবেই মনে হচ্ছে না মনে হচ্ছে আপনার ফুলটি গাছ থেকে তুলে আনা তরতাজা একটি জবা ফুল।কি দারুণ বানিয়েছেন। অসাধারণ সুন্দর হয়েছে আপনার কাগজের জবা ফুলটি।কালারটি খুবই সুন্দর হয়েছে। ধাপে ধাপে জবা ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজ দিয়ে নিখুঁতভাবে জবা ফুল তৈরি করেছেন। এই ধরনের কাজ আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। আপনার তৈরি জবা ফুলের দৃশ্য এতটাই সুন্দর লাগছে দেখতে দারুন ছিল। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে কাগজের জবা ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে আমি প্রথমে মনে করেছিলাম সত্যিকারের জবা ফুল। খুবই অসাধারণ ছিল আপনার হাতের কাজ। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি দেখতেছি কাগজ দিয়ে কি চমৎকার জবা ফুল বানিয়েছেন। মনে হচ্ছে গাছের তাজা ফুল। আপনি যেই জবা ফুল বানিয়েছেন কাউকে গিফট করলে তো সে অনেক খুশি হবে। ধন্যবাদ এত সুন্দর করে জবা ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও জবা ফুলটি দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে। আর বিশেষ করে ফুলের পাপড়িতে রঙ করছেন যার কারনে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আমার কাছে আপনার জবা ফুল টি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার কাগজের জবা ফুল তৈরি করেছেন আপু। দেখতে অনেক সুন্দর হয়েছে।জবা ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সুন্দর এই জবা ফুল তৈরির পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজের জবা ফুলটি দারুন হয়েছে দেখতে।আপনি সময় ও ধৈর্য ধরে খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজের অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন আপনি। আমার কাছে আপনার এই ফুল দেখতে খুব ভালো লেগেছে। এরকম ভাবে বেশ কয়েকটা ফুল তৈরি করে ফুলদানির মধ্যে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। আমার কাছে ফুলের কালার কম্বিনেশন টাও খুব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে তো সত্যিকারের জবা ফুল ভেবেছিলাম আপু। সত্যি আপু আপনার হাতের কাজ গুলো খুবই নিখুঁত। আমার কাছে সবসময়ই অনেক ভালো লাগে। আর আপনার কাজগুলো দেখে সব সময় উৎসাহ পাই আপু। অসাধারণ হয়েছে আপনার হাতের কাজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit