ডাই পোস্টঃক্লের ডিজাইন করা ফটোফ্রেম তৈরি।

in hive-129948 •  6 months ago 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন।আজ ১৯শে শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ।৩রা আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।

d7.jpg

d1.jpg

বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলন আজ এক দফার আন্দোলনে পরিনত হয়েছে।সরকারের আলোচনার দাবী প্রত্যাখান করে সরকারের পদত্যাগ দাবী করেছে। আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন। সবমিলে দেশে অস্থির পরিবেশ বিরাজ করছে। কোন কাজেই মন বসছে না। সবসময় মনে একটা শংকা কাজ করছে কখন কি ঘটে,কি হবে?তবুও চেষ্টা করছি মন স্থির রাখতে । তবে বেশ কষ্ট হচ্ছে স্থির থাকতে। পোস্ট লিখতেও মন বসছে না। তার মধ্যেও মনকে অন্য দিকে ডাইভার্ড করার জন্য আমার বাংলা ব্লগে কাজ করার চেষ্টা করছি।আশাকরি অচিরেই এই অস্থিরতা কেটে যাবে। দেশে স্বাভাবিক ছন্দ ফিরে আসবে।বন্ধুরা,আমার বাংলা ব্লগে নিয়মিত ব্ল গিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আর তা হচ্ছে ক্লের ডিজাইন করা ফটোফ্রেম তৈরি। ক্লে দিয়ে যে কোন কাজ করতে আমার বেশ ভালো লাগে। অন্যান্য কাজের চেয়ে ক্লে দিয়ে কাজ করা বেশ সহজ। এবং সময়ও কম লাগে। ফটোফ্রেমটি তৈরি শেষে দেখতে বেশ সুন্দর লাগছিলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে খুশি হবো। ক্লের ডিজাইন করা ফটোফ্রেমটি তৈরি করতে আমি ব্যবহার করেছে কার্টুন বোর্ড ও বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ।তাহলে চলুন দেখে নেয়া যাক ফটোফ্রেম তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

d34.jpg

d31.jpg

d20.jpg

d18.jpg

১।কার্টুন বোর্ড
২।বিভিন্ন রং এর ক্লে
৩।পাটের সুতা
৪।গ্লু
৫।কালো রং এর কাগজ
৬।পেন্সিল
৭।এন্টিকাটার
৮।ক্লে টুলস
৯।ক্যালেন্ডারের মোটা কাগজ

বোতলের শোপিস তৈরির ধাপ সমুহ

ধাপ-১

d33.jpg

d32.jpg

প্রথমে এক টুকরো কার্টুন বোর্ড ১৩ সেঃমিঃ X১৭ সেঃমিঃ সাইজের করে কেটে নিয়েছি। চার পাশে ২ সেঃমিঃ করে রেখে কেটে নিয়েছি ফটোফ্রেম তৈরির জন্য।

ধাপ-২

d30.jpg

d28.jpg

কেটে নেয়া কার্ডবোর্ডটি গাম দিয়ে কালো কাগজের সাথে লাগিয়ে নিয়েছি। এবং চারপাশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ:৩

d27.jpg

d29.jpg

এবার কার্টুন বোর্ড ২ সেঃমিঃX১৫ সেঃ মিঃ এর দু'পিস ও ৯ সেঃমিঃ সাইজের এক পিস কেটে নিয়েছি। এবং সেগুলোতে কালো কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৪

d17.jpg

কালো কাগজ লাগানো তিন টুকরো কাগজ পূর্বে তৈরি করা ফটোফ্রেম এর পিছনে ছবির মতো করে লাগিয়ে নিয়েছি গাম দিয়ে।

ধাপ-৫

d18.jpg

d26.jpg

d35.jpg

এবার ক্যালেন্ডারের মোটা পাতা ১২ সেঃ মিঃX১৬ সেঃমিঃ সাইজের করে কেটে নিয়েছি। এবং তাতে কালো কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। ক্যালেন্ডারের কাগজের টুকরোটি ফটোফ্রেমের পিছনে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

d13.jpg

d19.jpg

এবার ফটোফ্রেমটিকে সুন্দর করার জন্য গোলাপী রং এর ক্লে দিয়ে ৫টি বল বানিয়ে নিয়েছি।সেই বলগুলো পরপর সাজিয়ে ফুল বানিয়ে তা ফটোফ্রেমের এক কোনায় লাগিয়ে দিয়েছি।

ধাপ-৭

d24.jpg

d23.jpg

এবার ফুলের সাথে ক্লে চিকন করে নিয়ে লতা বানিয়ে নিয়েছি। সেই সাথে কিছু পাতা ও ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

d21.jpg

d14.jpg

d12.jpg

d11.jpg

এবার বিভিন্ন রং এর ক্লে দিয়ে কিছু পাতা ও ফুল বানিয়ে নিয়েছি। বানানো পাতা ও ফুল বানানো লতার সাথে লাগিয়ে দিয়েছি

ধাপ-৯

d16.jpg

d11.jpg

একটি সাদা ফুল বানিয়ে ফটোফ্রেম এর উপরের দিকে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১০

d8.jpg

সব শেষে ফটোফ্রেমটিকে দেয়ালে টাঙ্গিয়ে রাখার জন্য পিছনে একটি পাটের সুতা গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।ব্যাস তৈরি আমার ক্লে দিয়ে ডিজাইন করা ফটোফ্রেম।

সর্বশেষ ধাপ

d9.jpg

সবশেষে ফটোফ্রেমে একটি ছবি ঢুকিয়ে দিয়েছি।সেই সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

d2.jpg

d6.jpg

d9.jpg

আশাকরি আজ আমার ক্লে দিয়ে ডিজাইন করে বানানো ফটোফ্রেমটি আপনাদের ভালো লেগেছে।আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেনিডাই
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ৩রা আগস্ট, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আপনার তৈরি করা এই ফটো ফ্রেম দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আপু। আসলে এটাই ভালো কাজ বাজার থেকে কিনে ব্যবহার করার থেকে এভাবে তৈরি করে। এতে করে নিজের কাজের দক্ষতা ও প্রকাশ করা যায় আবার কিছু টাকা সাশ্রয় করা যায়।

তা ঠিক নিজে কোন কিছু ব্যবহার করার মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করে।মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনি একদম ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে যেকোনো ধরনের কাজ করতে খুবই সুবিধা হয়। এবং সময় কম লাগে। আপু আপনার হাতের কাজ খুবই পরিষ্কার এবং অনেক সুন্দর। আজকে ক্লে দিয়ে চমৎকারভাবে ফটো ফ্রেম তৈরি করেছেন। ফটো ফ্রেমটি দেখতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ গুছিয়ে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

আমি চেস্টা করেছি সুন্দরভাবে উপস্থাপনের জন্য।মন্তব্যের জন্য ধন্যবাদ।

বর্তমান এই পরিস্থিতিতে মনকে স্থির রাখা সত্যি অনেক কঠিন। সবকিছু দেখে আর ভালো লাগেনা। আপু আপনার তৈরি করা ফটো ফ্রেম খুবই সুন্দর হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে আপু। সুন্দর করে ক্লে দিয়ে ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

সত্যি কথা বলতে কী, আমারো একই অবস্থা আপু। কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করছি, তবে ব্যাঘাত তো ঘটছেই সবকিছুতেই- কাজে তো বটেই, ভালো থাকাতেও ব্যাঘাত ঘটছে আপু। যাই হোক, এর মাঝেও খুব সুন্দর করে ক্লে দিয়ে আপনি একটি দারুণ ফটোফ্রেম বানিয়ে শেয়ার করেছেন। ক্লে দিয়ে কাজ করে করে আপনার দক্ষতা চলে এসেছে ভালোই, তাই সহজেই এমন দারুণ কাজগুলো করতে পারেন। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

আপু দেশের অবস্থার কথা চিন্তা করে আর ভালো লাগে না। আপনি কিন্তু অনেক সুন্দর একটা ফটোফ্রেম তৈরি করেছেন।আসলে ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ফুল গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফটোফ্রেম আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু, পুরো দেশেই একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। পুরো দেশের মানুষ একটা শঙ্কায় রয়েছে। যেহেতু এখন এক দফা দাবি তাই ভয় টা বেশি। জানিনা পরবর্তীতে কি হবে। যাইহোক আপনি খুব সুন্দর একটা ফটো ফ্রেম তৈরি করেছেন আপু। ফটো ফ্রেমটা খুবই সুন্দর হয়েছে আর বেশ কালারফুল লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাইপ্রজেক্ট শেয়ার করার জন্য।