সুপার ওয়াক।

in hive-129948 •  5 days ago 

সবাইকে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। ১৬ই পৌষ,শীতকা্‌ ১৪৩১ বঙ্গাব্দ। ৩১শে ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ super walk নিয়ে একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

super1.jpg

কাউন্টডাউন শুরু হয়ে গেছে নতুন বছরকে স্বাগত জানাতে। আর ঘন্টা চারেক পরেই নতুন বছরে শুরু হবে। বিদায় ঘটনাবহুল ২০২৪। যখন লিখছি চারদিক থেকেই পটকার আওয়াজ পাচ্ছি থেমে থেমে। নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন চারিদিকে। আমাদের সরকার বাহাদুরের তরফ থেকে ইতোমধ্যে আতশবাজি ও পটকা ফুটানোর জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু সন্ধ্যার পর থেকেই থেমে থেমে পটকার আওয়াজ পাচ্ছি। আমার মনেহয় রাত ১২ টার সময় আকাশে আলোর রোশনাইও দেখবো। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কেটে গেছে ২০২৪ সাল। আশাকরি, ২০২৫ সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ super walk নিয়ে একটি পোস্ট শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

super 2.jpg

super3.jpg

দিনের একটি সময় ৩০ মিনিটের জন্য হলেও হাটাহাটি করি প্রতিদিন। নির্দিষ্ট কোন সময়ে নয়, যখন সময় পাই তখনেই হাটি। এছাড়া ঘরে তো টুকটাক হাটাহাটি চলে। আগে আমার মোবাইলে স্যামসং এর একটি হাটাহাটি কাউন্ট করার অ্যাপ ছিল। সেখানে প্রতিটি স্টেপেই কাউন্ট হতো। কিন্তু super walk অ্যাপে আমার মনে হচ্ছে প্রতিটি স্টেপ কাউন্ট হচ্ছে না! হয়ত super walk অ্যাপের এস্টেপ কাউন্টের নিজস্ব ধরণ আছে। যাই হোক আগের যে অ্যাপ ছিল সেখানে দিন শেষে দেখে নিতাম কত স্টেপ হাটলাম। এবং এই হাটাহাটি কত কিলোমিটার সেটাও জানায় দিত। এছাড়া হাটাহাটিতে কত ক্যালোরি খরচ হতো সেটাও জানা যেত। কিন্তু super walk অ্যাপে সে গুলোর আছে কিনা, এখনও হদিস করার সময় পাইনি। তবে super walk অ্যাপে হাটাহাটি করলে সুপারমানি পাই। সেটা ক্লেইম করে সংগ্রহ করতে হয়ে।

dt1.jpg

dt3.jpg

dt7.jpg

super walk অ্যাপে এখন পর্যন্ত আমি বেসিক মুডেই হাটাহাটি করছি। 1k 2k 3k........ হয়ে গেলেই ক্লেইম করতে হয়। ক্লেইম করতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের ঝামেলায়! তারপরেও ক্লেইম চালিয়ে যাচ্ছি- সুপারমানি ও সুপার ক্যাশ আর্ন করছি। ভালই লাগছে মানি আর্ন করতে। কিছু লটারীর টিকেট কিনেছি কিন্তু ভাগ্য সুপ্রসন্ন নয় বলে কিছুই পাইনি।আর হ্যাঁ মাঝে মাঝেই সুপার মানি ক্লেইম করতে ভুলে যাই! super walk অ্যাপটি সবমিলে ভালই লাগছে এখন পর্যন্ত। হাটাহাটি স্বাস্থ্যের জন্য ভালো। আসুন ৩০ মিনিট হলেও প্রতিদিন হাটি। আর হাটার সময় অবশ্যই super walk অ্যাপ যুক্ত মোবাইলটি সাথে নিয়েই হাটবেন। ২০২৪ এর ভুল ভ্রান্তি গুলো পাশ কাটিয়ে আসুন ২০২৫ কে নিজের মত সাজিয়ে নেই।

পোস্ট বিবরণ

শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina 75
তারিখ৩১ শে ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Daily task
dt1.png

dt2.png

super 31 dec.jpg

এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে সবাই হাটাহাটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে । যেটা একটা ভালো একটা দিক । আমাদের জন্য খুবই ভালো ধারাবাহিকভাবে প্রতিদিন কিছুটা হলেও হাটাহাটি করা উচিত। আপনার অ্যাক্টিভিটি দেখে ভালো লাগলো।

আমি আগেও হাটাহাটি করতাম। তবে এখন নিয়মিত করি। ধন্যবাদ ভাইয়া।

নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই আপু আপনাকে। এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে হাগে আমি একদমই হাঁটতাম না তবে অল্প অল্প করে হাঁটছি প্রতিদিন। আপনি অনেক হেটেছেন আপনার স্ক্রিনশট দেখেই বোঝা যাচ্ছে।এমনিতেও হাটাহাটি করলে আমাদের শরীর এবং মন ভালো থাকে সাথে সাথে সুস্বাস্থ্য অর্জন করা যায় তাই সব মিলিয়ে সত্যি আমাদের নিয়মিত ব্যবহার করা উচিত এই অ্যাপটি। আপনার হাঁটাহাঁটি গল্প শুনে খুব ভালো লাগলো।

আমিও চেস্টা করি প্রতিদিন হাটাহাটি করতে। তবে বাসায় হাটিতো তাই কম হাটা হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

শরীর সুস্থ রাখতে হলে আমাদের অবশ্যই হাঁটাহাঁটি প্রয়োজন। আমরা ৩০ থেকে ৪৫ মিনিট যদি হাঁটাহাঁটি করি তাহলে আমাদের শরীর অবশ্যই সুস্থ থাকবে। তাই আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকদিন হাঁটাহাঁটির জন্য। আর এখন তো আমাদের জন্য নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সফটওয়্যার এর জন্য। আশা করব একদিকে একটিভিটি চালিয়ে যাব আরেকদিকে হাটাহাটি হয়ে যাবে শরীর সুস্থ থাকবে।

ডাক্তাররা বলেন সুস্থ্য থাকতে হলে প্রতিদিন কম করে ৩০-৪০ মিঃ হাটা দরকার। ধন্যবাদ ভাইয়া।

আমরা সারাদিনই ব্যস্ততার মধ্যে অনেক হাঁটাহাঁটি করে থাকি। কিন্তু কতটুকু হাঁটাহাঁটি করে সেই বিষয়ে কিন্তু অবগত থাকতাম না। আর এখন মোবাইলটা সব সময় কাছে রাখার চেষ্টা করি। দিনশেষে এক্টিভিটিস দেখতে পারি এই সফটওয়্যার এর জন্য। যাইহোক আপনার অ্যাক্টিভিটিস সম্পর্কেও ধারণা পেলাম পোস্ট দেখে।

ঠিক বলেছেন এখন হাটার পরিমাণটা জানতে পারছি এই এ্যাপ এর মাধ্যমে। সাথে কিছুটা আর্নও হচ্ছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

আপনি তো অনেক হাঁটাহাঁটি করেন আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। শারীরিক সুস্থতার জন্য হাটাহাটি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে হলে হাটাহাটি এবং ব্যায়াম করা খুবই প্রয়োজন। এই অ্যাপসের মাধ্যমে প্রতিদিন হাঁটাহাঁটির এবং ব্যায়ামের অনেক সুন্দর একটি রিপোর্ট পাওয়া যায় এবং এর পাশাপাশি কিছু উপার্জন করা যায়। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি আপু প্রতিদিনই হাঁটার চেস্টা করি। তবে সব সময় হয়ে উঠে না বাহিরে হাঁটার। তাই বাসায় হাঁটি। ধন্যবাদ আপু।

আপু প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে। আপনি দেখতেছি ভালোই হাঁটাহাঁটি করেছেন।সুপার ওয়াক দেখে বোঝা যাচ্ছে। আসলে স্বাস্থ্য ভালো থাকার জন্য হাঁটাহাঁটির বিকল্প নেই। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

সুস্থ্য থাকতে হলে হাঁটতেই হবে। ধন্যবাদ ভাইয়া।

আমিও দোয়া করি আপু নতুন বছর আমাদের জন্য সুখ শান্তি বয়ে আনবে। আর আপনি তো দেখছি পুরাতন বছরে বেশ দারুন হেটেছেন। আপনার এমন দারুন একটিভিটিস কিন্তু বেশ ভালো। আশা করি এমন করে সামনের দিকে এগিয়ে যাবেন।

কিছুটা হেঁটেছি এই যা। তবে বাড়ানোর চেস্টা করবো। ধন্যবাদ আপু।

Nominated 💧

অবশ্যই করণীয়: SuperWalk এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( ) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
নোট: Buy করা NFT পুনরায় মার্কেটে sell করতে পারবেন।

আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।

টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd