শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৫শে মাঘ ,শীতকাল,১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি বুক মার্ক অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। চলছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি। আর এই মাসেই বানিয়ে নিলাম ডাবল হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি। আমরা যারা বই পড়তে ভালোবাসি তাদের জন্য জ্রুরী বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলে সহজেই বই এর পড়া পাতা খুঁজে পাওয়া যায়। বুক মার্ক ব্যবহার করলে একই পাতা বার বার পড়াতে হয় না। বিভিন্ন ভাবে ভাঁজ করে যেহেতু অরিগ্যামি তৈরি করা হয় ,তাই কাগজের ভাঁজ বেশ সাবধানে দিতে হয়। কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ অরিগ্যামিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই অরিগ্যামি তৈরিতে ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ। আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। যেহেতু কাগজের ভাঁজের বর্ণনা করা কঠিন তাই আমি বেশ কিছু ছবি শেয়ার করেছি। যাতে ছবি দেখে যে কেউ এই অরিগ্যামিটি বানিয়ে নিতে পারেন।ডাবল হার্ট শেপের বুক অরিগ্যামি বানাতে আমি রঙ্গিন কাগজ উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক, ডাবল শেপের বুক মার্ক অরিগ্যামিটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।রঙ্গিন কাগজ
ডাবল হার্ট শেপের বুক মার্ক তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃX ৭,৫০সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি ডাবল হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এবার কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার দু'পাশে কোনা অংশ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। যেভাবে প্লেন বানানোর জন্য ভাঁজ করা হয়।
ধাপ-৩
এবার দু'পাশের কাগজ মাঝদাগ বরাবর ভাঁজ করে নিয়েছি ছবির মতো করে।
ধাপ-৪
এবার ভাঁজগুলো খুলে ভাঁজের দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৫
এবার ভাঁজ করা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
পুনরায় কাগজটিকে ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
হার্ট শেপের মতো দেখতে কাগজের অংশটি ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৮
আবারো কাগজেটিকে ভাঁজ করে নিয়েছি পরপর ভাবে ছবির মতো করে। এরপর উল্টিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো ভালোবাসার মাসে ডাব্ল হার্ট শেপের বুক মার্কটি।
উপস্থাপনা
আশাকরি আমার আজকে বানানো ডাবল শেপের বুক মার্ক অরিগ্যামিরআপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ৮ই ফেব্রুয়ারী, ২০২৬ইং |
লোকেশন | পার্বতীপুর,দিনাজপুর |
যেন নতুন কিছু করতে পারার অনুপ্রেরণা পেলাম। রঙিন কাগজ দিয়ে এই সমস্ত টাইপ পোস্ট গুলো তৈরি করতে পারলে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ডায় পোস্ট তৈরি করেছেন। খুব ভালো লাগলো চমৎকার এই পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার মাসের ডাবল সেপের লাভ বুক মার্ক তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনি প্রায় প্রতিদিনই ক্রিয়েটিভ পোস্ট করেন যেগুলো দেখে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মূলত সবাই ফেব্রুয়ারি মাসে ভালোবাসার বিভিন্ন প্রকাশ তুলে ধরে। রঙিন কাগজ দিয়ে লাভ শেপের অনেক সুন্দর বুক তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। কাগজের ভাঁজে ভাজে কিভাবে তৈরি করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাবল শেপের বুক মার্ক তৈরি করেছেন। আপনার প্রতিটি অরিগমি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন। এবং সেটা পর্যায়ক্রমে শেয়ার করেন। আপনি প্রতিনিয়ত ইউনিক পোস্ট করেন দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/selina_akh/status/1888271353067049066
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাবল শেপের বুক মার্ক তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করতে আবারো অনেক বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এর আগেও আমাদের মাঝে অনেক কিউট কিউট বুকমার্ক তৈরি করে দেখিয়েছেন। ঠিক তেমনি আজকেও একটা ব্যতিক্রম বুকমার্ক নিয়ে হাজির হয়েছেন। কি সহজ এবং সাবলীল ভাবে আপনি এটা তৈরি করে দেখালেন সেটা সত্যিই প্রশংসা যোগ্য। এরকম কাগজের অরিগ্যামি দেখতে আমার খুব ভালো লাগে।এগুলো তৈরি করতে আসলেই প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জাতীয় পোস্টগুলো আমার কাছে সব সময় ভালো লাগে আপু। যদিও সময় করে তৈরি করতে পারি না তবে আপনাদের পোস্টগুলো দেখলে খুশি হয়। অনেক অনেক ভালো লাগলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, আপনার ডাবল শেপের বুক মার্কটি অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর ডিজাইন তৈরি করার আইডিয়া সত্যিই চমৎকার। আপনার হাতের কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং দেখতে খুবই ভালো লাগে। এমন কাজ করার মাঝে যে একধরনের আনন্দ লুকিয়ে আছে, তা আপনার কাজ দেখেই বুঝতে পারছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যখন পড়ালেখা করি তখন বুকমার্ক করে রাখলে সুবিধা হয়। কারণ অনেক সময় জরুরী কাজে উঠে যেতে হয়। আবার অনেক সময় পড়ার একঘেয়েমি চলে আসে। যদি আমরা বুকমার্ক দিয়ে আমরা চিহ্নিত করে রাখি পরবর্তীতে আবার পড়তে সুবিধা হয়। এমন সুন্দর বুকমার্ক রঙ্গিন নিয়ে তৈরি করে নিলেন। ডাবল শেফ করার কারণে খুবই সুন্দর হয়েছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু বুকমার্ক থাকলে বইয়ের এক পাতা বারবার পড়তে হয় না। আমরা অনেক সময় বই পড়তে বসলে গুরুত্বপূর্ণ কাজের কথা মনে হলে উঠে যাই। তখন এই বুকমার্ক খুবই প্রয়োজন হয়। আমি রঙিন কাগজের অনেক কিছু তৈরি করেছি। কিন্তু বুকমার্ক কখনও বানানো হয়নি। আপনি আজ ডাবল শেপের খুব লাভের বুকমার্ক তৈরি করেছেন। আপনার এই বুকমার্ক খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দুর্দান্ত অরিগ্যামি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার ডাবল শেপের বুক মার্ক তৈরি দেখে খুব ভালো লাগলো। ডাবল শেপের বুক মার্ক তৈরি খুবই সুন্দর হয়েছে। আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে হার্ড সেপের বুকমার্ক বানিয়েছেন যা ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। দারুন বানিয়েছেন আপু। বুক মার্ক ব্যবহার করলে সহজেই বই এর পড়া পৃষ্ঠা খুজে পাওয়া যায়।অসাধারণ সুন্দর হয়েছে আপনার বানানো বুকমার্ক টি। বুকমার্কের কালাটি চমৎকার সুন্দর হয়েছে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে বুকমার্ক তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন সূর্যের মতন। "
বুকমার্ক এভাবেই ধরে রাখুক সমস্ত কুহেলিকা। বুকমার্ক আমাদের কাছে এত আনন্দের জিনিস কারণ এটা বইয়ের কাজে ব্যবহার হয় আর আমি তো মনে করি যতই পড়া যায় তত কুহেলিকা উদঘাটন হয়। খুব সুন্দর হয়েছে বুকমার্কটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার মাস উপলক্ষে আপনি খুবই সুন্দর করে ডাবল শেপের বুক মার্ক তৈরি করেছে। রঙিন কাগজ দিয়ে এই ধরনের বুকমার্কগুলো তৈরি করলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সবাই দেখি খুবই সুন্দর সুন্দর এ ধরনের বুকমার্ক গুলো তৈরি করে। আমার অনেক ইচ্ছে রয়েছে এ ধরনের বুকমার্ক গুলো তৈরি করার। আপনার তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে ডাবল হার্ট শেপের একটি বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে তৈরি ডাবল শেপের বুকমার্ক অরিগামি বেশ চমৎকারভাবে তৈরি করেছেন আপু আপনি। দেখতে বেশ সুন্দর হয়েছে।বই পড়ার সময় বুকমার্ক বেশ প্রয়োজন হয়।এই ধরনের অরিগামিগুলো তৈরি করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন। আপু আপনি ধৈর্য নিয়ে অরিগামিটি বেশ সুন্দরভাবে তৈরি করেছেন। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক কষ্ট করে এরকম বুক মার্ক গুলো তৈরি করা লাগে। কারণ ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু অল্প সময়ের ব্যাপার নয়। এগুলো অনেক সময় নিয়ে ভাঁজ দিয়ে তৈরি করা লাগে। কাগজগুলো ভাঁজ করার সময় যদি একটু এলোমেলো ভাবে ভাঁজ হয়ে যায়, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। আপনি এটা অনেক মনোযোগ সহকারে তৈরি করেছেন দেখে বুঝতে পারছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাবল শেপের এত সুন্দর বুকমার্ক আপনি তৈরি করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। অনেক সুন্দর লাগছে কিন্তু এই বুকমার্কটা দেখতে। এরকম ভাবে বিভিন্ন জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর। বিশেষ করে সুন্দর সুন্দর বুকমার্ক গুলো। এটা ব্যবহার করতেও অনেক ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit