শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আজ ৫ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ শরৎ-কাল, ২০শে আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।
বন্ধুরা,আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে।ভিডিওগ্রাফি তেমন করতে পারিনা। তার উপর এডিটিং জানিনা। এর আগে দুটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছিলাম। আপনাদের সমর্থন পেয়েছিলাম।সেই সাহসেই আজকের ভিডিওগ্রাফি পোস্ট। এই ভিডিওগ্রাফিটি করেছি জাতীয় বৃক্ষ মেলায়। প্রতি বছর সরকারী ভাবে ঢাকার শেরেবাংলা নগরে, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে মাস ব্যাপি জাতীয় বৃক্ষমেলার আয়োজন করা হয়। এবারের বৃক্ষ মেলার ব্যাপ্তি ছিল ৫ জুন থেকে ১৩ জুলাই। পরিবেশ সম্পর্কে সচেতন করতে ও বর্ষাকেলে গাছ লাগানোকে উৎসাহিত করতে আয়োজন করা হয় এই মেলার।মেলায় মানুষের উপস্থিতি ও গাছ কেনা দেখে মনে হয়েছে পরিবেশ সম্পর্কে আগের থেকে মানুষ এখন বেশী সচেতন।আমি মেলার শেষ দিকে ১১জুলাই, ফুল,ফল,গাছা-গাছালির সাথে কাটিয়েছি।দেশী বিদেশী হাজারো প্রজাতির গাছের সমাহার ছিল বৃক্ষ মেলায়। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরতে ঘুরতে এই আমের মেলা দেখে আর লোভ সামলাতে পারিনি। আনাড়ি হাতে ভিডিওগ্রাফি করেছি। নানা জাতের আমসহ আমগাছের ভরা ছিল প্যাভিলিয়ন টি। এর মধ্যে উল্লেখ যোগ্য চ্যাংমাই,ব্যানানা সহ আমার নাজানা অনেক আম গাছ। ভিডিওগ্রাফিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন।আশাকরি ভিডিওগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।
ভিডিও লিঙ্ক
আশাকরি, জাতীয় বৃক্ষ মেলায় ধারণ করা আম গাছের ভিডিওগ্রাফিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওগ্রাফিটি এডিটিং ছাড়া" র "আপলোড করেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে।
পোস্ট বিবরণ
শ্রেনী | ভিডিওগ্রাফি |
---|---|
ক্যামেরা | Samsung A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২০শে আগস্ট, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আম গাছের খুব সুন্দর একটি ভিডিও ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই ভিডিওটা দেখে খুব ভালো। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে। অনেক অনেক ভালোলাগার হয়ে থাকে এ জাতীয় ভিডিও গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেলায় গিয়ে অনেক ধরনের আম দেখে ভিডিওগ্রাফি করলাম।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আম গাছের সুন্দর একটি ভিডওগ্রাফি দেখতে পেলাম।এধরনের আমকে আমাদের এদিকে সিঁদুরে আম বলে।মিষ্টি হয় বেশ আম গুলো আর দেখতেও অনেক সুন্দর।বৃক্ষ মেলাতে গেলে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়।পরিবেশ গাছ ছবি আমাদের জন্য খুব উপকারী।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃক্ষ মেলায় অনেক ধরনের গাছ দেখা যায়। বেশ ভালো লাগে। এই লাল রং এর আমকে বিক্রেতা বলল থাইল্যান্ড এর আম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit