জেনারেল রাইটিংঃ$puss ও আমার অভিজ্ঞতা।

in hive-129948 •  3 months ago 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৩শে ভাদ্র, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ.। ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ ।আজ একটি জেনারেল রাইটিং পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

image.png

$puss ও আমার অভিজ্ঞতা

আজ আমি বাংলা বাংলা ব্লগের প্রথম মিম কয়েন $puss ও আমি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। $puss নাম্টির সাথে আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা পরিচিত। সবার ওয়ালেটেই কম বেশি $puss কয়েন রয়েছে। আর কেনই থাকবে না ! এটা যে আমাদের নিজেরদের কয়েন। আর এই কয়েন নিয়ে আমরা সবাই গর্বিত যে আমাদের একটি নিজেস্ব কয়েন রয়েছে। আমর বাংলা ব্লগ যেমন স্টিমিট প্ল্যাটফর্মে সবার সেরা কমিউনিটি তেমনই $puss কয়েনও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সেরা কয়েন হিসাবে নিজের জায়গা করে নিবে । যেহেতু আমাদের প্রিয় @rmeদাদার চেষ্টা রয়েছে। আর দাদার চেষ্টা সফল হবেই।আর যখন কোন কিছু করার পেছনে সৎ উদ্দেশ্য থাকে তখন তা সফল হবেই।

image.png

আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার আগে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তেমন কোন ধারনা ছিলো। এখানে যুক্ত হয়েছিলাম যাতে আমি কিছুটা কোয়ালিটি সময় কাটাতে পারি। সেই সাথে কিছুটা আয়ও করতে পারি। এখানে যুক্ত হওয়ার পর এ সম্পর্কে কিছুটা ধারনা পাই এবিবি স্কুল, হ্যাং আউট সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। তবে ট্রেড এখনও বুঝি না। আমি জাস্ট লিখালিখি ও অন্যান কাজ করে যা আয় করি। কখনো ট্রেড করা হয়নি।বেশ কঠিন মনে হয়। এজন্য কখনও চেস্টাও করা হয়নি।

image.png

সবাই যখন $puss কিনছে এবং মডারেটর আপা ভাইয়া বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করছে $puss কয়েন কেনার। তখন আমি tronlink app এর মাধ্যমে ওয়ালেট কোনভাবেই কানেক্ট করতে পারছিলাম। কয়েকবার চেস্টার কর যখন হচ্ছিলো না। তখন মডারেটর @sagor1233 ভাই এর মাধ্যমে তা করতে সক্ষম হই। সেজন্য সাগর ভাইকে ধন্যবাদ, ততদিনে $puss এর দাম বেড়ে গেছে। তাই আমি বেশি দামে অল্প কিছু $puss কয়েন কিনি। কেনার দু'একদিন পরই দেখি $puss এর দাম অনেক বেড়ে গেছে। তখন কিছু কয়েন বিক্রি করি ট্রেড বুঝার জন্য। এরপই আবার কিনি। এই কাজ্টি করার পর ট্রেড সম্পর্কে কিছু ধারনা পাই। এবং বেশ মজা পাই। তখনই বুঝতে পারি কেন দাদা বারবার বলেন যে মজার জন্য $puss টোকেন ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা সবাই কম বেশি বুঝতে পারছি যে এই টোকেন অনেক দূর এগিয়ে যাবে। তাই সবার উচিৎ $puss টোকেন কিনে হোল্ড করা । আমি তাই করছি। সেই সাথে আমার ইচ্ছা আছে অল্প অল্প করে $puss টোকেন কেনার। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে $puss কয়েনের শক্তিশালী স্থান পোক্ত হোক এ কামনায় আজকের ব্লগ এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

পোস্টজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina75
মোবাইলRedmi A-5
তারিখ৭ই সেপ্টেম্বর,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

সাগর ভাইয়ার সহায়তা নিয়ে আপনি $puss কয়েন ক্রয় করেছেন এবং সব বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য নিজে নিজে চেষ্টা করেছেন জেনে অনেক ভালো লাগলো আপু। আসলে আমরা সবাই আশাবাদী ভবিষ্যৎ অনেক ভালো হবে।

ঠিক তাই আমরা সবাই আশাবাদী ভালো কিছু হবে।মতামতের জন্য ধন্যবাদ আপু।

আপু আপনি ঠিক বলেছেন $PUSS আমাদের নিজস্ব কয়েন আর এটা সবার ওয়ালেটে থাকবে না সেটা তো হতে পারে না। সত্যিই $PUSS একদিন ছড়িয়ে যাবে সবার মাঝে। আপনি মডারেটর @sagor1233 ভাইয়ার সহায়তা নিয়ে $PUSS কয়েন কিনেছেন জেনে ভালো লাগলো। আশা করি $PUSS কয়েন আমাদের সবার ভবিষ্যতে উজ্জল করবে। ধন্যবাদ আপু $PUSS নিয়ে আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন $PUSS আমাদের সবার ভবিষ্যত সুন্দর করবে। মতামতের জন্য ধন্যবাদ আপু।

  ·  3 months ago (edited)

আমাদের সবারই এই একই সমস্যা হয়েছে । অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে তারপর শেষ পর্যন্ত আমরা করতে পেরেছি এবং সবাই যে $puss টোকেন কিনে রাখতে পেরেছে এটাই বড় কথা । আসলেই ট্রেড করতে পারলে কিন্তু ভালই লাগে।

আমাদের ভালোবাসায় একদিন $puss পৌছে যাবে বহুদূর।মতামতের জন্য ধন্যবাদ।

সাগর ভাইয়ার সাহায্য নিয়ে আপনি একাউন্ট তৈরি করে পুশ কয়েন সংগ্রহ করলেন জেনে খুবই ভালো লাগলো। এখন আমাদের উচিত হবে কয়েন গুলোকে হোল্ড করে রাখা।আর তাতেই মঙ্গল।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আমরা যদি $puss হোল্ড করে রাখি তবে, আমাদেরই ভালো হবে।

আসলে আপু tronlink app কানেক্ট করতে অনেকেরই ঝামেলা পোহাতে হয়েছে। যেহেতু প্রায় সবারই অজানা ছিল। শেষ পর্যন্ত্য আপনি সাগর ভাইয়ের মাধ্যমে tronlink app ক্রিয়েট করতে পেরেছেন জেনে ভালো লাগলো। তারপরেও আপনি বাই সেল করা শিখেছেন এবং আনন্দ উপভোগ করেছেন। যা আমাদের প্রাণপ্রিয় দাদর উদ্দেশ্য সফল হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেকেরই সমস্যা হয়েছে tronlink app কানেক্ট করতে ।শেষ পর্যন্ত পেরেছে এবং কিছু $puss টোকেন কিনতে পেরেছি তাতেই আনন্দ। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ অবশ্যই দাদার উদ্দেশ্য সফল হবে। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি পড়ে। আসলে বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি এক একজন এক একজনের নিজস্ব মতামত পেশ করছে পোষ্টের মধ্যে দিয়ে। আর এভাবেই বেশ অনেক কিছু ধারনা পেয়ে গেলাম কয়েন সম্পর্কে। যদিও ট্রেড সম্পর্কে তত একটা ধারণা ছিল না। তবে মোটামুটি আইডিয়া পেয়ে গেছি।

বিভিন্ন জনের অনুভূতি পড়ে আমিও অনেক কিছু জানতে পারলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।