সবাইকে শুভেচ্ছা।
আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
ফুটবল সারা বিশ্বের মানুষের জনপ্রিয় খেলা। খেলাই পারে ধর্ম-বর্ণ -ধনী-গরীব সব মানুষকে এক কাতারে নিয়ে আসতে। কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২,২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বুদ করে রেখেছিল মানুষকে। ৩২ টি দলের জমাট আসরে অনেক ঘটন অঘটনের মধ্য দিয়ে ফাইলালে ৩৬ বছরের খরা কাটিয়ে ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার হাতে শিরোপা উঠে।আজকে এই পোস্টের মাধ্যমে অভিনন্দন আর্জেন্টিনা ফুটবল দলকে।
মানুষের উম্মাদনার সাথে তাল মিলিয়ে প্রিয় আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ২৮ !! এসো নিজে করি - বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করেছে এজন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।এই প্রতিযোগিতায় বিশ্বকাপ নিয়ে DIY প্রজেক্ট নিয়ে আমিও হাজির হয়েছি। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার তাদের অভিনন্দন জানিয়ে একটি কার্ড তৈরি করেছি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
যে যে উপকরণ ব্যবহার হয়েছেঃ
১। সাদা আর্ট কাগজ
২। সাদা কাগজ
৩।পেন্সিল
৪। কাচি
৫। বিভিন্ন রং এর সাইন পেন
৬। কম্পাস
৭। রাবার
৮। স্কেল
৯। গাম
১০। আকাশী রং এর রং পেন্সিল।
কিভাবে তৈরি হলো কার্ডটিঃ
১ম ধাপঃ
প্রথমে আর্ট পেপারকে দুভাজ করে নিতে হবে। এরপর কাগজটিতে ১০' ব্যাসার্ধের একটি অর্ধ বৃত্ত একে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে আকা হয়েছে।
২য় ধাপঃ
এরপর কেটে নেয়া আর্ট পেপারটিতে বলের মোটিভ দেয়ার জন্য নিচের ছবির মতো করে এক টুকরো কাগজে কেটে নিতে হবে।নিচের ছবিতে যেভাবে কাটা হয়েছে।
৩য় ধাপঃ
এবার কেটে নেয়া অর্ধবৃত্ত কাগজটিতে কেটে নেয়া বলের মোটিভটি সম্পূর্ণ কাগজটিতে একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে ।
৪র্থ ধাপঃ
এবার একটি আকাশী রং এর সাইন পেন দিয়ে নিচের ছবির মতো করে রং করে নিতে হবে।
৫ম ধাপঃ
এরপর কাগজটিকে দুভাজ করে নিয়ে কেটে নেয়া আর্ট পেপারের সাইজে একে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
৬ষ্ঠ ধাপঃ
এবার কেটে নেয়া সাদা কাগজটীর দুপাশে ১সেন্টি মিটার রেখে দাগ দিয়ে নিতে হবে। উলম্ব ৭ সেন্টি মিটার এবং আড়াআড়ি ১৩ সেন্টি মিটার দাগ দিয়ে নিতে হবে। নিচের ছবির মতো করে।দাগ বরাবর কেটে নিতে হবে। এরপর কাটা অংশটিকে ভাজ করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। নিচের ছবির মতো করে।
৭ম ধাপঃ
এ ধাপে সাদা কাগজটিকে পাশে ১/২ সেন্টি মিটার রেখে দাগ দিয়ে নিতে হবে। যা লম্বায় ৪ সেন্টি মিটার এবং পাশে ১১ সেন্টিমিটার হবে। এবার দাগ বরাবর কাগজটি এক ভাজে কেটে নিয়ে ভাজ করে নিতে হবে। নিচের ছবির মত করে। এরপর ভাজ করা কাগজটি কে পূর্বে যেভাবে ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে অনুরুপ ভাবে ঢুকিয়ে দিতে হবে।
৮ম ধাপঃ
এরপর কাগজটিকে উল্টিতে নিয়ে কাগজের যে অংশটি ১৩ সেন্টি মিটার রয়েছে সে অংশটি দুপাশে ১/২ সেন্টি মিটার কাগজ রেখে ২ সেন্টি মিটার ১ সেন্টি মিটার এ ভাবে ৮টি দাগ দিয়ে নিতে হবে। নিচের ছবির মতো করে। এরপর দাগ বরাবর কেটে নিতে হবে। কেটে নেয়া ২ সেন্টি মিটার কাগজটিকে পূর্বের কাগজের মতো করে ভাজ করে নিতে হবে। এরপর ভাজ করা কাগজটি কে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। নিচের ছবির মত করে।এরপর অতিরিক্ত কাগজটি কেটে নিতে হবে।
৯ম ধাপঃ
কেটে নেয়া সাদা কাগজটিতে দাগ একে নিতে হবে।এবং রং করে নিতে হবে নিচের ছবির মতো করে। কেটে নেয়া কাগজগুলো সিড়ির মতো ৩ট ধাপ তৈরি করেছে। এই ৩টি ধাপে নিচের ছবির মতো করে লিখে নিতে হবে বাক্য গুলো।
১০ম ধাপঃ
এবার ওয়ার্ল্ড কাপ ট্রফির ছবি একে রং করে নিতে হবে। রং করা হলে কেটে নিতে হবে।
১১ তম ধাপঃ
এবার কাগজটি কে নিচের ছবির মতো করে আর্ট পেপারের সাথে গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।
শেষ ধাপঃ
আর এভাবেই তৈরি হয়ে গেল ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের জন্য কার্ড।
তিন দিন ধরে অনেক কাগজ কলম কালি ও সময় ব্যয় করে কার্ডটি তৈরি করেছি। বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের DIY প্রজেক্টে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের জন্য আমার তৈরি কার্ডটি? প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি সকলকে আমার শুভেচ্ছা।
সবাইকে অনেক ধন্যবাদ।
মোবাইল ফটোগ্রাফিঃ এ১০
আপু খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। বল আর ট্রফি দেখতে বাস্তবের মতো লাগছে। এই দুটো জিনিস আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার এই ডাই প্রজেক্ট অসাধারণ হয়েছে। ধাপগুলি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল খেলায় শিরোপা হয়েছে ভালো লেগেছে কারণ যে দল ভালো করবে সেই তো এই শিরোপা জিতবে।আপনি শিরোপা জিতায় আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে বেশ সুন্দর একটি অভিনন্দন কার্ড তৈরি করেছেন এবং আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৮ অংশ গ্রহণ করেছেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই প্রতিযোগিতা উপলক্ষ্যে অনেক সুন্দর সুন্দর ডাই দেখতে পাচ্ছি। আপনি খুবই সুন্দর ভাবে আর্জেন্টিনার জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আমার কাছে ডিজাইন টা একটু বেশি ভালো লেগেছে। খুবই ভালো একটি আইডিয়া ছিল কিন্তু। আপনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লেগেছে। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে মনে হয়। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতা উপলক্ষে এত সুন্দর একটি কার্ড তৈরি করে সবার সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ কাজটি করতে আমার প্রায় একদিন এর মতো সময় লেগেছে। এবং প্রছুর কাগজ নস্ট করেছি। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি তো দেখছি অনেক দক্ষতার সাথে খুবই সুন্দর একটি ডাই তৈরি করেছেন আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়ে। কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটি উঠেছে। আপনি যে ট্রফিটি অঙ্কন করেছেন তা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরকম ডাই গুলো দেখলে সবাই পছন্দ করবে। সবার কাছেই ভালো লাগবে। খুবই সুন্দরভাবে উপস্থাপনা ও করেছেন আপনি। খুবই ইউনিক আইডিয়া ছিল এটি। ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি জিনিস বানিয়েছেন। পুরো জিনিসটা একসাথে দেখতে চমৎকার লাগছে । তবে আপনি যে বিশ্বকাপের ট্রফি বানিয়েছেন তার নিচের দিকের ফিনিশিং একটু বাঁকা হয়েছে । তা ছাড়া বাদবাকি পুরো জিনিসটা অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন দেখে খুব ভাল লাগলো। আর্জেন্টিনা জয়ী হয়েছে, তাই তাদের জন্য একটি অভিনন্দন কার্ড করেছেন খুব সুন্দর হয়েছে। আপনার উপস্থাপন খুব সুন্দর হয়েছে।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর করে আর্জেন্টিনার জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু এটি তৈরি করতে বেশ সময় ও কাগজ নস্ট করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারন হয়েছে কার্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit