সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, গতকালেই বলেছি, ঢাকায় শীতের প্রকোপ কমতির দিকে। আর এই হালকা শীতের আমেজে হাজির হয়েছি একটি আলপনার নিয়ে। আর আজকের আলপনা হচ্ছে একটি রঙিন বাহারি আলপনা। আমাদের লোকসংস্কৃতির অন্যতম শক্তিশালী ধারা ছিল কারুকার্যময় আলপনা! ক্ষণস্থায়ী লোকশিল্প হিসেবে গ্রামীণ সমাজের নানাবিধ আচার-অনুষ্ঠান ও গৃহসজ্জ্বায় আলপনা অংকন ছিল রীতি। আজ তা প্রায় বিলিন হতে বসেছে। এখন শহুরে বাবুদের বিভিন্ন অনুষ্ঠানে শোভা বর্ধণে কারুকার্যময় বাহারি আলপনা দেখা যায়। বন্ধুরা, আজকের আলপনাটি-লাল ও-সবুজ রঙের সমাহারে তুলির আচড়ে নয়,সাইন পেন- পেন্সিলের আচড়ে সাদা কাগজে ফুটিয়ে তোলা একটি রঙ্গিন বাহারি আলপনা। আজকের রঙিন বাহারি আলপনাটি আপনাদের ভালো লাগবে আশাকরি। প্রিয় বন্ধুরা, আর দেরি নয় চলুন,ধাপে ধাপে দেখে নেয়া যাক,কিভাবে সাদা কাগজে সাইন পেন-পেন্সিল দিয়ে অংকিত হলো একটি সুন্দর রঙিন বাহারি আলপনা।
উপকরণ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। পেন্সিল কম্পাস
৬।স্কেল
১ম ধাপ
প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
২য় ধাপ
এরপর ৫টী বৃত্ত একে নিতে হবে। যেহেতু বৃত্তের মধ্যে আলপনা আকা হবে।
৩য় ধাপ
এরপর বৃত্তের কেন্দ্র বিন্দু হতে কিছু রেখা একে নিতে হবে। যাতে আলপনাটি প্রতিটি ডিজাইন সমান হয়।
৪র্থ ধাপ
এই ধাপে এসে বৃত্তের মাঝে কিছু পাতা একে নিতে হবে ফুল আকার জন্য।ছবির মতো করে।
৫ম ধাপ
ক্রমান্বয়ে আরো কিছু ডিজাইন একে নিতে হবে অবশিষ্ট বৃত্তগুলোতে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
৬ষ্ঠ ধাপ
এরপর আকা আলপনার ডিজাইনটি লাল ও সবুজ রং এর সাইন পেন দিয়ে রং করে নিতে হবে। তাহলে আকা হয়ে যাবে একটি রঙ্গিন বাহারি আলপনার ডিজাইন।
শেষ ধাপ
এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আলপনা আকা।
উপস্থাপনা
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা আশাকরি আমার আজকের কারুকার্যময় রঙ্গিন বাহারি আলপনা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হয়ে উঠে! আপনাদের সবার মঙ্গলময় জীবন কামনা করে আজকের মত বিদায়।
চমৎকার একটি আলপনা তৈরি করেছেন, অনেক সময় ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম আলপনা তৈরি করা হয় নিঃসন্দেহে এই ধরনের আল্পনা গুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে, খুবই সুন্দর হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু চমৎকার একটি আলপনা এঁকে আজ শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে।গায়ে হলুদের সময় এমন আলপনা করলে খুব সুন্দর লাগে ঘর।সুন্দর এই আলপনাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit