লাইফস্টাইল : বৃক্ষ মেলায় একদিন।

in hive-129948 •  2 months ago 

সবাইকে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন।আজ ১৭ ই শ্রাবণ ১৪৩১ বঙ্গব্দ।১ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।

IMG_20240711_170923.jpg

সকাল থেকেই বৃষ্টি।গুড়ি গুড়ি বৃষ্টি। সারাদেশেই বৃষ্টি হচ্ছে কমবেশি। বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আশাকরি মানুষ বরাবরের মত এবারো পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি লাইফস্টাইল পোস্ট নিয়ে।আশাকরি পোস্টটি ভালো লাগবে আপনাদের এবং বরাবরের মত সাথেই থাকবেন।

IMG_20240711_174200.jpg

IMG_20240711_180534.jpg

বৃক্ষ আমাদের উপকারী বন্ধু।নি:স্বার্থ উপকারী। বৃক্ষের উপকারের কথা বলে শেষ করা যাবেনা।শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের যে অবদান তাই শোধ দেওয়ার সাধ্য আমাদের নেই। ফুল,ফল ও কাঠের কথা বাদেই দিলাম। বন্ধুরা,সেই পরম উপকারী বন্ধুদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বৃক্ষ মেলা।সেই মেলায় ভ্রমণ নিয়েই আমার আজকের লাইফস্টাইল পোস্ট। গত ৫ই জুন হতে ১৩ ই জুলাই পর্যন্ত ছিল মেলা।সকাল ১০ টা রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা ছিল উন্মুক্ত। এবারের বৃক্ষ মেলার প্রতিপাদ্য ছিল " বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ"।প্রতি বছরের ন্যায় ঢাকার আগারগাও এর সাবেক বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়ে গেল।সরকারি বেসকারি অনেক প্রতিষ্ঠান নানা প্রজাতির বৃক্ষের সমাহার ঘটিয়ে স্টল গুলো সাজিয়েছিল। বিভিন্ন জেলায়ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়।আর ঢাকায় বেশ বড় পরিসরে এই মেলা অনুষ্ঠিত ।মানুষ যে এধরণের মেলা পছন্দ করে উপস্থিতি দেখলেই বুঝা যায়।আমি গত ১১ জুলাই বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলায় বিভিন্ন গাছ,ফুল দেখে প্রকৃতির সানিধ্যে কাটিয়েছি। কিভাবে ৩ ঘন্টা সময় কটিয়েছি বুঝতেই পারিনি।

IMG_20240711_180312.jpg

IMG_20240711_181819.jpg

মেলা মানেই সমাহার। চেনা অচেনা অনেক বৃক্ষের সিমাহার। কত নতুন নতুন গাছ দেখতে পাওয়া যায় তার হিসেব নেই।আর গাছ প্রেমিরা বিভিন্ন ধরনের পছন্দের গাছ কিনে এই মেলা থেকে। কাঠ,ফল ফলাদি থেকে শুরু করে এমন কোন ফুল নেই যে পাওয়া যায়না এই মেলায়। শুধু দেশি না বেদেশী অনেক বৃক্ষই ছিল মেলায়। অর্কিড থেকে বনসাই।সবই ছিল মেলায়।ল্যান্ডস্কেপ এর কয়েকটি প্যাভিলিয়ন দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের। অল্প জমিতে দৃষ্টি নন্দন বাড়ি।গাছ গাছালিতে ভরা।পুকুর, পানির ফোয়ারা দৃষ্টি নন্দন বাড়ির উপস্থাপন। এছাড়া গাছ গাছালি সংক্রান্ত সবকিছুর স্টল ছিল মেলায়।যেমন টব,সার,মাটি প্রভৃতি। এধরণের মেলায় গেলে প্রাণটা ভরে যায়। ৩ ঘন্টা থেকেও মনে হয়েছিল আরও থাকলে ভালো হত। কিন্তু রাত ৮ টায় মেলার গেইট বন্ধ।তাই চলা আসা। প্রতি বছর যেহেতু জাতীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয় তাই ইচ্ছে আছে আরো সময় নিয়ে এই মেলায় যাওয়ার। আজ এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi note A-5
তারিখ১ আগাস্ট,২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

তিন ঘণ্টা সময় কাটিয়েছেন! বেশ অনেকটা সময় কাটিয়েছেন বৃক্ষ মেলায়। মেলায় গিয়ে বিভিন্ন ধরনের গাছ গাছালি দেখতে পারলে আসলেই ভালো লাগে। চমৎকার মুহূর্ত কাটিয়েছেন সেখানে। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু।

জি আপু বেশ ভালো সময় কাটিয়েছি বৃক্ষ মেলায়।অনেক নতুন নতুন গাছ দেখতে পেয়ে বেশ ভালো লেগেছে।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

কিছুদিন আগে আমিও এক বৃক্ষ মেলায় গিয়েছিলাম। বর্তমানে সারা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে এই বৃক্ষ মেলা গুলোর আয়োজন করা হচ্ছে। যদিও গাছের দাম কিছুটা বেশি। যার ফলে মেলাতে ক্রেতা কম দেখা যায়। ধন্যবাদ।

ঠিক বলেছেন ক্রেতা কম গাছের দামের কারনে।তবে নতুন নতুন গাছে দেখতে বেশ ভালো লাগে।