সবাইকে শুভেছা।
বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এইপ্রত্যাশা করি। আমিও ভালো আছি। আজ ২৪শে মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।০৭ ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ। আজ আমার উপস্থাপন একটি জেনারেল রাইটিং। আশাকরি ভালো লাগবে আপনাদের।
ফেব্রুয়ারী মাস আমাদের ভাষার মাস।অনেক লড়াই সংগ্রাম ও ইতিহাস সৃষ্টির মাস।এমাসেই বাংলা ঋতুর পরিবর্তন। আগুন ঝরা ফাগুনের আগমন।বসন্ত বরণ।মনে দোল দিয়ে যায়-প্রেমের মাস। সবচেয়ে মজার ব্যাপার প্রেমের দোলা সর্বত্র এক রকম। আমরা যখন বসন্ত এসে গেছে বলে, প্রেমে চঞ্চল হয়ে উঠি। ঠিক তখনি বিশ্বব্যাপী প্রেমের জোয়ার। ভালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস উদযাপনের সাজ সাজ রব। বন্ধুরা,আমার আজকের আলোচনা ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন নিয়ে। আপনারা জানেন ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। গত শতাব্দীর ৯০ দশক থেকে ব্যাপক আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে আমাদের দেশে। আবার এখন ভ্যালেন্টাইন ডের ঠিক সাত দিন আগে থেকে শুরু হয় উদযাপন। ভ্যালেন্টাইন উইক।ভালোবাসার সপ্তাহ। আবার কেউ কেউ বলেন প্রেম সপ্তাহ।আর এই প্রেম সপ্তাহের ১ম দিন রোজ ডে বা গোলাপ দিবস। আমার আজকের আলোচ্য বিষয় রোজ ডে নিয়ে। হ্যাপি রোজ ডে।
কর্পোরেট গ্রুপ গুলোর কল্যাণে যা এখন তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক ভাবে উৎসবের আমেজ নিয়ে এসেছে। অবশ্য এসব উৎসবের ব্যবসায়িক মূল্য অনেক।এই সাত দিন ফুলের দাম আকাশ ছোঁয়া। একটি গোলাপ বিক্রি হচ্ছে কমপক্ষে ৬০/৭০ টাকায়।আর কর্পোরেট গ্রুপ গুলোর চলছে অসংখ্য কাপল অফার।
গোলাপ ভালোবাসা ও সৌন্দর্যের প্রতিক।প্রেমের প্রস্তাবে,অভিমান ভাঙ্গাতে বা যে কোন আনন্দময় মুহুর্তকে স্মরণীয় করে রাখতে আমরা প্রিয়জনকে গোলাপ ফুল উপহার দিয়ে থাকি।আর ফুল ভালোবাসেনা, বিশেষ করে গোলাপ ফুল, সে ধরণের মানুষ খুজে পাওয়া মুশকিল।আজ প্রিয় মানুষকে গোলাপ ফুল উপহারের দিন।
সুপ্রাচীন কাল থেকেই ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপের ব্যবহার। সেই রোমান সম্রাজ্য থেকে মোঘল আমল,আধুনিক কালে রাণী ভিক্টোরিয়ার যুগ থেকে বর্তমান, গোলাপের প্রচলন বিদ্যমান।বরং বাড়ছ দিন দিন। কথিত আছে সম্রাট জাহাঙ্গীর প্রতিদিন একটি করে তাজা গোলাপ রাণীকে উপহার দিতেন। রাণী নুরজাহান লাল গোলাপ পছন্দ করতেন। এভাবেই তাদের প্রেম বিখ্যাত হয়ে উঠে।আর এভাবেই ভালোভাসা প্রকাশে গোলাপ নিবেদদনের প্রাচীন রীতি থেকেই একদিন ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিনটি হয়ে উঠে রোজ ডে বা গোলাপ দিবস।
গোলাপ বিভিন্ন রঙের হয়ে থাকে। সাদা গোলাপ ক্ষমা চাওয়ার প্রতীক। কমলা গোলাপ,পছন্দ জানানোর প্রতীক।হলুদ গোলাপ, বন্ধুত্বের প্রতীক। গোলাপি গোলাপ, সেরা বন্ধুত্বের প্রতীক আর লাল গোলাপ, ভালোবাসার প্রতীক। আজ আপনি আপনার ভালোবাসার মানুষকে লাল গোলাপ উপহার দিতে ভুলবেন না কিন্তু!! প্রিয় মানুষকে গোলাপ উপহার দিয়েই শুরু হোক ভ্যালেন্টাইন সপ্তাহের বা প্রেম সপ্তাহের প্রথম দিন।ভালোবাসার জয় হোক। হ্যাপি রোজ ডে।
পোস্ট বিবরণ
পোস্ট | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Redmi Note A5 |
তারিখ | ৭ ফেব্রুয়ারি,২০২৪ইং |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রোজ ডে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ লেখা আপনি লিখেছেন। ঠিক বলছেন বর্তমান সময়ে কর্পোরেট গ্রুপ কিংবা ফুলের বিজনেসে অনেক বেশি সাড়া দিয়েছে। যেহেতু মানুষ এই দিন গুলো অনেক সুন্দর ভাবে উদযাপন করে থাকেন। বিশেষ করে তরুণ-তরুনিরা এই দিনের প্রতি অনেক বেশি উৎসাহ থাকেন। তাছাড়াও এই মাস আমাদের জাতির জন্য অনেক গৌরবের। অনেক অহংকারের একটি দিন। গোলাপের খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে পোস্টটি শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা। আমাদের অহংকারের মাস এই ফেব্রুয়ারি মাস। ভাষার মাস। আর সেই সাথে ভালোবাসার মাস। আমার লিখাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গেছে। আর প্রথম দিনই রোজ ডে তে আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে সেই মুহূর্তগুলো তুলে ধরেছেন। আরও এত সুন্দর একটি গোলাপ ফুল ও শেয়ার করেছে দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ভালোবাসার মাস শুরু। যদিও ভালোবাসা কোন দিনে সীমাবদ্ধ নয়। তবে উদযাপন করার জন্য একটি দিন বেছে নেয়া। অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit