ডাই পোস্টঃক্লে দিয়ে বানানো ওয়ালমেট।

in hive-129948 •  29 days ago 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।

d36.jpg

d40.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ডাইটি তৈরি করেছি এসো নিজে করি সপ্তাহের শেষ দিনের জন্য। আর ডাইটি হলো একটি ফুলের ওয়ালমেট। ওয়ালমেটটি বানিয়েছি ক্লে দিয়ে ।ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাই প্রায়ই ক্লে দিয়ে বানানো বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তারই ধারাবাহিকতায় আজ একটি ওয়ালমেট বানালাম। এ ধরনের ওয়ালমেট ঘর সাজাতে ব্যবহার করতে পারি। এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ওয়ালমেটটি বানাতে যদিও সময় লেগেছে ,তবুও বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। আজ আমি এই ওয়ালমেট বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের। ওয়ালমেট বানাতে আমি ব্যবহার করেছি কার্টুন বোর্ড ও ক্লে ,পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেই ওয়ালমেট তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ডাইটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

d25.jpg

d37.jpg

d38.jpg

১।কার্টুন বোর্ড
২।গাম
৩।বিভিন্ন শেডের পোস্টার রং
৪।বিভিন্ন সাইজের তুলি
৫।ক্লে টুলস
৬।বিভিন্ন রং এর ক্লে
৭।সাদা রং এর জেল পেন
৮।ওয়ান টাইম কাপ

ওয়ালমেট তৈরির ধাপ সমুহ

ধাপ-১

d25.jpg

d26.jpg

প্রথমে ওয়ালমেট বানানোর জন্য এক টুকরো কার্টুন বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের এক পাশের কাগজ তুলে নিয়েছি।এতে দেখতে ঢেউ ঢেউ মনে হবে ওয়ালমেটটি।

ধাপ-২

d24.jpg

d23.jpg

d27.jpg

কেটে নেয়া কার্টুন বোর্ড এর এক পাশের কাগজ তুলে নেয়াতে বোর্ডটি পাতলা হয়ে গেছে। তাই এটিকে শক্ত করার জন্য একই সাইজের আরেকটি বোর্ড কেটে নিয়েছি। এবং তার সাথে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৩

d22.jpg

এবার বোর্ডটিতে সবুজ ও আকাশী রং করে নিয়েছি। ফলে দু'রং এর শেডের মতো হয়েছে দেখতে।

ধাপ-৪

d13.jpg

d12.jpg

d11.jpg

d14.jpg

d19.jpg

এবার গোলাপী রং এর ক্লে দিয়ে ৫টি পাপড়ি ও হলুদ রং এর ক্লে দিয়ে কেশর বানিয়ে নিয়েছি ফুলের। এবার প্রতিটি পাপড়িতে কেশরগুলো লাগিয়ে দিয়েছি। এবং পাপড়িগুলো পরপর লাগিয়ে একটি ফুল বানিয়ে নিয়েছি।একইভাবে আরও দু'টো ফুল বানিয়ে নিয়েছি বেগুনী ও পিচ রং এর।

ধাপ-৫

d6.jpg

এবার পিচ রং এর ফুলটিকে হলুদ রং করে নিয়েছি। এবং লাল রং দিয়ে কিছু শেড দিয়ে নিয়েছি ফুলটিতে।

ধাপ-৬

d10.jpg

d7.jpg

এবার সবুজ রং এর ক্লে দিয়ে কিছু পাপড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

d4.jpg

d2.jpg

এবার ওয়ান টাইম কাপ হাফ করে কেটে নিয়েছি ফুলদানি বানানোর জন্য। কাপটি সুন্দর করার জন্য কমলা রং এর ক্লে লাগিয়ে নিয়েছি কাপটিতে।

ধাপ-৮

d9.jpg

d3.jpg

d1.jpg

এবার রং করা কার্টুন বোর্ডটিতে সবুজ রং এর ক্লে দিয়ে ডাল বানিয়ে লাগিয়ে দিয়েছি। সেই সাথে বানানো ফুল ও পাতাগুলো লাগিয়ে দিয়েছি গাম দিয়ে। এবং কাপ দিয়ে বানানো ফুলদানিটিও গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৯

d8.jpg

d28.jpg

এবার বিভিন্ন রং এর ক্লে দিয়ে কিছু কলি বানিয়ে লাগিয়ে দিয়েছি। সেই সাথে ফুলদানিটিতেও কিছু ডিজাইন করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে।সেই সাথে আরও কিছু ছোট ফুল বানিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১০

d34.jpg

d33.jpg

d30.jpg

এবার প্রজাপতির পাখা বানিয়ে নিয়েছি গোলাপী রং এর ক্লে দিয়ে। এবং কালো ক্লে দিয়ে প্রজাপতির শরীর বানিয়ে নিয়েছি। প্রজাপতিটি ফুলের কলির উপর বসিয়ে দিয়েছি। প্রজাপতিটি যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য পাখায় লাল রং করে নিয়েছি। এবং শরীরের সাদা রং এর জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং চোখ এঁকে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো ক্লের ওয়ালমেটটি।

উপস্থাপন

d35.jpg

d39.jpg

আশাকরি ক্লে দিয়ে বানানো ওয়ালমেটটি আপনাদের ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের ডাই পোস্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই ওয়ালমেট বানানো দেখে আমি খুশি হয়েছি অনেক। ফুল আকৃতির হওয়ায় অনেক ভালো লেগেছে। বিশেষ করে বড় ফুলটা দেখতে একদম দুপুর মনি ফুলের মত হয়েছে। সব মিলে কিন্তু দারুণ লাগছে দেখতে।

দুপুর মনি ফুল আমি দেখিনি। তাবে আপনার কাছে নামটা শুনে বেশ ভালই লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ,

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

ক্লে দিয়ে বানানো ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

আমরাও বেশ ভালো লাগে ক্লের ওয়ালমেটগুলো। তাই চেস্টা করি মাঝে মাঝে বানাতে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

আপু ওয়ালমেট টি অসম্ভব সুন্দর হয়েছে।ফুল গুলো দেখে জীবন্ত মনে হচ্ছে। আর তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

বেশ সময় নিয়ে বানিয়েছি ওয়ালমেটটি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট আজ তৈরি করলেন আপু।ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে।ফুল,ফুলের কলি সবকিছু মিলে মিশে দারুন একটি ডাই পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ধাপে ধাপে তুলে ধরার জন্য।

আমি চেস্টা করেছি ওয়ালমেটটি সুন্দরভাবে বানাতে। ধন্যবাদ আপু।

ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এত সুন্দর একটি ওয়ালমেট ওয়ালে টাঙ্গিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখাবে। আপনি বিভিন্ন রঙের ফুলের কালার দিয়ে তৈরি করেছেন তাই খুবই সুন্দর দেখাচ্ছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

জি আপু দেয়ালে টাঙ্গিয়ে রেখেছি। দেখতে বেশ সুন্দর লাগছে ।মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার কাছে ফুলের তৈরি করা ওয়ালমেট গুলো একটু বেশি ভালো লাগে।আর ক্লে ব্যবহার করে যে কোন ধরনের ওয়ালমেট তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে ব্যবহার করে একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা এতো সুন্দর একটি ওয়ালমেট দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

কি দারুণ বানিয়েছেন আপু ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট টি। দারুণ বানিয়েছেন। দেখতে খুব সুন্দর হয়েছে। ধাপে ধাপে ফুল পাতা ডাল বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্লে দিয়ে ওয়ালমেট টি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আমি চেস্টা করেছি ওয়ালমেট বানানোর প্রতিটি ধাপ শেয়ার করতে। আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপু।

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সময় লাগলেও এ ধরনের কাজ শেষ করার পর বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

কি অপূর্ব হয়েছে আপু ওয়ালমেটটি৷ আমি আপনাদেএ ক্লে ওয়ার্কগুলো শুধুই দেখি৷ অসম্ভব ভাল লাগে৷ ফুলগুলো রেণু সমেত হএয়ার ফলে আরই দেখতে ভাল লাগছে।

ফুলগুলো বানানোর পর কেমন যেন খালি খালি লাগছিলো। তাই রেনু দিয়ে দিলাম।

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ক্লে'র কালার কম্বিনেশনটি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

ক্লে দিয়ে বানানো যে কোন জনিস বেশ সুন্দর লাগে। আমার বানান ক্লের ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

অসম্ভব সুন্দর হয়েছে আপু। কেন জানিনা আপনার তৈরি করা যেকোনো ধরনের ডাই এবং আর্ট পোস্ট আমার কাছে সব সময় বেশি ভালো লাগে। আপনার দক্ষতা আছে বলতে হবে আপু। কি দারুণভাবে ওয়ালমেট তৈরি করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে আপু। কত সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন। তৈরি পদ্ধতিটি চমৎকার লাগলো। সুন্দর এই ওয়ালমেটটি ঘরের যে কোন জায়গায় রেখে দিলে দেখতে দারুন লাগবে। চমৎকার পোস্টটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

আমি ধন্য যে আমার বাননো কাজগুলো আপনার ভালো লাগে। চেস্টা করে যাচ্ছি এই আরকি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Daily task

dt1.png

dt2.png

dt3.png

ক্লে দিয়ে বানানো ফুলের ওয়ালমেট টি অসাধারণ লাগছে আপু। অনেকটা তাজা ফুলের তোড়ার মতো মনে হচ্ছে। বেশ ভালো লেগেছে আমার। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

বাহ্ আপু আজকে আপনি ক্লে দিয়ে চমৎকার অরিগামি তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে। এটা সত্যি বলেছেন এ ধরনের অরিগামি গুলো ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

আমি ক্লে দিয়ে ওয়ালমেট বানিয়েছি ভাইয়া। তবে আমার বানানো ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

ক্লে দিয়ে খুবি সুন্দর ওয়ালমেট তৈরি করলেন। দেখতে পেয়ে ভালো লাগলো। অসাধারণ হয়েছে। আপনার ওয়ালমেট আমি দেখে মুগ্ধ হলাম।

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

জাষ্ট অসাধারণ এবং নিখুঁত সুন্দর 😍
আপনার ডাই প্রজেক্ট মানেই অসাধারণ কিছু। মাঝে মাঝে এমন চমৎকার সব কাজ নিয়ে হাজির হয়ে যান সত্যিই অবাক হতে হয়। আজকের ডাই প্রজেক্ট দেখতে অসম্ভব ভালো লাগলো আপু। এভাবেই এগিয়ে যেতে থাকুন দোয়া রইল।

আমি সব সময় চেস্টা করি কিছুটা ভিন্ন ধরনের ডাই শেয়ার করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাইগুলো তৈরি করতে। এরকম সুন্দর ওয়ালমেট সব সময় দেখতে চাই।

অনেক ধন্যবাদ ভাইয়া।

ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। আপনি অনেক সুন্দর ভাবে ফুল টা তৈরি করেছেন তাই এটা দেখতে খুবই সুন্দর লাগছে।

চর্চা করলেই দক্ষ হওয়া যায়। আমি চেস্টা চালিয়ে যাচ্ছি নিজেকে দক্ষ করার। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

অসাধারণ হয়েছে আপনার ক্লে দিয়ে বানানো আজকেল ওয়ালমেটটি। বেশ সুন্দর করে কালার ফুল ক্লে দিয়ে আপনি আপনার ওয়ালমেটটি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

কালারফুল করার জন্যই ওয়ালমেট তৈরিতে রঙ্গিন ক্লে ব্যবহার করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ক্লে দিয়ে এখন কম বেশি সবাই চমৎকার সব পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করেন। আপনার তৈরি করা টপ সহ ফুলের ওয়ালমেট দেখতে অসাধারন হয়েছে। ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে।

দেয়াল ঝুলিয়ে রেখেছি ওয়ালমেটটি। এর দেখতেও বেশ সুন্দর লাগছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

ক্লে ব্যবহার করে খুবই সুন্দর দেখতে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপু, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আর প্রচুর সময় ব্যবহার করে আপনি এটা তৈরি করেছেন। এই ধরনের দক্ষতা মূলক কাজগুলো দেখলে প্রশংসা না করে থাকা যায় না। বিভিন্ন কালারের ফুল তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। এটা ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগবে।

আমি চেস্টা করি সুন্দর সুন্দর কাজ উপহার দেয়ার জন্য। আর আমার কাজ আপনাদের ভাল লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু ।

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন। আপনার এত সুন্দর ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলগুলো দেখতে অনেকটা জবাব ফুলের মত দেখাচ্ছে। আপনি খুব সুন্দরভাবে ফুলগুলো তৈরি করেছেন। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

বাহ চমৎকার আপু। খুবই সুন্দর লাগছে। ক্লে দিয়ে ওয়ালমেট টা বেশ চমৎকার তৈরি করেছেন। দেখে বেশ লাগছ। এবং পোস্ট টা খুবই চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

ক্লে দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর হয়।আর আমার বানানো ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

আপু আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। অনেক সময় নিয়ে কাজ করেছেন আপনি। ওয়ালমেট দেখতে বেশ ভালো লাগছে।

জি আপু বেশ সময় লেগেছে ওয়ালমেটটি বানাতে। ধন্যবাদ আপু।

আপু ক্লে দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। আপনি দেখতেছি ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। তবে আপনার ফুলের ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর ক্লে নরম এই কারণে যে কোন কিছু বানাতে বেশ ভালই লাগে। চমৎকার একটি ওয়ালমেট শুরু থেকে শেষ পর্যন্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

ঠিক তাই ক্লে দিয়ে বানানো কাজগুলো দেখতে একটু বেশিই সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেটটি দেখতে অসাধারণ লাগছে।বিশেষ করে ফুল গুলো দেখতে খুবই দারুণ লাগছে। আপনি অনেক দক্ষতার সাথে এবং ধৈর্য সহকার কাজটি করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।