রেনডম ফটোগ্রাফি।

in hive-129948 •  last year 

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমি আছি মোটামোটি। আজ ১২ই পৌষ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৭ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।
বছর শেষ হতে চলছে। চার দিন পরেই নতুন বছরের শুরু। ফেলে আসা বছরের হিসেব নিকেশ মেলাতে এখন ব্যস্ত সবাই।পাশাপাশি আগামি বছরের প্লান-পরিকল্পনা, লক্ষ্য-উদ্দেশ্য নিরুপণ হোক, গত বছরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার কববো। বিভিন্ন বিষয়ের উপর ফটোগ্রাফি। ছবি গুলো গ্রামের বাড়িতে তোলা।গ্রামে যখন যেটা পেয়েছি, ভালো লেগেছ, তুলে রেখেছি। সেখান থেকে বাছাই করে কয়েকটি ছবি শেয়ার করবো আজ। যেখানেই যাই চিন্তা থাকে, আমার বাংলা ব্লগের বন্ধুদের সাথে, শেয়ার করার মত কিছু সংগ্রহ করার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশাকরি, ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

f-2.jpgধান মাড়াই।

গৃহস্থের উঠোনে ধান মাড়াইয়ের কাজ করছে, কৃষি শ্রমিকরা। এই ধান মাড়াইয়ের পদ্ধত, আদি পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ করা হয়ে থাকে। শ্রমিকরা জানালেন, ধানের আটি অক্ষত রাখার জন্য সাবেকী পদ্ধতিতে ধান মাড়াই করা হয়। বিশেষ করে আমন ধান। তবে ইরি ধানের ক্ষেত্রে সবাই মেশিনের সাহায্যে মাড়াই করে থাকে।ছবিটি আমাদের গ্রামের বাড়ীর উঠোন থেকে নেয়া।

দ্বিতীয় ফটোগ্রাফি

f-4.jpgধান শুকানো।

চাউল করার জন্য ধান শুকানো হচ্ছে। এগুলো সিদ্ধ ধান। আগে মাটিতে ধান শুকানো দেখেছি। এখন এক প্রকার প্লাস্টিকের নেটে ধান শুকানো হয়। এই পদ্ধতি এখন গ্রামে বহুল প্রচলিত। এই পদ্ধতির ফলে চাউলে পাথরের টুকরো ও ময়লা পাওয়ার সম্ভবনা খুব কম। শুকানোর জন্য ধান সহজে উলটে দেয়া যায়। এই ছবিটিও আমাদের বাড়ীর উঠোন থেকে নেয়া।

তৃতীয় ফটোগ্রাফি

f-8.jpg রাস্তা

রাস্তার দু"পাশেই ধানের সোনালী বরণে মনোমুগ্ধকর দৃশ্য। পার্বতীপুর থেকে বাড়ীতে আসার সময় ছবিটি ধারণ করেছি।

চতুর্থ ফটোগ্রাফি

f-6.jpgমেঠোপথ।

মেঠোপথ বা আইল। দুই জমির মাঝখানের সীমানার জন্য আইল দেয়া হয়। মানুষ যাতে সহজেই যাতায়াত করতে পারে।গ্রামের বাড়ীর পাশের মাঠ থেকে বিকেল বেলা ছবিটি ধারণ করেছি।

পঞ্চম ফটোগ্রাফি

f-5.jpgপাতাবাহার।

আমার ননদের বাড়ীর আঙ্গিনা থেকে ছবিটি ধারণ করেছি। পাতাবাহারটি অনেক সুন্দর। আমি আনাড়ি ফটোগ্রাফার বলে, তত সুন্দর ছবি তুলতে পারিনি, বাস্তবে পাতাবাহারটি যত সুন্দর।
আশাকরি ,আজকের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঃ ফটোগ্রাফি
পোস্ট তৈরিঃ selina 75
ডিভাইসঃ Redmi Note A5
তারিখঃ ২৭ ডিসেম্বর২০২৩ইং

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

সবগুলো ছবি অসাধারণ ছিল তবে ধান মাড়াই করার ছবিটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে শহর অঞ্চলে সাধারণত এই দৃশ্য গুলো দেখা যায় না, তাই এ দৃশ্যগুলো আমাদেরকে খুব বেশি আকর্ষণ করে।

আমারও বেশ পছন্দ ধান মাড়াই এর ফটোগ্রাফিটি।অনেক ধন্যবাদ ভাইয়া।

এখন তো সবাই মেশিন দিয়ে ধান মাড়াই করে । কিন্তু আপনাদের ঐখানে এখনো পুরনো পদ্ধতি তে ধানের মাড়াই দেখে ভালো লাগলো । অনেক দিন পরে দেখলাম । যাই হোক এইরকম আরো গ্রামের ছবি আমাদের সাথে শেয়ার করবেন ভবিষ্যতে।

Posted using SteemPro Mobile

চেস্টা করবো আরও গ্রামের ছবি শেয়ার করতে।

সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ধান মাড়াই এর ছবিটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমারও বেশ পছন্দ ধান মাড়াই এর ফটোগ্রাফিটি।ধন্যবাদ আপু।

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তার মধ্যে সর্বপ্রথম শেয়ার করা ধার মারাই এর দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু। আপনার শেয়ার করা চমৎকার সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আমারও বেশ পছন্দ এই ফটোগ্রাফিটি। ধন্যবাদ ভাইয়া।

বেশ চমৎকার কিছু হরেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যেখানে কৃষকের ধান মাড়াই করার দৃশ্য। পাশাপাশি সবুজ ঘাস রাস্তার দৃশ্য সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট তৈরি করার চেষ্টা করেছেন আপনি। বেশ ভালো লাগলো সুন্দর এই দৃশ্য দেখে।

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এখানে সবগুলো ফটোগ্রাফি একদমই অসাধারণ দেখা যাচ্ছে৷ তবে এর মধ্যে প্রথমেই আপনি যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন ধান মাড়াইয়ের। এখানে তারা যেভাবে ধান মাড়াই করছে আমাদের এখানে সেরকম ভাবে ধান মাড়াই করা হয় না। আমাদের এখানে ভিন্নভাবে ধান মাড়াই করা হয়ে থাকে৷ যা দেখে আপনার কাছ থেকে এই ফটোগ্রাফির মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো৷