অরিগ্যামিঃপ্রজাপতি আদলে বুক মার্ক তৈরি।

in hive-129948 •  6 months ago  (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। ১০ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।

o2.jfif

o4.jfif

প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেস্টা করি।এরই ধারাবাহিকতায় বন্ধুরা, আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহলো রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির আদলে বুক মার্ক তৈরির অরিগ্যামি নিয়ে। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। কাগজের ভাঁজের উপরই নির্ভর করে নির্দিস্ট জিনিসের অরিগ্যামি তৈরি। ভাঁজ হেরফের হলে অরিগ্যামি তৈরি সঠিকভাবে হয় না। তাই অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ।সঠিক ভাঁজের উপর নির্ভির করে নির্দিস্ট জিনিস এর অরিগ্যামি তৈরি। আজ আমি একটি বুক তৈরির অরিগ্যামি শেয়ার করবো।বুক মার্কটি তৈরি করেছি প্রজাপতির আদলে। তাহলে দেখে নেয়া যাক,প্রজাপতির আদলে বুক মার্ক এর অরিগ্যামি তৈরিতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। সেই সাথে দেখে নেয়া যাক বুক মার্ক তৈরির পদ্ধতিটি।আশাকরি, ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o25.jfif

১। রঙ্গিন কাগজ
২।কালো রং এর সাইন পেন

তৈরির পদ্ধতি

ধাপ-১

o26.jfif

o24.jfif

প্রথমে ৭ সেঃ মিঃX১১ সেঃমিঃ সাইজের এক টুকরো গোলাপী রং এর কাগজ কেটে নিয়েছি। এরপর এক টুকরো কাগজটিকে লম্বালম্বি ভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

o23.jfif

o21.jfif

o20.jfif

এরপর কাগজটির ভাঁজ খুলে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এরপর দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবিতে দেখানো ভাঁজের মতো করে।

ধাপ-৩

o17.jfif

o16.jfif

এবার দু'পাশের ভাঁজ বরাবর কাগজ ভিতর ঢুকিয়ে দিয়েছি। ফলে কাগজটি ছবির মতো হয়েছে।

ধাপ-৪

o19.jfif

o13.jfif

যে দিকে কাগজ ভাঁজ করা আছে তার অপর পাশের কাগজ ছবির মতো ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o12.jfif

o11.jfif

কাগজের খোলা অংশ কোনা করে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে। ছবির মতো করে।

ধাপ-৬

o10.jfif

o9.jfif

এরপর কাগজের দু'পাশের ভাঁজ খুলে নিয়েছি। যা দেখতে ছবির মত হয়েছে। দেখতে অনেকটাপ্রজাপতির মতো হয়েছে।

ধাপ-৭

o8.jfif

o7.jfif

o6.jfif

o5.jfif

এরপর বানানো প্রজাপতির অরিগ্যামিটি কালো সাইন পেন দিয়ে বিভিন্ন ডিজাইন করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেলো প্রজাপতির আদলে বুক মার্ক তৈরি।

উপস্থাপন

o4.jfif

o28.jfif

o2.jfif

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির আদলে তৈরি বুক মার্কটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৪শে জুন, ২০২৪
লোকেশনচট্টগ্রাম,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রজাপতি আদলে চমৎকার সুন্দর বুক মার্ক তৈরি করেছেন আপু। ভীষণ সুন্দর হয়েছে আপনার প্রজাপতির বুকমার্কটি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে প্রজাপতির আদলে বুকমার্কটি তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আমি চেস্টা করেছি বুক মার্ক তৈরির ধাপ সুন্দর করে উপস্থাপন করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

বাহ্,এত সুন্দর বুকমার্ক বই এ রাখলে পড়া না পড়ে,তখন বুকমার্কের দিকে তাকিয়ে থাকবে।😂😂।আপু আপনার অরিগ্যামিটা বেশ দারুন হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

আবার এই বুক মার্ক দেখে বই পড়ার আগ্রহও তৈরি হতে পারে ।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন প্রজাপতি বুকমার্ক। ভাঁজ গুলো খুব সুন্দর ভাবে করেছেন তার মাধ্যমে এটি সুন্দর হয়েছে। এত সুন্দর প্রজাপতি বুক মার্ক বই এ দিলে বই আর কেউ খুলবে না উপর টাই শুধু দেখবে। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার বানানো বুক মার্ক আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

আমি কখনো বুক মার্ক তৈরি করিনি তবে প্রাইমারি এবং হাই স্কুলে থাকতে বন্ধু এবং বান্ধবীদের তা ছিনিয়ে নিতাম বলে নিতাম বা চুরি করে নিয়ে নিতাম। অবশ্য এগুলো পরে বলে দিতাম।
আপনি অনেক সুন্দর ভাবে প্রজাপতি 🦋 বুকমার্ক প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

একদিন চেস্টা করে দেখেন বুক মার্ক বানাতে। আমার থেকেও সুন্দর হবে আশাকরি। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সত্যি কারের একটা প্রজাপতি এসেছে বইয়ের উপরে। বুকমার্ক টা খুব সুন্দর হয়েছে আপু। প্রজাপতির মত করে তৈরি করেছেন যার কারণে সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে। খুব সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন।

আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

রঙিন কাগজের প্রজাপতির বুকমার্কটি খুবই সুন্দর হয়েছে আপু।আপনি ধাপগুলো খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য আরো বেশী ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর এই বুকমার্কটি শেয়ার করার জন্য।

আমার বানানো বুক মার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

যেহেতু মোটামুটি বই পড়া হয় সেজন্য বুকমার্ক এর ব‍্যাপার টার সাথে পরিচিত। বুকমার্ক যত ভালো হবে বই পড়া আনন্দটা যেন তত বৃদ্ধি পাই। প্রজাপ্রতির আদলে বুকমার্ক টা চমৎকার তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। এবং আপনি খুবই সুন্দর ভাবে পোস্ট টা উপস্থাপন করেছেন আপনি।

ঠিক বলেছে বুক মার্ক পছন্দসই হলে বই পড়ার আগ্রহ বেড়ে যায়, মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা প্রজাপতি শেফের বুকমার্ক টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই নিখুঁত ভাবে ধাপের মাধ্যমে উপস্থাপন করেছেন। যা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার তৈরি করা প্রজাপতি বুক মার্ক দেখতে তো সত্যিকারের প্রজাপতির মতোই লাগছে। আপু আপনি অনেক ক্রিয়েটিভ মানুষ। তাই তো সবসময় নতুন কিছু ট্রাই করেন। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আমার বাংলা ব্লগে সবাই অনেক ক্রিয়েটিভ। তাইতো নতুন নতুন অনেক কিছু দেখতে পাই।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

যারা বই পড়তে পছন্দ করে বুকমার্ক তাদের খুবই প্রয়োজনীয়। আর আপনি এত সুন্দর করে প্রজাপতির আকৃতি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। কালারফুল একটি প্রজাপতি তৈরি করেছেন। বুকমার্ক অসাধারণ হয়েছে।

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

প্রজাপতির আদলে খুবই চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন আপনি। আপনার সবগুলো স্টেপ খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন। বুকমার্কটিও দেখতে খুব আকর্ষণীয় হল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।