সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে মে ২০২৪ খ্রিষ্টাব্দ । বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মধুবনী চিত্রকলা ।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। আর তাহলো একটি মধুবনী চিত্রকলা । মধুবনী চিত্রকলা মিথিলা চিত্রকলা নামেও পরিচিত।মধুবনী চিত্রকলা ভারতীয় চিত্রকলার একটি শৈল যা ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলে চর্চা করা হয়।এই চিত্রকলার মাধ্যমে মূলত দেব দেবীর কাহিনী বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই চিত্রকলা মূলত আর্ট করা হতো ঘরের দেয়ালে।বর্তমানে ক্যানভাস ,শাড়িসহ বিভিন্ন মাধ্যমে মধুবনী চিত্রকলার কাজ দেখা যায়।মধুবনি আর্ট করতে আমার বেশ ভালই লাগে। যদিও এখনও তেমন ভালোভাবে শিখে উঠতে পারিনি,তবে চেস্টা করছি। সময়ের সাথে সাথে শিখতে পারবো আশাকরি। এই আর্টটি করতে বেশ সময় লেগেছে। কারন বিভিন্ন ধরনের রং ব্যবহার করার হয়েছে। সময় লাগলেও শেষ করার পর বেশ ভালই লেগেছে আমার।চিত্রকলাটি আঁকতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, রঙ্গিন সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে আঁকলাম মধুবনী চিত্রকলাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। গোলাপী রং এর পোস্টার রং
৪।তুলি
৫।্গোলাপী অ সাদা রং এর জেল পেন
৬।বিভিন্ন রং রং এর সাইন পেন
৭।পেন্সিল কম্পাস
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং ভিতরে একটি বৃত্ত এঁকে নিয়েছি। এবং বৃত্তটির মাঝ বরাবর দাগ দিয়ে বৃত্তটিকে দু'ভাগ করে নিয়েছি।
ধাপ-২
এরপর বৃত্তের এক অংশে পেন্সিল দিয়ে মধুবনি আর্ট এর অন্যতম মোটিভ মাছ এঁকে নিয়েছি।
ধাপ-৩
বৃত্তের অন্য অংশে একটি পদ্মফুল এঁকে নিয়েছি।
ধাপ-৪
মাছটিকে হলুদ রং করে নিয়েছি সাইন পেন দিয়ে। এবং কালো রং এর সাইন পেন দিয়ে মাছের চোখ এঁকে নিয়েছি।
ধাপ-৫
মাছটির শরীর বিভিন্ন রং এর পেন দিয়ে বিভিন্ন ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৬
পদ্মফুলটি গোলাপী রং এর পোস্টার রং দিয়ে রং করে নিয়েছি। এবং সাদা রং এর জেল পেন দিয়ে পদ্মফুলের পাতা হাইলাইস করে নিয়েছি। যাতে সুন্দর লাগে।
ধাপ-৭
বৃত্তের ভিতরে ফাঁকা অংশ নীল রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।
ধাপ-৮
শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে মধুবনী চিত্রকলা অংকন শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজ আমার আঁকা মধুবনী চিত্রকলাটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের মধুবনী চিত্রকলা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।শুভ বিকাল।
পোস্ট বিবরণ
পোস্ট | আর্ট |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Redmi Note A5 |
তারিখ | ৩১শে মে, ২০২৪ |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1796582788650631642
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটা আর্ট শেয়ার করেছেন আপু। এ ধরনের আর্ট এই প্রথম দেখলাম।খুব নিখুঁতভাবে অংকন সম্পন্ন করেছেন।কালারগুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু আপনি দেখছি খুবই সুন্দর করে একটি মধুবনী চিত্রকলা আর্ট করেছেন। আপনার আর্ট করা মধুবনী চিত্রকলার দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ কয়েকটি রং ব্যবহার করে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন। বেশ কয়েকটি রং ব্যবহার করার জন্য আর্ট টি বেশ দারুন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার করা মধুবনি আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই মধুবনী চিত্রকলার পুরো জিনিসটা আজ আপনার কাছে আমি জানতে পারলাম। আসলে আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন ধরনের চিত্রকলা রয়েছে। যদিও এই মধুবনী চিত্রকলাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে এই চিত্রকলা সম্পর্কে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই। আর আজকের চিত্র তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মধুবনি চিত্রকলার ইতিহাস অনেক পুরানো। আর আর্টগুলো দেখতেও সুন্দর । যাই হোক আমার করা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আর্ট করেছেন আপু। আপনার একটি মধুবনী চিত্রকলা দেখে বেশ ভালো লাগলো। আপনার আর্ট খুবই নিখুঁত হয়েছে। এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। একটি মধুবনী চিত্রকলা করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া এ ধরনের আর্ট সময় সাপেক্ষ। কিন্তু করার পর বেশ ভালো লেগেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আর্ট সম্পর্কে খুব একটা ধারণা নেই তবে চোখের দৃষ্টিতে যেটা দেখতে সুন্দর লাগে তার প্রশংসা করতে তো আর বাধা নেই। আপনি চমৎকার আর্ট করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে উপরের ফুলের কারণে আরো বেশি ভালো লেগেছে শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্যও অনেক শুভ কামনা। আর উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের আর্ট গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আজ আপনি দারুন একটি আর্ট শেয়ার করেছেন আপু। আপনার করা মাছের মধুবনী আর্ট টি আমার কাছে ভালো লেগেছে। খুবই কিউট একটি মধুবনী মাছের আর্ট করেছেন আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও বেশ ভালো লাগে এ ধরনের আর্ট। আর আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit